নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

আমাদের জিডিপি, প্রবৃদ্ধি, উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ !

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪৬

'থাইল্যান্ডের জঙ্গলে ১৩৪ বাংলাদেশী উদ্ধার, যাদের বেশীর ভাগই গত ২০ দিন বেঁচে ছিল গাছের পাতা খেয়ে'।
এই একটি নিউজই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়--আমাদের জিডিপি, প্রবৃদ্ধি, উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ !
আমাদের দেশপ্রেম কেবল, রংদিয়ে আল্পনা বানানোতে; দাড়িয়ে জাতীয়সঙ্গীত গাওয়ার রেকর্ডে; দৌড়ে প্রাকৃতিক কাজ সরানোর রেকর্ডে আবদ্ধ থাকলে হবে? কে এভারেস্ট জয় করলো, কে কিলিমাঞ্জারোতে পতাকা একটা বাইন্দা দিছে এসব গালগল্পে আবদ্ধ থাকলে হবে? ...
শিল্পায়ন, কর্মসংস্থানএর বিলবোর্ড দেখি; কিন্তু, কিন্তু শিল্পায়ন হলে কেন জীবন হাতে নিয়ে বঙ্গোপসাগরে ভেলা নিয়ে পালাচ্ছে যুবকেরা? কেন প্রায়সময় নিউজ দেখি--ফিশিংবোটে শ্রীলংকায় ধরা পড়েছে ৫০ জন বাংলাদেশী, মালদ্বীপে আটকা পড়েছে ৭০ জন?...
কেউ কাশি হলে থাইলান্ডের বামরুনগ্রাদে যাবে; আর কেউ দাস হয়ে থাইলান্ডে আটকা পড়বে। কেউ বিলিয়ন ডলার পাচার করবে মালয়েশিয়াতে; দেশের টাকা লুট করে সেকেন্ড হোম বানাবে কুয়ালালামপুর, পুত্রাজায়া, পেনাংয়ে; আর কেউ জীবনের তাগিদে মালয়েশিয়াতে যাওয়ার জন্য আন্দামান নিকোবরে হারিয়ে যাবে! রেমিটেন্সের রেকর্ড প্রায় সময় দেখি; কিন্তু ৩ লক্ষ খরচ করে ৫ বছর মধ্যপ্রাচ্যে থেকে মাত্র ২ লক্ষ কামায় অনেকে। তার এক লক্ষ কে দেবে আর ৫ বছরই বা কে দেবে?"

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৭

ফরিদ বিন হাবিব বলেছেন: আপনার সঙ্গে একমত। সংক্ষেপে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ।

২| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৪

গোল্ডেন গ্লাইডার বলেছেন: ++++

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬

আমিনুর রহমান বলেছেন:




কেউ দেখার নেই এদের জন্য। মধ্যপ্রাচ্য যেখানে অন্যদেশের শ্রমিকরা ২০ হাজার কামায় সেখানে আমাদের দেশের শ্রমিকরা হয়ত ১০/১২ হাজার কামায়। এই তারতম্য শুধুমাত্র আমাদের দেশের সরকার এবং ঐ দেশের এম্বাসেডরদের অবহেলা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.