![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
বিবাহিত পুরুষদের চেয়ে অবিবাহিত পুরুষদের লজ্জা, ভদ্রতা এবং বিনয় অনেক বেশী। অবশ্য নারীদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টো। (এটা আমার গবেষনা!)
বিয়ের পর বাসর ঘরে ঢুকার আগে যে পুরুষ লজ্জা এবং ভয়ে মনে মনে দোয়া ইউনুস খতম করে ফেলে। সেই পুরুষই সকাল বেলায় বাসর ঘর থেকে বের হয় সম্পূর্ণ অন্য মানুষ হয়ে। তখন তাঁর মধ্যে কোন লজ্জা সরমের বালাই থাকেনা। হাটা-চলায় একটা গর্বিত ভঙ্গী থাকে। বাসর ঘর থেকে বের হওয়ার পর ভাবী শ্রেনীর কেউ যদি মুখ টিপে হাসে তাহলে সে এমন ভাবে তাকায়, ভাবটা এমন "এত হাসার কী হল এসব কতই করছি।"
আমার একজন বন্ধুর বিয়ে ঠিক হওয়ার আগে থেকেই সে ভিষণ চিন্তিত! চিন্তার কারণ আছে। এক, কম বয়সে বিয়ে করছে। তাছাড়া অপরিচিত একটা মেয়ের সাথে সহজ হওয়ার খুব সোজা বিষয় না! যাহোক, বিয়ের পর যথারিতী সব বন্ধুরা মিলে তাকে বাসর ঘরে রেখে আসলাম।
পরদিন সকালে মুখে বিরাট বড় একটা হাসি ফুটিয়ে সে আমাদের সাথে দেখা করতে আসল। আমরা হাসির কারণ জিজ্ঞাস করলাম। সে হাতের চার আঙুল তুলে দেখাল! আমার অন্যান্য বন্ধুরা কিছুক্ষণ হাসতে-হাসতে গড়া-গড়ি খেল। তাঁরা চার আঙুল দেখে কি বুঝল কে জানে। আমি কিছুই বুঝিনি।
পরে যখন ওদের কে জিজ্ঞাস করলাম, চার আঙুল দেখে ওরা কেন হেসেছে। ওরা যা বলল তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। এটাও কি সম্ভব?
অপরিচিত, আচেনা-অজানা একটা মেয়ের সাথে প্রথম দিনই শারীরিক সম্পর্ক তৈরী করে কেমন করে! মেয়েটা যদি প্রেমিকা হয় তাহলে ভিন্ন কথা। কিন্তু যে মেয়ে পুরুষটাকে কখনোই দেখেনি, কথাও বলেনি। সেই পুরুষটা তাকে প্রথম দিনই...। জোড় করে...।
(এটাকে এক প্রকার ধর্ষন বলব আমি। একটা মেয়ের সাথে সহজ হতে, প্রেম হতে একদিন মোটেও যথেষ্ট না। ভালবাসাহীন প্রণয় মানুষের কাজ হতে পারেনা। এটা পশুদের কাজ! )
আরো একটা ঘটনা।
বিবাহিত পুরুষদের (সদ্য বিবাহিত যুবকদের। সবার না। কিন্তু বেশীর ভাগই।) যে ভদ্রতা এবং বিনয় কমে যায় তা বুঝতে পেরেছি আমার দুইজন ছোট ভাইদের কর্মকাণ্ডে। আগে তাঁরা আমাকে যতবার দেখতো ততবারই সালাম দিত। কথা-বাতর্া একটু হিসেব করে বলত। বড়দের মধ্যে নারীঘটিত কোন আলাপে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলত। আর এখন...।
ওরা বিয়ে করার পর আজ পর্যন্ত একটা সালামও দেয়নি! দেখলে স্বাভাবিক হায়-হ্যালো। মনে হয় আমি ওদের ইয়ার-ফ্রেণ্ড। এখন বড়দের কথার মাঝে ওরাও সমান তালে অংশগ্রহন করে! এদের মধ্যে আমার এক কাজিনতো লজ্জা-সরমের মাথা খেয়ে বলেই ফেলে 'বউ ছাড়া একা একা থাকতে আর ভাল লাগেনা। (ওর বউ বাংলাদেশে ও আমেরিকায়।) কবে যে বউ আসব!"
