নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোল টেবিল

সেবায় নিয়োজিত একটি আত্মা

শাহরিয়ার খান বিপ্লব

সেবায় নিয়োজি্ত একটি আত্মা।

শাহরিয়ার খান বিপ্লব › বিস্তারিত পোস্টঃ

‎আবারও‬ কী হরতাল বিষে বিষাক্ত হতে যাচ্ছে বাংলাদেশ?

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৫



#‎আবারও‬ কী হরতাল বিষে বিষাক্ত হতে যাচ্ছে বাংলাদেশ?



বড় দুই দলের রাজনৈতীক দ্বন্ধে পিষ্ট হচ্ছে সাধারণ জনগণ। ক্ষমতায় টিকে থাকা ও ক্ষমতা দখলের লড়াইয়ে বেপরোয়া হয়েছে আওয়ামীলীগ ও বিএনপি। বিরোধীদল হরতাল দেবে,হরতাল ঠেকানোর জন্য সরকারদল কঠোর পদক্ষেপ নেবে। পুলিশ ও হরতালকারীদের মাঝে তুমুল সংঘর্ষ হবে। পত্রিকায় তাজা খবর ছাপা হবে,বেসরকারী চ্যানেলগুলোতে সরাসরি দেখানো হবে সরকার ও বিরোধীদলের তান্ডবলীলা। বিভিন্ন টিভি চ্যানেলে তুলে ধরা হবে সাধারণ মানুষের দুর্বোধ্য জীবন। তবুও কারও ঠনক নড়বে না। সন্ধার সময় আওয়ামীলীগ ও বিএনপি উভয়ই সংবাদ সম্মেলন ডাকবে। পরস্পর পরস্পরকে দোষারোপ করবে। বিরোধীদল নতুন কর্মসূচির ঘোষণা দিবে এবং অন্যদিকে সরকারদল আরো কঠোর হওয়ার হোঁশিয়ার দিবে।এভাবেই চলতে থাকবে ক্ষমতা দখলের লড়াই।এরই নাম রাজনীতি। বড় কষ্ট লাগে জন্মভূমির এই দুর্দশা দেখে।কষ্ট লাগে এই ভেবে যে আমরা যারা সাধারণ মানুষ,আমরা যারা রাজনীতি বুঝি না, তবে কেন আমাদের এই দুর্ভোগ পোহাতে হবে। আমরা মুক্তি চাই। আমরা রাজনৈতীক প্রতিহিংসার বলি হতে চাই না। জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে আমরা সকলেই শান্তির বাংলাদেশ পাই,অরাজকতার নয়।



*সত্যের জয় হোক*

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.