![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেরী বাগান আজ কুমারী তারায় পরিপূর্ণ ঈশ্বরের ধ্যানে সেজদারত ভূমণ্ডল ক্ষমাপ্রার্থী তাবৎ জাহান এমন পূর্ণ্যবান সময়ে দেহত্বক ফেটে; এ কোন কাঙ্ক্ষা জাগে রাধাপুকুরে আগুনের তীব্র আঁচ ঝরে পড়ে অসংখ্য লোমকূপ [email protected] জন্ম- ২২শে সেপ্টেম্বর
চিহৃ
প্রতিদিনের মতো আজ সকালটাও
আনমনে কেটে গেল তোমার অপেক্ষায়
ভেতর-বাহিরে একটা ছটফটানি আসে
কেন যে এলে না তুমি?... না -ফেরার চিহেৃ
ধীরে ধীরে জমছে বিষাদের কফিন...
ফেরা
কোন আহবানে ঘরে ফেরার কথা বলছো অরণ্য
তার’চে চলো প্রচ্ছন্ন ছায়া ভরে একটানা হাঁটি
হাঁটতে হাঁটতে পাঠ করি আমাদের গল্পও প্রকৃতি
কোন আহবানে ঘরে ফেরার কথা বলছো দিগন্ত
তার’চে ভাল শরীর জুড়ে মিশে যাক হাওয়া
সময়ের গন্তব্য টেনে হাসুক বে- ভোলাস্মৃতি?
কোন আহবানে ঘরে ফেরার কথা বলছো তুমি?
যে ঘরে মিছে আরাধনা, অলিক মায়া, কাঁটাগ্রস্থ
হৃদয়, নিজের ভেতর খরতর নদী ও বোবামূর্তি
এড়ানো যায় না
অন্ধকার কিংবা ঘুমের ভেতর
নীল আকাশ ও বেদনার ব্যবধান
আমি নিঃশব্দে এড়িয়ে চলি, আর
অপেক্ষা করি একটি সুন্দর সকালের
যেখানে স্মৃতি-বিস্মৃতি হানা দেবে না
গরম কফির আমেজে বিষাদ জমবে না
নীল আকাশ ও নীল ব্যবধান এড়িয়ে
চলি, কিন্তু নীল শাড়ি, চুড়ি গহনা
এড়াতে পারি না...
এড়াতে পারি না আনমনে গান গাওয়া
মন তো পাথর নয়
যা বুঝিনি কোনদিন, সে স্মৃতি কেন
হাৎড়ে চলি প্রতিনিয়ত নিজের ভেতর
ছদ্মবেশী এক অস্থিত্বের আনাগোনা
আনমনে ডাকে!... আমি সে অস্থিত্বে
পৌঁছাতে মরা জলে কাটছি সাঁতার
যা বুঝিনি কোনোদিন, সেও আজ ছন্দময়
যেন দূর থেকে আমাকে দেখছে অপলকে
এ- মন একবারই ছুঁয়ে যেতে পারে কেউ...
এ- মন একবারই লুকায় অন্য কোন খাঁচায়
মনের কী দোষ বলো বন্দি মন তো পাথর নয়...
সময়
কোথায় যেন হারাচ্ছে মৌন সময়
কি করবো আমি, কবিতা লিখব?...
বিগত সময়, তোমাকে ভাবতে ইচ্ছে
করছে, আগামীর হাসি তোমার দিকে
যেতে- যেতে মনানুভবের স্মৃতিঘাতে
আশাগুলো শূন্য হয়ে গেলে!
জানি ছায়ায় বাঁধা যায় না ঘর, ছায়ার
ভেতরও বন্দি হয় পোষামনপাখি ,তাই...
নীরবে ’আশা’ শব্দটাকে তুলে রাখব দেয়ালে
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++
অনেক সুন্দর কবিতাগুলো
তবে ফেরা কবিতায় তার’চে শব্দটা কি একটু দেখবেন ? ( তারচে' )
ভালো থাকবেন সবসময়
৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০
এম হুসাইন বলেছেন: ৩য় ভালালাগা। চমৎকার হয়েছে কবিতা গুলো।
পোস্টে +
৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১
এম হুসাইন বলেছেন: প্রিয় তালিকায় নিলাম।
৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:২১
আবদুল্লাহ-আল-মাসুম বলেছেন: এ- মন একবারই ছুঁয়ে যেতে পারে কেউ...
