নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র বৈচিত্র‍্য্যহীন দিনগুলোর সকাল থাকেনা।

২৬ শে জুন, ২০১৪ সকাল ৮:২৭

বিচিত্র বৈচিত্র‍্য্যহীন দিনগুলোর সকাল থাকেনা।

দুপুর-বিকাল-সন্ধ্যা-রাত্রি! তারপর, আবার দুপুর।

চক্রের চক্রান্তে, ভোরের স্মৃতি মুছে যায়;

বিনিময়ে, জোর করে ধোঁয়া গেলায়।



ঘুণে-ধরা মগজের তথাকথিত সুস্থ মানুষেরা,

রুপ চুরি করা চুপ-চাপ তরুনীরা,

সদ্য গোঁফ গজানো বালকেরা,

নতুন বিবাহিত পুরুষেরা, বৃদ্ধ-বৃদ্ধারা-

চায়ের সাথে রোদ মিশিয়ে মুড়ি খায়!



পিরিচে সাজানো থাকে-

গত রাতের অমিমাংসিত আলোচনা।

অথচ, আমার রাত কাটেনা!



কোন কালের কোন গোপন ব্যাথার ঢেউ বয়ে যায়।

রোদ ফুরালেই মাথার ভিতর আঁধার নামে।

বৃদ্ধরা সব নরম আলো ভাগ করে নেয়-

স্কুলকে ছুটি দেওয়া বালকের দল সূর্যকেও নিস্কৃতি দেয়।



তরুনীদের চোখে তখনও সবুজ আলো। যখন তাদের

শাক-সবজি খচিত মুখ ছায়া খুঁজে; ঠিক সে-সময়

(আমার) চোখের বারান্দায় দেখা যায় এক দল কাক!



কালো ডানায় আঁধার আরো ঘোলা হয়-

কর্কশ কাক-কন্ঠের গভীরে

শুরু হয় এক মিনিটের নিরবতা।



(অসমাপ্ত অথবা অমীমাংসিত!)

শাহজাহান আহমেদ

মার্চ-১৮-১৪

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: সুন্দর।

২| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ইয়া সুন্দর -------খুব ভাল লাগলো

৩| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:০০

আদম_ বলেছেন: সামুতে প্রকাশিত কবিতা আমার মোটেও ভালো লাগেনা। কারণ যারা কবিতা লেখেন তাদের বেশির ভাগই কবি নন।
কিন্তু আপনি কবি। আপনার কবিতা ভালো লেগেছে।

৪| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৯

শুঁটকি মাছ বলেছেন: অন্যরকম আমেজ আছে কবিতাটায়।

৫| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর কবিতায় +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.