নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়াসংহিতা http://paatgorgooglemail.blogspot.com/

এ-মন একবারই ছুঁয়ে যেতে পারে কেউ...

শাহনাজ সুলতানা

চেরী বাগান আজ কুমারী তারায় পরিপূর্ণ ঈশ্বরের ধ্যানে সেজদারত ভূমণ্ডল ক্ষমাপ্রার্থী তাবৎ জাহান এমন পূর্ণ্যবান সময়ে দেহত্বক ফেটে; এ কোন কাঙ্ক্ষা জাগে রাধাপুকুরে আগুনের তীব্র আঁচ ঝরে পড়ে অসংখ্য লোমকূপ [email protected] জন্ম- ২২শে সেপ্টেম্বর

শাহনাজ সুলতানা › বিস্তারিত পোস্টঃ

আমি

১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:১৫


শাহনাজ সুলতানা
-------------------------
আমার বদলে যাওয়া মানে নীরবতা নয়।
আমার নীরবতা মানে আড়ালে অন্যকথা বয়
আমার দীর্ঘবিরতি মানে আমার চিন্তা-ভাবনায়
আমার মানে একটা জীবন, কাটছে ব্যস্ততায়

আমার মানে আমি, একাকী পথ চলতে হয়

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর অনুভূতি। ভালো লাগলো।

২| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০২

কাওসার চৌধুরী বলেছেন:


প্রতিটা মানুষই আসলে একা, বাকী সবগুলো লোক দেখানো অনুভূতি মাত্র। সুন্দর লেখা।


------আমার ব্লগে স্বাগতম।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: সাদামাটা অনুভূতির প্রকাশ ভাল্লাগ্লো ।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
কথাগুলো কার সাথে যেন মিলে যাচ্ছে।
কিন্তু কার সাথে?

৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৫

সোহাগ তানভীর সাকিব বলেছেন: এক থাকার একটা আলাদা মজা আছে। যারা এটা বুঝতে পারে তাদের কাছে একাই ভালো।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্যস্ততা নিয়ে একাকী পথচলাতে কষ্ট নেই। অনুভূতি ভালো লাগল।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক সুন্দর

১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: একেলা চল রে।

১১| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:০৬

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

১২| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:২৫

অলিভিয়া আভা বলেছেন: বাহ খুব সুন্দর একটি লেখা। যেন আমার আমি।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার বদলে যাওয়া মানে নীরবতা নয়।
জীবন থেকে পিছলে পড়া ???
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫

বলেছেন: চাপা অভিমান কাজ করেছে লেখনীতে।
যেটা পাঠক হৃদয়কে আকৃষ্ট করবে সহজেই।
এগিয়ে যাক আপনার লেখার ধারা।
শুভ কামনা।

১৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নিরবতা কেন ?

১৬| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার মানে আমি, একাকী পথ চলতে হয়
.........................................................................
আমরা একাকী চলতে চাই না

১৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫

ইসমাঈল আযহার বলেছেন: তোমার মানে তোমরা অনেকে পথ চলো।
আমি কী মিন করেছি সেটা বলা যাবে না।
তবে বুঝে নিতে পারলে ভাল।

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৪

বলেছেন: আপনি কি প্রতি উত্তর দেন না!!!

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সুন্দর ও ভালো লগল অনুকাব্য।

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৪

দলছুট শালিক বলেছেন: অনুভূতিগুলো সত্যি সুন্দর। শুভ কামনা আপনার জন্য।

২১| ১১ ই জুন, ২০১৯ রাত ২:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার নীরবতা মানে আড়ালে অন্যকথা বয়
...................................................................
আমি কথা না বলে চুপ থাকাটা, মেনে নেয়া যায়না ।

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন পোস্ট চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.