নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আদরি !!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

আমরা কল্পনা করতে পারি: আদুরীর যখন জন্ম হয়েছিল তখন তাঁর বাবা-মা মনে প্রাণে কামনা করেছিল তাদের সন্তান যেন থাকে দুধে-ভাতে। আদরে-আদরে! এই আশা থেকেই হয়ত তাঁর নাম হয়েছিল আদুরী।



টাকার গরমে উত্তপ্ত, নগরের তথাকথিত প্রথম শ্রেনীর নাগরিকরা যখন তাদের বাহাদুরী, জারি-জুরি নিজের মধ্যে চেপেও রাখতে পারেনা। আবার কারো উপর প্রয়োগও করতে পারেনা, তখন তারা বাসায় এসে অসহায় গৃহকর্মীদের উপর তাদের জোর এবং ক্ষমতা দেখিয়ে মনের তৃপ্তি মেটায়!

প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও, হঠাৎ করে আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া কোন সরকারি চাকুরে/ দুর্নীতিবাজ ব্যাবসায়ীদের বিকৃত হিংস্রতার শিকার হয় অসহায় দরিদ্র বাবা মায়ের আদুরীরা!



আমরা আশা করতে পারিঃ আদুরীর উপর মধ্যযুগীয় কায়দায় যে বর্বর নির্যাতন হয়েছে তার সর্বোচ্চ বিচার যেন হয়।

পৃথিবী থেকে দাস প্রথা উঠে গেছে সেই কবে। কিন্তু বাংলাদেশে এর ছায়া এখনো আছে। কয়েকদিন পর পর সংবাদপত্রে, টেলিভিশন নিউজে গৃহপরিচারীকা নির্যাতনের যেই সংবাদ আমরা দেখি। তাতে মনে হয় বাংলাদেশ এখনো সেই অন্ধকারচ্ছন্ন যুগে পড়ে আছে। যে যুগে সম্পদশালীরাই নিজেদের মানুষ হিসাবে গন্য করত। যাদের সম্পদ নাই তাঁরা ছিল নর্দমার পোকার সমতুল্য!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.