![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
নিজেকে ইসলাম ত্যাগী নাস্তিক দাবী করা মুফাস্সিল ইসলামকে কয়েকদিন যাবত লক্ষ্য করছিলাম।
সে ইসলাম ধর্মকে গালাগাল করে কয়েকটা ভিডিও বানিয়েছে। কয়েক পৃষ্টা ব্লগ লিগেছে। সে চ্যালেঞ্জ করেছে তাঁর ইসলাম ত্যাগের পক্ষে যুক্তিসঙ্গত কারণ রয়েছে।
সে কারণগুলো উল্লেখও করেছে।
মজার ব্যপার হল, সে যেই হাস্যকর কারণগুলো উত্থাপন করেছে সেগুলো বড়ই ঠুনকো। যা ব্যাখ্যা করতে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ও হাদিসের রেফারেন্সও দিতে হবেনা। একটু কমনসেন্সই যথেষ্ট।
আমি খুব একটা ধার্মিক মানুষ না হয়েও তার সবগুলো যুক্তির উত্তর দিতে পারব। ইনশাল্লাহ।
কথা এটা না। কথা হল, ভিডিওতে মুফাস্সিল ইসলামের কথা বলার ভঙ্গি, এক্সপ্রেশন এবং ভাষার ব্যবহার দেখে তার প্রতি আমার করুণাই হয়েছে।
সে নিজেকে সবসময় আলোচনায় রাখতে চাচ্ছে। চাচ্ছে, সবাই তাকে নিয়ে হৈ-চৈ করুক। দু-একবার তাকে নিয়ে মিডিয়ায় মাতা-মাতি হোক।
জনপ্রিয় হওয়ার বাসনা তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে।
আজ দেখলাম তার ফেসবুক আইডি ডি-এ্যকটিভ।
আমার ধারণা, সে তার স্বভাবমত আবারও ফিরে আসবে এবং একটা ভিডিও আপলোড দিয়ে বলবে 'আমি আসলে নাস্তিক হইনি। এটা একটা অভিনয় ছিল মাত্র।'
২| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তার একটা পোস্ট ছিল মুসলমান হিসেবে সে গর্বিত আর এটা আল্লাহর রহমত। তার পরের ঘন্টাতেই সে নিজেকে নাস্তিক দাবী করে। আগের পোস্টটিতে সে বলেছিল সে নাস্তিক হলে অন্য নাস্তিকরা পাত্তা পাবে না টাইপের এমন কিছু। এখন সে যদি আবার ফিরেও আসে আমার ভয় লাগছে আল্লাহ তাকে আর সেই সুযোগ দিবেন কিনা....
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬
মোবাশ্বের হোসেন বলেছেন: প্রথম যখন তার একটা ভিডিও দেখেছিলাম তখন ই আমি টের পাইছি এর মাথায় কিছুটা গন্ডগোল আছে , এখন তো যা দেখছি পুরাটাই গন্ডগোল , তারপর ও ভালো রাস্তা ঘাটে পাগলামি না কইরা এখানে করছে , অন্ত্তত্পক্ষে সাধারণের পথ চলায় সমস্যা হবেনা , আর এরকম দু চারটা মাতাল অনলাইন এ না থাকলে অনলাইন চালিয়ে হাফাই উঠতে হবে , তাই এরা মাঝে মধ্যে বিনোদন দিয়ে কিছুটা রিলাক্সেশন দেয়। কি বলেন আপনারা ?