![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
মানব জমিন পত্রিকার একটা বিশেষ সংবাদ কী কেউ খেয়াল করেছেন?
একজন বাংলাদেশীর চিকিৎসার খরচ যোগাতে নিঃস হয়েছেন এক সৌদি নাগরিক! বড়ই হৃদয় বিদারক একটি গল্প। বাংলাদেশী মাহাবুব কয়েক বছর আগে ওমরা পালন করার জন্য সৌদি আরব যান। আসল উদ্দেশ্য ছিল পালিয়ে গিয়ে কাজ করা। (হজ্ব ভিসায় সৌদি যেতে টাকা কম লাগে।)
সৌদি আরব যাওয়ার পর যথা সময়ে মাহাবুব পালিয়ে এক সৌদি নাগরিকের কাছে গিয়ে কাজ নেন। এভাবে কয়েক বছর কাজ করার পর যখন সৌদি সরকার সকল অবৈধ শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দেন তখন মাহবুবের বস মাহবুবের নামেও বৈধতা প্রাপ্তির আবেদন করেন। সেজন্য মাহবুবের মেডিকেল চেকআপের প্রয়োজন হয়। মেডিকেল রিপোর্টে ধরা পড়ে মাহবুবের ব্রেন টিউমার হয়েছে। অপারেশন করতে হবে। দরিদ্র মাহবুবের কাছেও এত টাকা নাই অপারেশন করার জন্য। মানবতাবোধ থেকে তাঁর আপারেশন করানো মালিকের দায়িত্বের মধ্যে পড়ে।
মাহাবুবের ব্রেনে পর-পর দুইবার অপারেশন করাতে হয়েছে। আপারেশনের বিশাল অংকের খরচ বহন করতে গিয়ে মাহাবুবের মালিক তাঁর সমস্ত সম্পদ বিসর্জন দিয়েও প্রায় ত্রিশ হাজার রিয়াল ধার করেন। ঔষধ-পথ্য, চিকিৎসায় আরো টাকা লাগবে। তিনি তাঁর বন্ধু-বান্ধব সহ সকলের কাছে মাহবুবের চিকিৎসার জন্য সহযোগিতার হাত পেতেছেন।
কত বড় মহান সেই মানুষটি চিন্তা করেন। আপনি আমি হলে কি করতাম? স্বার্থের কষাঘাতে আপন ভাইয়ের পিঠেও এখন ছুড়ি মারতে কেউ চিন্তা করেনা। সেখানে কোথাকার কোন বিদেশী একজন দরিদ্র শ্রমিকের জন্য তিনি তাঁর সমস্ত সঞ্চয় নিঃশেষ করে মানুষের কাছে হাত পাতছে।
মাহবুব বাংলাদেশী নাগরিক। সে প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করে এই রাষ্ট্রের জন্যই উপার্জন করেছে। রাষ্ট্রের প্রতি তাঁর যে দায় সে তা পুরণের চেষ্টা করেছে। আজ সে অসহায়। এখন রাষ্ট্রের দায়িত্ব তাঁর পাশে দাড়ানো। সবচেয়ে বড় কথা অন্যদেশের অন্য একজন মানুষ যে মমতা নিয়ে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেই মহান মানুষটির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করাও রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। আমার মনে হয় সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মাহাবুবের চিকিৎসার সকল খরচ পৌছে দেওয়া এবং সেই বিশাল হৃদয়ের মানুষটিকে তাঁর উপযুক্ত পাওনা মিটিয়ে দেওয়া বাংলাদেশ সরকারের কর্তব্যের মধ্যে পড়ে।
ভালবাসার প্রতিদানে ভালবাসা দিতে হয়। হে নাম না জানা বৈদেশী, তুমি আমার দেশের সাধারণ খেটে খাওয়া একজন মানুষের প্রতি যে ভালবাসা দেখিয়েছ, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের সমস্ত ভালবাসা তোমার তরে উৎসর্গ করলাম। পার্থনা করি তোমার জীবনে যেন কখনো ভালবাসার অভাব না আসে।
(শাহজাহান আহমেদ)
২| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩
শহিদশানু বলেছেন: ভালবাসার প্রতিদানে ভালবাসা দিতে হয়। হে নাম না জানা বৈদেশী, তুমি আমার দেশের সাধারণ খেটে খাওয়া একজন মানুষের প্রতি যে ভালবাসা দেখিয়েছ, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের সমস্ত ভালবাসা তোমার তরে উৎসর্গ করলাম। পার্থনা করি তোমার জীবনে যেন কখনো ভালবাসার অভাব না আসে।
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩
শাহজাহান আহমেদ বলেছেন: মানবতার জয় হবেই!
৩| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯
রোহান খান বলেছেন: পোস্টটির জন্য মডারেটদের আকর্ষন প্রার্থণা করছি। এব্যাপারে বিস্তারিত খবর নিয়ে পোস্টিকে স্টিকি করা হোক। ব্যাপারটা নিয়ে আমাদের দুবাইতেও মারাত্নক ভাবে আলোচনা চলছে। আশা করি আমাদের প্রধানমন্ত্রী একটা ব্যাবস্ত্হা নিবেন যেমনটা তিনি নিয়েছিলেন মিসেস রমা'র ব্যাপারে।
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫
শাহজাহান আহমেদ বলেছেন: আমিও মনে করি প্রধানমন্ত্রী কোন একটা ব্যাবস্থা নিলে ভাল হবে! ধন্যবাদ।
৪| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০১
এস এইচ খান বলেছেন: দক্ষিনান্চলে সিডরের আঘাতে পর এক সৌদির একার দানের পরিমান ছিল সমস্ত বৈদেশিক সাহায্যের চেয়েও অনেক বেশী! কিন্ত ঐ ব্যক্তিও অনুরুপ তাঁর নাম প্রকাশে নিষেধ করেছিলেন!
