নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মাতাল হাওয়া

২১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৩

মন্ত্রী পরিষদের মধ্যে মনে হয় ওবায়দুল কাদেরই সবার আগে টের পেয়েছেন যে "দেশে মাতাল হাওয়া বইছে! যে কোন দিকেই হাওয়া দিক পরিবর্তন করতে পারে।"

আসলেই দেশে মাতাল হাওয়া বইছে। সবাই সেটা বুঝতেও পারছে। কেউ প্রকাশ করছে, কেউ করছেনা।



কিছুদিন আগেও কিন্তু দেশের হাওয়া স্বাভাবিকই ছিল। প্রশাসন স্বাভাবিক। আইন শৃংখলা স্বাভাবিক। সরকার ব্যাবস্থা স্বাভাবিক। আগেও দেশের প্রশাসনে দুর্নীতি ছিল। আইন-শৃংখলা এক চোখা ছিল। সরকারে স্বজন প্রীতি, দুর্নীতি ছিল। এখনো আছে। বাংলাদেশের প্রেক্ষিতে এটাতো স্বাভাবিকই।

স্বাভাবিক সেই হাওয়াটাতে বাতাস দিয়ে মাতাল করে তোলা হয়েছে। হোক তা সরকার থেকে। হোক অদৃশ্য কোন মহল থেকে। শাহবাগ আন্দোলন থেকেই মাতাল হাওয়ার মাতলামি শুরু। তারপর হেফাজতে ইসলাম আসল। হেফাজতে ইসলাম কে প্রশ্নবিদ্ধ করতে একটা পক্ষ প্রাণপনে চেষ্টা করে যেতে লাগল দেশে যেন সাম্প্রদায়িক অস্থিরতার সৃষ্টি হয়! হিন্দু মন্দিরে আগুন দেওয়া হল, ধরা পড়ল ছাত্রলীগ। সংখালগুদের বাড়ি-ঘর ভাঙচুর করা হল, সেখানেও ধরা পড়ল ছাত্রলীগ। তাঁরা তাদের সেই অসৎ পরিকল্পনার কিঞ্চিৎ সাফল্যও পেলনা। অন্যের জন্য গর্ত খুড়লে নিজেই সেখানে পরতে হয় তা তাঁরা বুঝতে পারেনি।



তারপর সেই বিশেষ মহলটি বিরোধী দমনে এতই মরিয়া হয়ে উঠল, হরতাল, মিছিল,সমাবেশে আওয়ামিলীগের অন্যান্য অঙ্গসংগঠনের পাশাপাশি ছাত্রলীগ অবতীর্ন হল রক্ষীবাহিনীর ভূমিকায়। পুলিশের পাশা-পাশি তাঁরাও হাতে অস্ত্র তুলে নিয়ে মেতে উঠল হত্যযজ্ঞের নিষ্ঠুর খেলায়। শত-শত নিরিহ, নিরপরাধ মানুষের লাশে, রক্তে রনজিত হয়ে উঠল বাংলার কালো রাজপথ। রক্তের ভ্যাপসা গন্ধে একটু-একটু করে মাতাল হতে শুরু করল হাওয়া।



মন্ত্রী সাহেব ঠিক কথাই বলেছেন। হাওয়ার মোড় ঘুরে যেতে পারে। হাওয়া মাতাল হতে হতে একসময় থমকে যাবে। শুরু হবে ঝড়। কাল বৈশাখি ঝড়। সেই ঝড়ে তছনছ করে দিবে অন্যায়ের রাজপ্রাসাদ। উল্টে যাবে ক্ষমতার মসনদ।



সেই দিন আর হয়তো বেশি দূরে নয়। যখন দেখা যাবে মন্ত্রী সাহেব আবারো আপেলের টুকরায় কামড় বসাতে বসাতে বয়ান করবে বাংলাদেশের ইতিহাসের ভয়ংকর, নিকৃষ্ট পাঁচ বছরের উপাখ্যান!

(শাহজাহান আহমেদ)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.