![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
• ধুমপানের বদ অভ্যাসটা সামান্য আছে। ( ঈদে চাঁন্দে আর কি) •মানুষের সাথে মিশতে ভাল লাগে। তবে সবার সাথে না। যাদের মাথায় সামান্য পরিমান হলেও গিলু নামের বস্তুটি আছে তাদের সাথে। • গান শুনতে ভাল লাগে। প্রিয় শিল্পিঃ প্রিতম আহমেদ। কুমার বিশ্বজিৎ। চন্দনা মজুমদার। আইয়ুব বাচ্চু। প্রয়াত সন্জিব চৌধুরী। • বই পড়তে ভালবাসি। যে কোন বই। গল্প উপন্যাস কবিতা সব কিছু। রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ভুতের গল্প পড়ে ভয় পেতে ভাল লাগে। •রাত জাগতে ভাল লাগে। দু চোখে প্রচণ্ড ঘুম এবং সীমাহিন ক্লান্তি নিয়েও মাঝে মাঝে সারা রাত জেগে থাকি।
এই ফাগুনে, এই বিষাদের জল ছোঁয়া পবনে
তুমি, আমি আর রক্ত-রাঙা বসন্ত ফুলগুলো;
একই আগুনে, জ্বলে-পুড়ে ছাই হয়ে যাব উড়ে।
ক্লান্ত ডানায় আমার সকল বিষণ্ণতা আড়াল করে
নিদ্রা-কাতর চোখের পড়ে; তোমার বসতি দেব গড়ে।
শুভ্র বালিশের ভাঁজে; তোমার চুল-ধোয়া জল
করে সম্ভল, ক্রমে-ক্রমে প্রণয়ের খোরাক জমে!
আমার নিঃশ্বাসের শব্দ তোমার ভাল লাগে জেনে,
ধারাবাহিক শুদ্ধতায় দীর্ঘশ্বাসগুলো প্রকাশিত হয়।
আকুণ্ঠ মুগ্ধতায় ডুবে যাই, তোমায় ভালবাসি তাই;
তন্দ্রাহত আমি জেগে থাকি, চন্দ্রাহত রাতের অবসরে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৫
শাহজাহান আহমেদ বলেছেন: শুভেচ্ছা।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৪
একটি বালুকণা বলেছেন: ভালো লেগেছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৮
শাহজাহান আহমেদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫
হাবিব শুভ বলেছেন: বসন্তের শুভেচ্ছা