ব্লগে খেয়াল করবেন, এক ধরনের কুকুর আছে যারা সারা দিন সৌদিসহ মধ্যে প্রাচ্যের মুসলিম দেশগুলোর নাম শুনলেই ওদের খাউজানী বেড়ে যায়! অথচ, কেবল মাত্র মধ্যে প্রাচ্যের মুসলিম দেশগুলোতেই আমাদের প্রায় ৭০ লক্ষ লোক কাজ করে! যাদের প্রেরিত রেমিটেন্সেই মুলত বৈদেশিক মুদ্রা প্রবাহকে সচল রাখছে!
অনেক ধন্যবাদ বিষটি শেয়ারের জন্য।
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬
শাহজাহান আহমেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ পোষ্টি পড়ার জন্য।
৫| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
একিউমেন০৮ বলেছেন: আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের সমস্ত ভালবাসা তোমার তরে উৎসর্গ করলাম। পার্থনা করি তোমার জীবনে যেন কখনো ভালবাসার অভাব না আসে। আমিন
৬| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: @২-৫ সহমত।
মাহবুব বাংলাদেশী নাগরিক। সে প্রবাসে হাড়ভাঙা পরিশ্রম করে এই রাষ্ট্রের জন্যই উপার্জন করেছে। রাষ্ট্রের প্রতি তাঁর যে দায় সে তা পুরণের চেষ্টা করেছে। আজ সে অসহায়। এখন রাষ্ট্রের দায়িত্ব তাঁর পাশে দাড়ানো। সবচেয়ে বড় কথা অন্যদেশের অন্য একজন মানুষ যে মমতা নিয়ে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেই মহান মানুষটির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করাও রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। আমার মনে হয় সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মাহাবুবের চিকিৎসার সকল খরচ পৌছে দেওয়া এবং সেই বিশাল হৃদয়ের মানুষটিকে তাঁর উপযুক্ত পাওনা মিটিয়ে দেওয়া বাংলাদেশ সরকারের কর্তব্যের মধ্যে পড়ে।
৭| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫
মোয়ােজজম হোেসন বলেছেন: পোস্টিকে স্টিকি করা হোক
ভালবাসার প্রতিদানে ভালবাসা দিতে হয়
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭
শাহজাহান আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ!
৮| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১
নিমপাতা১২ বলেছেন: সবাইকে জনানোর জন্য পোষ্ট টি ষ্টিকি করা হোক
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭
শাহজাহান আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ!
৯| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫
বিদ্রোহী জাতক বলেছেন: সবাইকে জনানোর জন্য পোষ্টটি ষ্টিকি করা হোক
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭
শাহজাহান আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ!
১০| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৬
দি সুফি বলেছেন: শ্রদ্ধা রইল সেই নাম না জানা সৌদি নাগরিকের জন্য। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১১| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১
মনিরা সুলতানা বলেছেন: ভালবাসার প্রতিদানে ভালবাসা দিতে হয়। হে নাম না জানা বৈদেশী, তুমি আমার দেশের সাধারণ খেটে খাওয়া একজন মানুষের প্রতি যে ভালবাসা দেখিয়েছ, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের সমস্ত ভালবাসা তোমার তরে উৎসর্গ করলাম। পার্থনা করি তোমার জীবনে যেন কখনো ভালবাসার অভাব না আসে।
১২| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫
টুনা বলেছেন: ঐ সৌদি নাগরিকের নাম আব্দুল্লাহ্ সাদ আল-রুকি। মক্কার নিকটবর্তী এক গ্রামের অবিবাহিত যুবক। যে তার বিয়ের জন্য প্রাপ্ত ব্যাংক লোনের ৩০ হাজার নিজের জমানো ২০ হাজার এবং ধার-কর্জ করে ৩০হাজার মোট ৮০ ইতিমধ্যে খরচ করে ফেলেছে। এখন সে আর নতুন ব্যয় ভন করতে অপারগ। সে সবার কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে।
এটা নিয়ে পোস্ট রেডি করেছিলাম। আপনি দিয়েছেন বলে আর দিইনি।
বিস্তরিত:-
http://www.arabnews.com/news/459346
১৩| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২
টুনা বলেছেন: ঐ সৌদি নাগরিকের নাম আব্দুল্লাহ্ সাদ আল-রুকি। মক্কার নিকটবর্তী এক গ্রামের অবিবাহিত যুবক। যে তার বিয়ের জন্য প্রাপ্ত ব্যাংক লোনের ৩০ হাজার নিজের জমানো ২০ হাজার এবং ধার-কর্জ করে ৩০হাজার মোট ৮০ হাজার রিয়াল যা বাংলাদেশী মুদ্রায় ১৬ লক্ষ ৮০ হাজার টাকার সমান ইতিমধ্যে খরচ করে ফেলেছে। এখন সে আর নতুন ব্যয় বহন করতে অপারগ। সে সবার কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে।
এটা নিয়ে পোস্ট রেডি করেছিলাম। আপনি দিয়েছেন বলে আর দিইনি।কারন উদ্দেশ্য মানুষকে জানানো। সেটা যেই করুক।
ধণ্যবাদ শেয়ার করার জন্য।
বিস্তরিত:-
http://www.arabnews.com/news/459346
১৪| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১১
বিদ্রোহী জাতক বলেছেন: টুনা এটা নিয়ে আপনি ও পোস্ট দিতে পারেন
১৫| ২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
মুহামমদল হািবব বলেছেন: সম্মিলিত ভাবে সবাই সহযোগিতা করলে এবং সরকারের উদ্যোগে এটা আসম্ভব কিছু নয়।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৯
নিয়ামুল ইসলাম বলেছেন: