![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
বাকশাল আওয়ামিলীগ সরকার আরো একটা ভুল করল! গোলাম মাওলা রনি কে গ্রেফতার করাটা অতিরঞ্জিত একটা ব্যাপার হয়ে গেল। এখানে যে একটা প্রতিহিংসার খেলা চলছিল সেটা অনেকেই বুঝেছে। অনেকে এখন বুঝতে চেষ্টা করছে।
মানুষ যখন দেখল কিছু-কিছু সংসদ সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম এবং সন্ত্রাসের সুস্পষ্ট অভিযোগ থাকা সত্বেও তাঁরা ধরা-ছোয়ার বাহিরে দাপিয়ে বেড়াচ্ছে, আর গোলাম মাওলা রনির মত সর্বজন সন্মানিত যুক্তিবাদি তরুন একজন নেতাকে লঘু পাপে গুরুদণ্ড পেতে হচ্ছে। (বাংলাদেশের তথাকথিত আইন-বিচার ব্যাবস্থায় এটাকে তো লঘু পাপ বলাই যায়।) তখন যা বুঝার জনগণ বুঝে যায়।
গোলাম মাওলা রনি সবচেয়ে আলোচিত হয়েছিল আবুল হোসেনের দৌড়ে জিতে মন্ত্রী হওয়ার তথ্যটি প্রকাশ করে। তারপর তিনি অনেক বক্তব্য দিয়েছেন যা দলের পক্ষেও গেছে বিপক্ষেও গেছে। কিন্তু আমার মনে হয়না রনি এমন কোন বক্তব্য দিয়েছে যা আওয়ামিলীগ এবং প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের স্বার্থে আঘাত লাগতে পারে। তিনি হয়তো সরকারের প্রভাবশালী ব্যক্তিবর্গের সমালোচনা করেছেন। শেয়ার বাজার নিয়ে কথা বলার সময় নাম এসেছে দরবেশের। রেলওয়ে নিয়ে কথা বলার সময় নাম এসেছে কালো বিড়ালের। পদ্মা সেতু নিয়ে আলোচনার সময় নাম এসেছে দেশপ্রেমিক(!) আবুল হোসেনের।
আসতেই পারে। বাংলাদেশের যে কোন মানুষই এই ব্যক্তিগণকে চিনে, তাঁদের দুর্নীতি সম্পর্কে সবাই জানে।
গোলাম মাওলা রনি দলের নেতা-কর্মী। মন্ত্রী,এমপিদের যতই সমালোচনা করুকনা কেন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের তোষামোদে তিনি নিজেকে সর্বদাই ব্যস্ত রাখতেন। প্রধানমন্ত্রীর নাম উচ্চারণের আগে তিনি "নয়নের মনি, মাথার মুকুট, হৃদয়ের স্পন্দন, মাথার তাঁজ!" ইত্যাদি উপমা ব্যবহার করতেন। এবং খুবই মধুর সুরে বলতেন "আমার নেত্রী।" আমি বুঝতে পারছি না সেই নয়নের মনিই নাকি রনিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে! কেন?
সেই কেন'র কোন জবাব নাই। আমাদের প্রধানমন্ত্রীর আশেপাশে যে চাটুকাররা থাকে তাদের হয়তো গোলাম মাওলাকে নিয়ে ভয়, কোনদিক দিয়ে কোন উচিৎ কথাটা বলে কার সর্বনাশ করে বসে।
এখন কোন কিছুই বিশ্বাস করা যায়না। যা দেখি, মাঝে-মাঝে মনে হয় দেখায় কোন ভুল নাইতো? গোলাম মাওলার সাংবাদিক নির্যাতনের ভিডিওটা আমরা দেখেছি। আমার কাছেও বিষয়টা খুব অমানবিক মনে হয়েছে। কিন্তু ভিডিওটার আগের কোন ঘটনা কিংবা কাহিনী আমরা জানিনা।
যাই হোক, আমি আমার ক্ষুদ্র বিবেচনায় যা বুঝি তা হল গোলাম মাওলা রনিকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। তাকে আবারো দেশের রাজনীতিতে এবং গণমাধ্যমে সক্রিয় হওয়ার সুযোগ করে দেওয়া হোক।
(শাহজাহান আহমেদ)
২| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫২
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: true or false that is the confusion
৩| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫২
ধৈঞ্চা বলেছেন: ভিডিওটার আগের কোন ঘটনা কিংবা কাহিনী হয়ত সাংবাদিক নির্যাতনের সাথে সম্পৃক্ত, আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে ব্যাপারটা বুঝতে পারতাম।
সাংবাদিকরা নিজেদের সুবিধার্থে ভিডিওর আগের অংশটা প্রকাশ করেনি।
আমি উনার একটা টক-শোতে দ্বিপুমনিকে যেভাবে তেল মারতে দেখলাম তাতে মনে হলো উনার নির্দিষ্ট কিছু পছন্দ ও অপছন্দের নেতা-নেত্রী আছে।
৪| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৬
নিমপাতা১২ বলেছেন: বিকালে প্রথম আলোতে দেখলাম প্রধানমন্ত্রীর নিদের্শে রনি গ্রেফতার, লিংকটিতে ক্লিক করার পরে পেজ ওপেন কিন্তু কোন খবর দেখায়না, খালি দুজনের মন্তব্য দেখাচ্ছে, কয়েক মিনিট পরে দেখি লিংকটি উদাও,
৫| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৬
মো ঃ আবু সাঈদ বলেছেন: সহমত
৬| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪০
দেশপ্রেমিক পোলা বলেছেন: দলের অনেকের বিরুদ্ধে কথা বলায়, তারাই প্রধানমন্ত্রীকে দিয়ে এই কাজ করিয়েছে। কত খুন চুরি ডাকাতি করার পরেও তাদের বিরুদ্ধে কেচ নেয় না থানা। আর ২/৪ টা কিল ঘুষির মামলা নিয়ে নিলো থানা। এখানে উপর থেকে ইশারা ছিলো। তবে সারাবছর যতটা না হিরো ছিলো তার চেয়ে বেশি হিরো হবে রনি এবার।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১৫
সুইট টর্চার বলেছেন: সহমত!