![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
অতীতে মানুষগুলো সহজ-সরল ছিল। যতই দিন যাচ্ছে বিবর্তনের ছোঁয়া লেগে শারীরিক গঠনের সাথে সাথে মানবিক বোধগুলিরও পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক। আগে মানুষের চাহিদা ছিল কম। একটা গ্রাম কিংবা একটা পাড়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল তাদের জীবন। অন্য একটি গ্রাম মানেই বৈদেশ। অন্য জাতি-গোষ্ঠির মানুষ মানে বৈদেশী। তাদের সমস্ত চিন্তা চেতনা জুড়ে ছিল তাঁর নিজের পরিবার, নিজের গোষ্ঠি। জীবন মানেই দু-বেলা দু-মুঠো ভাত,মাছের সংস্থানে দিন পার করা। ক্ষমতার লোভ ছিলনা বললেই হয়। যে বয়সে মুরব্বি সে সমাজের নেতা। সমাজের সর্দার। সেই নেতার জ্ঞান, বুদ্ধি/বিচক্ষনতা বিবেচ্য না। নেতা হওয়ার প্রতিযোগিতাও ছিলনা তখন। দরকারও হতনা।
সেই সময়টাকেই আমি স্বর্ণযুগ বলব।
যখন থেকে মানুষের মধ্যে এই ধারণাটা ঢুকে গেল জীবনে কিছু সঞ্চয়ের দরকার। যখন মানুষ ক্ষমতার স্বাদ বুঝতে শিখল। যখন মানুষ নিজের রুপটাকে চাকচিক্যময় করে অন্যের সামনে উপস্থাপনের
আরামটা টের পেল। তখন থেকেই দ্রুত পাল্টে যেতে থাকল মানুষের প্রকৃতি, সহজাত সারল্য। পৃথিবীর ইতিহাসে যোগ হতে শুরু করল একের পর এক বিস্ময়। নতুন আবিস্কার। নতুন ফ্যশন। নতুন জীবন ধারা। সব নতুন যোগ হতে হতে ইতিহাসের পাতা থেকে সব পুরনোগুলো মুছে গেল।
যে যাই বলুক। পরিবর্তনে আমার সমর্থন নাই। আমার কাছে পরিবর্তন মানেই এক ধরনের মিথ্যার বিস্তার। একটা মুখোশ খুলে আরেকটা নতুন মুখোশ জড়ানো।
লোভের জিহ্বাটাকে ঘসে-মেজে আরো একটু চকচকে করা। লাভের লাভ কিছুই না। দিন শেষে সেই একই অন্ধকার। এরচেয়ে আমার হাজার বছরের পুরনো জীবনই ভাল।
(শাহজাহান আহমেদ)
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৪
উড়োজাহাজ বলেছেন: এগুলো সরকারী চাকরীজীবিদের কথার সাথে একদম মিলে যাচ্ছে। যারা অলরেডি প্রতিষ্ঠিত তারা এই কথা গুলো বলে থাকেন। এরা পরিবর্তনকে ভয় পায়। ইয়ে! আপনি কি কাজ করেন?