![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে উঠিয়া আমি মনে মনে বলি ,
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।
আদেশ করেন যাহা মোর গুরুজনে ,
আমি যেন সেই কাজ করি ভালো মনে।
ভাইবোন সকলেরে যেন ভালোবাসি ,
এক সাথে থাকি যেন সবে মিলেমিশি।
ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা ,
পাঠের সময় যেন নাহি করি হেলা।
সুখী যেন নাহি হই আর কারো দুখে ,
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।
সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি ,
কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি।
ঝগড়া না করি যেন কভু কারো সনে ,
সকালে উঠিয়া এই বলি মনে মনে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩২
শাহরিয়ার খান বিপ্লব বলেছেন: ধন্যবাদ ভাই উৎসাহিত করার জন্য
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১০
zazafee বলেছেন: অনেক আগের কবিতাটি আবার পড়ে ভাল লাগলো।