![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
রাজকন্যা, একটা গল্প শোন...।
_________________
গাড়ীর তেল শেষ হয়ে যাওয়ায় আজ আমি একটা পেট্রোল পাম্পে ঢুকেছিলাম। পাম্পের পাশে গাড়ী পার্ক করে যখন নামতে যাব তখন এক মধ্যবয়সি ভিক্ষুক এসে সামনে দাড়াল। (আমেরিকায়ও ভিক্ষুক আছে!) সে হাসিমুখে কুশল জিজ্ঞাস করে বলল "আজ ডিনার করার জন্য আমার কাছে কোন পয়সা নাই। তুমি কী আমাকে কিছু পয়সা দেবে?)
আমি যখন পকেটে হাত দিয়ে মানি-ব্যাগ বের করতে যাচ্ছি ঠিক তখনি আমার গাড়ীর পাশে একটি ঝক-ঝকে, অতি দামী গাড়ী এসে থামল। সেই গাড়ীর পাশে আমার গাড়ীটাকে খুব অসহায়, রুগ্ন-বিপর্যস্ত দেখাচ্ছিল!
দামী গাড়ীটা দেখে ভিক্ষুক লোকটা আমার সামনে আর এক মুহূর্ত দাড়ালনা। প্রায় দৌড়ে সেই গাড়ির কাছে গিয়ে হাত পাতল। সে হয়তো ভেবেছে দামি গাড়ীর মালিক তাকে অনেক পয়সা দেবে। তাঁর ভাবনা ভুল ছিল। আমি দেখলাম সেই লোকটি মানিব্যাগ বের করে এক ডলারের একটা নোট তাঁর হাতে ধরিয়ে দিয়েছে।
অথচ, আমার ইচ্ছা ছিল তাঁকে পাঁচ থেকে দশ ডলার দেব!
এই ঘটনা দেখে কেন যেন তোমার কথা মনে পড়ে গেল।
সেই ভিক্ষুকের সাথে কোথায় যেন তোমার একটা মিল আমি খুঁজে পেয়েছি।
রাজকন্য, শোন...।
জীবনের কোননা কোন ক্ষেত্রে হয়তো তোমার খুব ভালবাসার প্রয়োজন হবে। তখন দেখবে তোমার চারপাশে অসংখ গুণগ্রাহি। মনি-মুক্তা খচিত খাটে রেশমী-পশমি চাদরের শয্যা। ধন-দৌলত। কিন্তু কোথাও ভালবাসা নাই। ভালবাসার সন্ধানে তোমাকে কল্পনায় হলেও আমার কাছে আসতে হবে। আসতেই হবে!
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
শাহজাহান আহমেদ বলেছেন: হুম...
২| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১১
কালোপরী বলেছেন: ok
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
খেয়া ঘাট বলেছেন: জটিল ব্যাপার।