নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আমরা ভগবানের মৃত্যু কামনা করি!

২০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

আসলে জীবনের একগুঁয়েমি কাটাতেই মাঝে-মধ্যে আমরা সামাজিক হওয়ার ভান করি।

সেই সুযোগে রঙিন ফেরেশতারা ওহি নাযিলের নাম করে নিজের রচিত কিছু কাব্যপাঠে আমাদেরকে মুগ্ধ করার চেষ্টা করে। তারা; গম্ভীর মুখে মঞ্চে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে আবৃত্তি করে চলে সমসাময়িক ইতিহাস!
অথচ, আমরা কেহই ইতিহাসের মনযোগী ছাত্র ছিলাম না। না অতীতে, না বর্তমানে।
তবুও ভান করি সম্রাট আকবরের জন্মদিন আমাদের কারোরই অজানা নয়।

সেই কাব্যগুণে,
আমাদের মধ্যে কেউ-কেউ; যারা ভগবানের একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বেছে নিয়েছিল বহু-ভগবানতন্ত্র, তারাই এখন তেল চিট-চিটে মুখের মুগ্ধ শ্রোতা। তাদের কণ্ঠে বাজে ভগবানের জয়ধ্বনি।

"ফেরেশতাদের জয় হোক। ভগবানের জয় হোক।"

এভাবেই; আমাদের চোখের সামনে
পৃথিবীর রহস্যময় সামাজিক কাব্যগুলো অতি সাধারণ থেকে জটিল হয়ে উঠে নিপুন কারসাজিতে। সেই মহা কাব্যের কিছু-কিছু পঙ্ক্তি আমরা না বুঝেও বুঝার ভান করি। ঠোঁটের কোণে নকল হাসি ঝুলিয়ে রেখে মনে-মনে ভগবানের মৃত্যু কামনা করি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.