![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে গণীমত বা সুবর্ণ সুযোগ মনে কর । * বার্ধক্যে হওয়ার পূর্বে যৌবনকে। * অসুস্থতার পূর্বে সুস্থতাকে। * দরিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে। * ব্যস্ততার পূর্বে অবকাশকে। * মৃত্যুর পূর্বে জীবনকে।
(১)উমর রাযিআল্লাহু আনহু ৪০০ (চার শত) দিনার হাতে নিয়ে তার গোলামকে বললেন, এগুলো আবু উবাইদার নিকট নিয়ে যাও। অতঃপর দূরে সরে থেকে লক্ষ্য কর তিনি সেগুলো কি করেন ? গোলাম সেগুলো নিয়ে তার নিকট গিয়ে বললেন, আমীরুল মুমিনীন এগুলো গ্রহণ করতে বলেছেন। তিনি (আবু উবাইদা) বললেন, আল্লাহ তার উপর দয়া করুক। অতঃপর তার বাঁদীকে বললেন, যাও সাতটি দিনার নিয়ে অমুকের নিকট যাও, আর এই পাঁচটি অমুকের নিকট নিয়ে যাও। ঐ মজলিসে বসেই তিনি সবগুলো দিনার শেষ করে ফেললেন। অতঃপর গোলাম উমর রাযিআল্লাহু আনহু এর নিকট ফিরে আসল এবং পূর্ণ ঘটনা খুলে বলল। এদিকে উমর রা. ঐ পরিমাণ দিনার মুয়ায ইবনে জাবাল রাযিআল্লাহু আনহু এর জন্যে গণনা করে রাখলেন এবং সেগুলোও পাঠিয়ে দিলেন। মুয়ায রাযিআল্লাহু আনহু বললেন,আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখুক। হে বাঁদী অমুক ব্যক্তির ঘরে এ পরিমাণ নিয়ে যাও। আর অমুক ঘরেও দিয়ে আস। মুয়ায রাযিআল্লাহু আনহু এর স্ত্রী জানতে পেরে বললেন, আল্লাহর কসম আমরাও মিসকীন_দারিদ্রক্লিষ্ট। অতএব,আমাদেরও কিছু দিন। তখন পাত্রে মাত্র দুই দিনার অবশিষ্ট ছিল। তিনি মাত্র দুই দিনারই স্ত্রীর হাতে তুলে দিলেন। গোলাম এসে উমর রাযিআল্লাহু আনহু কে ঘটনা শোনালে তিনি খুশি হলেন এবং বললেন তারা সকলে ভাই ভাই। সবাই সবার উপকারে এগিয়ে আসে।
(২)তালহা ইবনে উবাইদুল্লাহ রাযিআল্লাহু আনহু এর দানের কাহিনী উল্লেখযোগ্য। তাকে বলা হত طلحة الجود (দানবীর তালহা) ও طلحة الفيّاض(পরোপকারী তালহা) একবার হাযরামাওত থেকে তার নিকট কিছু মাল আসল। পরিমাণ সাত হাজার। তিনি ঐ রাতে খুব পেরেশান অবস্থায় ছিলেন। তার স্ত্রী তাঁকে বললেন আপনার কি হলো ? রাত থেকে কি যেন চিন্তা করছেন ? তালহা রাযিআল্লাহু আনহু বললেন : ঐ ব্যক্তির রব সম্পর্কে তার কি ধারণা যে এতগুলো মাল ঘরে রেখে রাত্রিযাপন করে ? তার স্ত্রী বললেন―আপনার বন্ধুদের পথ ধরে চলতে পারেন না ? যখন আপনি সকালে উপনীত হবেন তখন মালগুলো বণ্টন করে ফেলবেন। তিনি স্ত্রীকে বললেন আল্লাহ তোমাকে তৌফিক দান করুক। তুমি তৌফিক প্রাপ্তের মেয়ে তৌফিকপ্রাপ্তা। (অর্থাৎ আবু বকরের মেয়ে উম্মে কুলছুম।) সকাল হলে তিনি সব সম্পদ মুহাজির ও আনসারগণের মাঝে বণ্টন করে দিলেন। স্ত্রী তাকে বললেন―আমরা কি এ মালের কোন অংশ পাই না ? তিনি বললেন তুমি সারাদিন কোথায় ছিলে ? এখন যা বাকি আছে তা তুমি নিয়ে নাও। থলের মাঝে তখন মাত্র এক হাজার দিরহাম অবশিষ্ট ছিল। আল্লাহ তায়ালা আমাদের সাধ্য অনুযায়ী দান সাদকা করার তাওফীক দান করুন।আমীন।
©somewhere in net ltd.