![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
"আনন্দ" ব্যপারটা যে সম্পূর্ণ কল্পনা-নির্ভর আমার এক বড় ভাই কিছুতেই তা মানতে চাচ্ছেনা। তাঁর ধারণা বিদেশের মাটিতে পা দেওয়ার সাথে-সাথে তাঁর জীবন থেকে সব আনন্দ নির্বাসনে চলে গেছে। ব্যস্ততাময় জীবনে আনন্দ থাকেনা!
আমি তাকে বললাম: জীবনটাকে আনন্দময় ভাবলেই আনন্দ। আপনি যদি সবসময় "জীবন বোরিং হয়ে গেছে" ভাবনাতে থাকেন, তাহলে বড় কোন আনন্দময় ঘটনাও আপনাকে সুখ দিতে পারবেনা।
সে বিড়-বিড় করে বলল "হুম। পাগলের সুখ মনে মনে।"
বড় ভাইটি তখন চুইংগাম চিবুচ্ছিল। তাঁর এই কথা শুনে আমি তাঁর মুখের চুইংগামটার দিকে ইঙ্গিত করে বললাম "আনন্দ আহোরন করতে চাইলে এই চুইংগাম থেকেও সম্ভব।"
সে অবাক হয়ে বলল "চুইংগাম থেকে বড়জোর মিষ্টি আহরন করা যাবে। কিন্তু, আনন্দ কিভাবে?"
বললাম " একটা ঘটনা কল্পনা করেন। মনে করেন, আপনি চুইংগাম চিবুচ্ছেন। চিবাতে-চিবাতে হঠাৎ সেটা গিলে ফেললেন। কিছুক্ষনের মধ্যে ভুলেও গেলেন। পরদিন আপনি বাথরুমে গেলেন। আপনার গিলে ফেলা গামটা স্বাভাবিক ভাবে বের না হয়ে বেলুনের মত ফুলে-ফুলে বের হতে শুরু করল। আপনি কিছুক্ষণ আগে যেভাবে ফুলালেন সেভাবে...।
আমার কথা শেষ না হতেই সে হেসে ফেলল। হঠাৎ হাসি থামিয়ে ফিস-ফিস করে বলল "ঘটনাতো একটা হইছে। চুইংগামতো গিলে ফেলছি..!"
এই বলে বিকট শব্দ করে আবারো হাসি শুরু করল। এবার আর হাসি থামেই না। তাঁর হাসি-মুখ দেখে আমি বিষণ্ণ হয়ে গেলাম।
ভাবছি... " আহা! মানুষের জীবনে আনন্দের কত অভাব!
©somewhere in net ltd.