আমার প্রশ্ন, বিয়ে করলে কি বয়স বেড়ে যায়, নাকি শরিরের শক্তি দ্বীগুন হয়?
জাতির বিবেকের কাছে প্রশ্ন!
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৭
শাহজাহান আহমেদ বলেছেন: করেন, কইরা আপনার অনুভুতিটা জাতিকে জানাইয়েন!
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
নূর আদনান বলেছেন: কথাটা সত্যি যে, বিবাহিত পুরুষদের ভদ্রতা এবং বিনয় কমে যায়। তবে সবাই তো আর একরকম না। কি আর করবেন মাইনে নেন, কিচ্ছু করার নাই।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৭
শাহজাহান আহমেদ বলেছেন: কিছু ব্যতিক্রমতো আছেই!
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৪
সাহাদাত উদরাজী বলেছেন: ধার্মিক লোকে মনে শান্তনা দেন এই বলে যে, বিবাহ উপরওয়ালার কাজ, তিনি নিজ হাতে বিবাহের জুটি লিখে থাকেন। আমি নিজেও ভেবে কুল পাই না, কেন উপরওয়ালা এই বিবাহের কাজ নিজে হাতে রেখেছেন! প্রায় ক্ষেত্রে দেখা যায়, দুই মেরুর দুই বাসিন্দাই বিবাহে জুটি গড়ে বসে আছেন। কেহ বলেন, কেহ বলেন না! বিবাহ করে নারী পুরুষ কেহ সুখে আছেন এটা খুব একটা দেখা যায় না! তবুও আমরা আমাদের জীবন চালাই, আমরা সামনের দিকে হেঁটে চলি! হেঁটে চলতে বাধ্য হই। এই হেঁটে চলায় যাদের অভিনয় ভাল হয় তারা টিকে যান, আর যাদের অভিনয় মোটামুটি তারা একটা ভানে চলেন, আর যারা অভিনয় করতে যানেন না তারা ছিটকে পড়েন, এই তো!
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮
শাহজাহান আহমেদ বলেছেন: হুম.... বড়ই চিন্তার কথা..।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৭
তারেক বলেছেন: মেয়েদের লজ্জা করে এটা আমি শিওর। বিশেষ করে চোদর খাওয়ার পর মেয়েদের লজ্জা অনেক করে যায়।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭
িটউব লাইট বলেছেন: এই মিয়া এই মিয়া, বেশি বুজেন বেশি বুজেন।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮
ভিটামিন সি বলেছেন: ভুয়া ভুয়া। বিয়ের ৩ বছর পরেও রাতে বা বউকে ডেকে কাছে আনতে পারি না লজ্জায়।
আর আপনার গোভেষনায় বলেছেন বিয়ের পর মেয়েদের লজ্জা বেড়ে যায়। এটা ভুল। বিয়ের পর মেয়েদের লজ্জাই কমে যায়। দেখেন না বিয়ের আগে থ্রি পিস পড়ে নিজেকে ঢেকে ঢুকে রাখে আর বিয়ের পরে পেট দেখা যায়, পিঠ দেখা যায়। আমি এমনও দেখেছি যে মেয়ে আমাকে দেখলে আগে লজ্জা পেত, বিয়ে+বাচ্চা হওয়ার পর সে আর আগের মতো নেই। বাচ্চা কাঁদলেই তাকে খাওয়ানো শুরু করছে। সামনে বাপ-ভাই কে আছে তার কোন গ্রাহ্যই নেই। (নিজের অভিজ্ঞতা) বউকে বলেছি, এইরাম করলে থাপড়াইয়া শিক্ষিত বানাইয়া ফালামু।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪
এম এম কামাল ৭৭ বলেছেন: বিয়ের পর সবারই লজ্জা সরম কমে যায়।
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮
শাহজাহান আহমেদ বলেছেন: রাইট! এই কথাটাই আমি বলেছিলাম!
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬
লজিক মানুষ বলেছেন:
খাড়ান, আগে বিয়াডা কইরা লই। তারপর বলতেছি......।