নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

লিখছি নিকট অতীতের ঘুনে ধরা ইতিহাস!

০৫ ই জুন, ২০১৪ রাত ২:৩৮

লিখছি নিকট অতীতের ঘুনে ধরা ইতিহাস!

আধো আলো, আধো অন্ধকারে বিভ্রান্ত যার পটভূমি।

আমি এবং একটি সন্ধ্যা-তারা,

আমি এবং আমাদের বিষণ্ণতারা।

আমরা;

বয়ে যাওয়া সময়ের মত, ক্ষয়ে যাওয়া টিকটিকির লেজের মত!



নৃত্যরত টিকটিকির লেজে ধরা পড়ে বিপুল বিস্ময়;

ধুলোমাখা পর্দায় এসে তার ছায়া পড়ে,

মনে পড়ে। কিছু-কিছু মুখ ভুলা যায়না কিছুতেই।

কিছু-কিছু সুখে ব্যাথা। কিছু কথা শেষ হয়না।

মগজে বসবাস করা অস্পষ্ট নাগরিকেরা;

দাবী আদায়ে সোচ্চার প্রতিবাদী ছায়ারা;

মনের পর্দার দখল নিয়ে অবরোধে বসে!



আমি এবং আমরা। সন্ধ্যাতারা এবং বিষণ্ণতারা।

চারদলীয় ঐক্যজোটে অস্বীকার করি সময়ের দাবী।

ভাবি, অস্পষ্টতাই স্পষ্টতার ইশ্বর!

তাদের সমাবেশ পণ্ড করি কৌশলে;

জনতার প্রশ্নে জবাবদিহী করে বলি:

'ভগবান ডুব দিয়েছে শ্যাওলা-মাখা জলে।'



(শাহজাহান আহমেদ)

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৪ রাত ১১:৫৩

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারণ! এক কথায় মুগ্ধপাঠ! আপনার কবিতা আগে পড়ি নাই কেন সেটাই ভাবছি, অনুসরণ শুরু হ্ল, আর কিছু চমৎকার কবিতার আশায়!

০৭ ই জুন, ২০১৪ সকাল ১১:২৮

শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ। আপনার চমৎকার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে। :)

২| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৮

জাফরিন বলেছেন: চমৎকার হয়েছে। সবাই যে এত ভাল লিখে ক্যাম্নে!!! /:) হুহ!

যাইহোক, শুভকামনা :)

১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৭

শাহজাহান আহমেদ বলেছেন: :) :)ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.