![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেরী বাগান আজ কুমারী তারায় পরিপূর্ণ ঈশ্বরের ধ্যানে সেজদারত ভূমণ্ডল ক্ষমাপ্রার্থী তাবৎ জাহান এমন পূর্ণ্যবান সময়ে দেহত্বক ফেটে; এ কোন কাঙ্ক্ষা জাগে রাধাপুকুরে আগুনের তীব্র আঁচ ঝরে পড়ে অসংখ্য লোমকূপ [email protected] জন্ম- ২২শে সেপ্টেম্বর
সুযোগ পেলে প্রতিদিন একগুচ্ছ আবেগী সময় সাঁতার কাটে লেক ডিস্ট্রিকের দীর্ঘ সিঁথির উপর, বুকের গিঁটে ওড়ে ঝাঁকবাঁধা বুনোশালিক...বিরহের করাতে কেটে কেটে ঝরে পড়ে বুড়িগঙ্গার বিরান চর; নিথর মেরুদন্ড নুয়ে যায় দেহত্বক স্পর্শ করে হেঁটে যাওয়া; বাস্তবতার ছোঁয়া... শব্দের গাঢ় বন্ধন, স্বচ্ছ জল বাদামী হলে কেউ কি জানে? কোন-সে কালো পাথর বুকে পুষে রোদের শরীর; ডায়রির খোলা পাতা কাঁপে... এ যাত্রা দীর্ঘ থেকে আরো দীর্ঘতর; অপ্রত্যাশিত দাবানল ছাই করে মাঠের পর মাঠ, শহরের পর শহর; ফুলহীন বিরান অরণ্যে ঠোঁটে কেবলই অভিশাপ জপে
'তুমি আমারই মতো কান্দিও কান্দিও, কৃষ্ণ কৃষ্ণ নাম মুখেতে বলিও, মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে বানাইব রাধা'...
২| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩১
ভাস্কর চৌধুরী বলেছেন: ভাল লাগল বাক্যের গুঞ্জন।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১৪
প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৫২
চাঁদগাজী বলেছেন:
অল্প কয় লাইন লিখে হাঁপিয়ে গেছেন? আরেকটু সোজা ভাষায় লিখুন, অনেক লিখতে পারবেন, কষ্ট হবে না।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আবারো সক্রিয় হউন লিখায়। আপনার লিখন শৈলী আপনার প্রজ্ঞা প্রকাশ করে।
৬| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৭
উদাসী স্বপ্ন বলেছেন: অনেক ছোট ...যেন পড়তে পড়তে শেষ হয়ে গেলো
৭| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৫৬
বিভ্রান্ত পাঠক বলেছেন: অসাধারণ
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুনিয়ার সকল মেয়েরাই যদি আপনার মতো ভাবতে পারতো! তবে কোন ছেলেই মাঝেমধ্যে জীবনের বাঁকে বাঁকে দীর্ঘশ্বাস ছেড়ে মন পুড়ার তাপ কিছুটা কমানোর ব্যর্থ চেষ্টা করতো না।
খুব সুন্দর লিখেছেন আপনি। মানুষ বুঝি এমনই গভীরভাবে কোনো কিছু ভাবে।।