নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়াসংহিতা http://paatgorgooglemail.blogspot.com/

শাহনাজ সুলতানা

চেরী বাগান আজ কুমারী তারায় পরিপূর্ণঈশ্বরের ধ্যানে সেজদারত ভূমণ্ডল ক্ষমাপ্রার্থী তাবৎ জাহান এমন পূর্ণ্যবান সময়ে দেহত্বক ফেটে; এ কোন কাঙ্ক্ষা জাগে রাধাপুকুরেআগুনের তীব্র আঁচ ঝরে পড়ে অসংখ্য লোমকূপ[email protected]জন্ম- ২২শে সেপ্টেম্বর

শাহনাজ সুলতানা › বিস্তারিত পোস্টঃ

কাব্যচিঠি

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৯


শাহনাজ সুলতানা

আপনার সাথে কবিতার পোর্ষ্টমোটেম ছাড়া অন্য কোন কথাবার্তা হয়নি কখনো। সুযোগ হয়নি বলবো না, অনেকগুলো না হলেও দু একবার সে সুযোগ হয়েছিলো। অদৃশ্য কারণ গুটিয়ে রেখেছিলাম নিজেকে, তাইতো আজও অজানা রয়ে গেল হাড়ের বেদনা…।

ইদানিং খু্ব ইচ্ছে হয় আপনার সাথে দু'চারটি কথা বলি। জিজ্ঞেস করি এতো এতো বিষাদ আর কষ্টের তীব্রতা বুকে নিয়ে —কেমন আছেন? মুঠোফোনে রিং হয় অনবরত…শুধু ওপর প্রান্ত থেকে ফোন তুলে কেউ বলে না “হ্যালো, কে বলছেন? এতোদিন পর কি ভেবে আমায় স্মরণ করলেন কবি? আপনার কবিতায় জয় নগরী ঢোলের কথা পড়েছি , আচ্ছা! সে ঢোলের মোহাচ্ছন্ন করার তীব্রতা এবং ক্ষমতা কেমন, আমার যে ইদানিং খুব ইচ্ছে করে কোন এক পূর্ণিমার রাতে সে ঢোলটা বাজাতে …

আহা! এক জনমে মনের সব ইচ্ছে পূর্ণতা হয়না, অপূর্ণতা থেকে যায়। কিছু ক্যানভাস রঙহীন ধূসর….মলাটবন্দি বইয়ের অদেখা কবিতার ভাঁজ স্পর্শ করতে ভয় হয়….যদি কোন বিরহী বাঁশির টানে জেগে উঠে কৈ-মাছের প্রাণ।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর কাব্যমালা
ভালো লাগলো

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাচ্ছেন?

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিরা এমনিতো হয়, কবিদের ধরা যায় আর কোথায়........

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৪

গেঁয়ো ভূত বলেছেন: এক জনমে মনের সব ইচ্ছে পূর্ণতা হয়না, অপূর্ণতা থেকে যায়। কিছু ক্যানভাস রঙহীন ধূসর….মলাটবন্দি বইয়ের অদেখা কবিতার ভাঁজ স্পর্শ করতে ভয় হয়….যদি কোন বিরহী বাঁশির টানে জেগে উঠে কৈ-মাছের প্রাণ।

কি সুন্দর কাব্যিক প্রকাশ!

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৬

শায়মা বলেছেন: অনেক সুন্দর আপুনি! :)

৬| ০৯ ই মার্চ, ২০২৫ রাত ২:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.