নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহজাহান হোসেন আহমেদ, কবিতা, অকবিতা।

শাহজাহান আহমেদ

• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।

শাহজাহান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

এক বিষণ্ণ সন্ধ্যায়।

১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

এই পথ ধরে_ প্রতিদিন,
বিষাদের সন্ধ্যা নামে। কৃষকের ঘামে ভেজা এই মাঠে, আমি জীবনানন্দ হয়ে এসে
গভীরে একাকিত্ব নিয়ে শুয়ে আছি ঘাসে!

এই নির্বাক মাঠ জানে,
কত শূণ্যতা লালন করি।
এই ফাগুনের সন্ধ্যা জানে
কিযে যাতনায় আমি পুড়ি।

শহরের নাগরিক কোলাহল ছেড়ে,
পাখিদের কলরবে বাসা বাঁধি।
দু-চোখের সরু পথ বেয়ে সবুজেরা ভিতরে আসে
সবুজে সপে সব বিষণ্ণতা, শুয়ে আছি ঘাসে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৬ রাত ১১:৪৫

চিক্কুর বলেছেন: ভাল লাগা রইল।

২| ১৯ শে মে, ২০১৬ ভোর ৫:২১

শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ, চিক্কুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.