এ- মন একবারই লুকায় অন্য কোন খাঁচায়
মনের কী দোষ বলো বন্দি মন তো পাথর নয়...
৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২
আবদুল্লাহ-আল-মাসুম বলেছেন: এ- মন একবারই ছুঁয়ে যেতে পারে কেউ...
এ- মন একবারই লুকায় অন্য কোন খাঁচায়
মনের কী দোষ বলো বন্দি মন তো পাথর নয়...
৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: কবি সুন্দর হয়েছে..ভালো লাগলো
৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
অনার্য পথিক বলেছেন: আপনি ভালো লেখেন। সুন্দর আপনার লেখা।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো আপনার কবিতাগুলো।
আজই প্রথম পড়লাম আপনার লেখা।
খুব ভালো লাগলো।।
১০| ১১ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৯
ভাস্কর চৌধুরী বলেছেন:
তাই...
নীরবে ’আশা’ শব্দটাকে তুলে রাখব দেয়ালে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,+++++
////////////অসাধারণ//////////////
কেমন আছেন?
১১| ১২ ই জুন, ২০১৩ ভোর ৪:৪৪
মুহাম্মদ মুহিদ বলেছেন: জানি ছায়ায় বাঁধা যায় না ঘর, ছায়ার
ভেতরও বন্দি হয় পোষামনপাখি ,তাই...
নীরবে ’আশা’ শব্দটাকে তুলে রাখব দেয়াল-----ভালো লাগলো
১২| ১৭ ই জুন, ২০১৩ ভোর ৪:০৩
খেয়া ঘাট বলেছেন: অনেক সুন্দর কবিতা।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একলাইন প্লাস দেয়া ছাড়া আর দেয়ার কিছু নাই।
১৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩১
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
ভালো লাগা জানবেন !!
++++++++
১৪| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: plush
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৫
শায়মা বলেছেন: অনেক সুন্দর কবিতা!
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুণ।
সব কয়টাই অনবদ্য।
আবার ফিরে আসুন, লিখুন।
১৭| ২৬ শে জুন, ২০১৪ রাত ১:৩৯
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালোলাগা ...
১৮| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:২১
সোজা কথা বলেছেন: এড়ানো যায় না -সবচে বেশি ভালো লেগেছে!
১৯| ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১:২২
সোজা কথা বলেছেন: এড়ানো যায় না -সবচে বেশি ভালো লেগেছে!
২০| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০২
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: অসাধারণ।।।।।।
২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৪৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: নবম ভাল লাগা। আপনার লেখার হত তো বেশ ভাল কিন্তু নিয়মিত লেখেন না কেন ?
২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৫
প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ
২৩| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
কাবিল বলেছেন: ভাল
২৪| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৭
নুর ইসলাম রফিক বলেছেন: উত্তরহীন মন্তব্য বড় বেমানান।
২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৫
রুদ্র জাহেদ বলেছেন: কোথায় যেন হারাচ্ছে মৌন সময়
কি করবো আমি, কবিতা লিখব?...
বিগত সময়, তোমাকে ভাবতে ইচ্ছে
করছে, আগামীর হাসি তোমার দিকে
যেতে- যেতে মনানুভবের স্মৃতিঘাতে
আশাগুলো শূন্য হয়ে গেলে!
জানি ছায়ায় বাঁধা যায় না ঘর, ছায়ার
ভেতরও বন্দি হয় পোষামনপাখি ,তাই...
নীরবে ’আশা’ শব্দটাকে তুলে রাখব দেয়ালে
অসাধারন।সবগুলোই দারুণ ভালো লাগল আপুনি
+++++++++++++++++++++++
২৬| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৪১
শাহনাজ সুলতানা বলেছেন: ধন্যবাদ। এই পোষ্টে সুন্দর মন্তব্যের জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল
+++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!