![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
বলছি বহুকাল পরের কথা!
এক জরাগ্রস্থ সন্ধ্যায়-বহুদিন পর,
আমাদের পরিচিত শতবর্ষী বিলের ধারে
আধো আলোয়, আধো আঁধারে আমরা;
পরস্পরকে দেখে স্মিথ হাসি।
তোমার চুলে পাক ধরেছে নাকি? চমকে উঠে
শাড়ির আঁচলে চুল ঢেকে তুমি বল 'কই নাতো!'
আমিও আমার বিবর্ণ চুলে;
মনের ভুলে হাত বুলাই আগের মত।
ভাবি, বলবে (তোমার) এই চুল ভালবাসি।
মনে পড়ে আমাদের সেই সব দিন- মনে পড়ে নাকি?
আমাদের সাপ-লুডু খেলা সেই যুগ?
মনে পড়ে কুটনা বুড়ির কথা,
অথবা রোগামত সেই ছেলেটা।
মনে পড়ে পেয়ারা গাছের তল?
পুকুরঘাটের ক্লান্ত দুপুর।
দল-ছিন্ন দুটো পাখির সন্ধ্যাবেলার উড়া-উড়ি, মনে পড়ে নাকি?
মনে পড়ে পাতায় লেখা ভুলেভরা চিঠির কথা?
মান-অভিমান, আদর-শাষন সবই ছিল চিঠির মাঝে।
মনে পড়ে শীতের রাতের গীত-আয়োজন?
চাদরে আদর মাখা মুখটি তোমার ঢাকা ছিল,
আমি কিন্তু ঠিক চিনেছি সেদিন তোমার দু-চোখ দেখে।
সে কি! তোমার চোখে পানি কেন?
'ও কিছুনা। মনে হয় ধুলো-কণা।'
চমকে উঠি আজো তোমার দু-চোখ দেখে।
গভীর-জলের ঢেউ খেলে যায় ক্ষণে-ক্ষণে চার-চোখেতে!
এখন জলের বড়ই দাম।
অযথাই কিছু জল ঝরানোর মানে হয়!
তারচে বরং এসো দুজন দীর্ঘশ্বাসে
বিলের পানি আধেক করি।
সঞ্চিত হোক পুঞ্জি কিছু লাভের খাতায়।
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩০
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩০
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ।
৩| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৪
মিনুল বলেছেন: সুন্দর!
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩২
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:১৭
শফিক আলম বলেছেন: খুবই সুন্দর লিখেছেন। প্রেম, প্রকৃতি আর অতীত কত অাঁট-সাঁট জড়িয়ে আছে। খুব বেশি 'বহুকাল' পরের কথা হবে কি? এখনই আমরা দেখতে পাই প্রেম আর প্রকৃতি পাশাপাশি নেই। জীবনটা কত যান্ত্রিক, প্রেমটাও কত রোবোটিক!
আপনি লিখেছেন 'বহুকাল' পরের কথা, আমি লিখেছি 'কুড়ি বছর' পরের কথা। ভাবছিলাম পোস্ট করবো না। আপনি নস্টালজিক করে দিলেন। পোস্ট করবো অচিরেই।
শুভেচ্ছা রইলো।
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৩
শাহজাহান আহমেদ বলেছেন: আপনার সুন্দর মন্তব্য আমাকে আরও অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।
৫| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৩
ডি মুন বলেছেন: বাহ, খুব ভাল লাগলো কবিতা।
শুভকামনা রইলো
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৩
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ
৬| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:২১
ভাঙ্গা ডানার পাখি বলেছেন: মন ছুঁয়ে যাওয়া কবিতা। শুভেচ্ছা জানবেন।
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৪
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ
৭| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: স্মৃতিচারণ মূলক কবিতায় কিছু উপমা যোগ হয়েছে চমৎকার ভাবে । সুন্দর ।
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৫
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা। চেষ্টা করেছি মাত্র। হয়েছে কিনা জানিনা। দোয়া করবেন।
৮| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার কবিতা +++
এখন জলের বড়ই দাম।
অযথাই কিছু জল ঝরানোর মানে হয়!
তারচে বরং এসো দুজন দীর্ঘশ্বাসে
বিলের পানি আধেক করি।
সঞ্চিত হোক পুঞ্জি কিছু লাভের খাতায়।
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৬
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ।
৯| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৩
শ্লোগান০০৭ বলেছেন: ফিনিশিংটা ভালো লাগল
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৬
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ।
১০| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৫২
দৃষ্টিসীমানা বলেছেন: মন ছুয়ে যাওয়া কবিতার জন্য ++++++++++++++ ।শুভ কামনা রইল ।
১২ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৬
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৪ সকাল ১১:৫২
মানসসরোবর বলেছেন: অপুর্ব!