![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল শুক্রবার রাতে শাহবাগ প্রজন্ম চত্বরের একজন সক্রিয় কর্মী ব্লগার রাজীব হায়দার শোভন আততায়ীর হাতে খুন হন। এ খবরে ক্ষোভে ফেটে পড়েন শাহবাগে আন্দোলনরত সহকর্মীরা। কে খুন করেছে বা কেন করেছে, তা এখনও কেউ নিশ্চিত নন। বিভিন্ন পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার খবরে বুঝা যায় যে, এ ব্লগারের খুনের পিছনে শাহবাগে আন্দোলন বিরোধীদের হাত রয়েছে। সন্দেহের তীরটা মনে হয়-জাময়াত এবং শিবিরের দিকেই।
কে এই ব্লগার কৌতুহলবশত জানার জন্য থাবা বাবা লিখে গুগলে সার্চ দিলাম Click This Link এবং Click This Link এ্ই লিংক ২টি পেলাম।আমি হতবাক হলাম। এ ব্লগ দুটিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স) কে নিয়ে যেসব ব্যাঙ্গাত্বক গল্প বানিয়ে পোস্ট করা হয়েছে, এ ধরনের গল্প মুখে উচ্চারন করা বা কল্পনা করা একজন মুসলমানের পক্ষে সম্ভব নয়। আমাদের বাক স্বাধীনতা সংবিধান স্বীকৃত। তার অর্থ এই নয় যে, মুখে যা আসবে, তাই বলা যাবে। ব্লগের নামে এ ধরনের লেখা কখনই বাক স্বাধীনতা হতে পারে না। প্রশ্ন হচ্ছে, এ বিতর্কিত ব্লগ ২টি রাজীব হায়দার শোভন এর কিনা? ব্লগ ২টি যার-ই হোক, এখানে যেসব লেখা প্রকাশ করা হয়েছে, সে যে নাস্তিক তা বলার অপেক্ষা রাখেনা। আমি মনে করি, এ ব্লগ ২টির পোস্টগুলো দেখা মাত্রই একজন মুসলমানের উপর "প্রতিবাদ" করার একটা নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব এসে পড়ে। দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীও এ নৈতিকতার দায় এড়াতে পারেন না। বাক স্বাধীনতার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অধিকার কারো নেই। থাবা বাবা ছদ্ম নামের এ ব্লগ ২টি যদি খুন হওয়া রাজীব হায়দার শোভন এর না হয়ে থাকে,তবে এ ব্লগ ২টি কার সেটা খুজে দেখা এবং লেখকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরী।
পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় দেখা যায়, এ ব্লগার-এর বাবা -মার করুন আহাজারী। যদি বিতর্কিত ব্লগ ২টি রাজীব হায়দার শোভন এর হয়ে থাকে, তবে তার বাবা-মার কি উচিৎ ছিল না - তার ছেলে কি করে তা দেখা? ব্লগ ২টির লেখা দেখে বুঝতে অসুবিধা নেই যে, এ ব্লগার একজন নাস্তিক। তার বাব-মা কি কখনও ছেলের নাস্তিকতা অনুধাবন করেছেন? নাকি ছেলের তথাকথিত আধুনিকতায় মুগ্ধ হয়ে বসে ছিলেন? এসবের জবাব একদিন দিতে হবে, স্বয়ং আল্লাহর কাছে।
©somewhere in net ltd.