| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের স্বাধীনতাযুদ্ধের সময়কার হত্যাকান্ড মানবজাতির ইতিহাসে একটি জঘন্যতম গনহত্যাকান্ড। রক্তই যদি স্বাধীনতার মূল্য হয় তবে বাংগালী জাতি সর্বোচ্চ মূল্য দিয়েছে।হত্যাযজ্ঞের বর্ণনা থেকে জানা যায় যে এই বর্বরতায় পাকবাহিনীর সমান নিষ্ঠুরতা প্রর্দশন করেছিল তাদের এদেশীয় দালাল- শান্তি কমিটি, জামাতে ইসলামী, মুসলিম লীগ, আল বদর , আল শামছ, মুজাহিদ, রাজাকার, প্রভৃতি বাহিনীর সদস্যরা- যাদের সক্রিয় সহযোগীতা ছাড়া ইতিহাসের এই জঘন্যতম গনহত্যাকান্ড সংগঠিত হইতো না (সুত্র:একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়)
তাই আসুন আজ এদেশকে দালাল মুক্ত করার শপথ নেই-
রাজাকার তুমি যেই হও বাংলা তোমায় ছাড়তে হবে।
আজ আমাদের সামনে রক্তের ঋণ শোধ করার সময় এসেছে।
©somewhere in net ltd.