![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3
হালকা বয়ান( তবলার ঠুকঠাক)- আজ থেকে ঠিক এক বছর আগে নারী দিবসের দিনে বন্ধুদের সাথে নারী দিবস নিয়ে আলোচনা করছিলাম, হঠাৎ তাদের মধ্যে একজন দাঁড়িয়ে বলল- "নারীরা আর এমন কি করসে? খালি তো বাচ্চা জন্ম দিবার পারে! ওইডা আর এমন কি কাম?" বিস্ময়ে বেশিক্ষণ তার দিকে অবাক হয়ে না তাকিয়ে শুধু একটি কথাই বলেছিলাম, " দোস্ত! আজকে বাসায় যেয়ে তুই দড়ি দিয়ে একটি দেড় কেজি ওজনের কাঁঠাল আগামী ১০ মাস তোর পেটে বেঁধে রাখবি, ১ সেকেন্ডের জন্যও খুলবি না, তুই যেখানে যাবি- বাজারে, খেলার মাঠে, মেলায়, বাথরুমে, এমনকি ঘুমাতে যাওয়ার সময়ও এই কাঁঠাল তোর পেটে বাঁধা থাকবে! তোর জীবন হবে "কাঁঠালময়" আর তোর খাবার হবে কাঁঠালপাতা!"
আমার সেই মন্তব্বের পর আজ এক বছর হয়ে গেল আমার সেই বন্ধুটি আমার সাথে কথা বলে না, আমার সামনাসামনিও আসে না! তবে আড়ালে আবডালে সে আমার সম্পর্কে বিভিন্ন রসালো ও মুখরোচক মন্তব্য করে,যার দুই একটা মাঝে মাঝে আমার কানে আসে! উদাহরণস্বরূপ---
মন্তব্য ১- আরে সাকিবের কথা বাদ দে! বড় আপু আর বান্ধবীদের চোখে একটু "হিরু" সাজবার চায় তো, এজন্য নারীর পক্ষে ডায়লগ মারে! ফেসবুকে ওর ফ্রেন্ডলিস্ট দেখসস? প্রায় সবই তো মাইয়া দিয়া ভর্তি! এইসব ভনচং আমরা সবই বুঝি!
আম ১( আমার মন্তব্য ১)- কিছু বলতে পারতেসি না, যারা আমাকে চিনেন তারাই হয়ত সঠিক তথ্য দিতে পারবেন! ( সহপাঠিনী এবং বড় আপুরাই সম্ভবত )
মন্তব্য ২- "নারীবাদী" আর "নাস্তিক" -দুইটা শব্দই "ন" দিয়া শুরু! সাকিব যেহেতু নারীবাদী হয়ে গেসে, তারমানে নাস্তিকও হয়ে গেছে!(কি অদ্ভুত সুন্দর যুক্তি! ) ওর উপর আল্লাহ্র ঠাডা পড়ব- কইয়া দিলাম! হুম!
আম ২(আমার মন্তব্য ২)- সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও একজন আমাকে কত সহজে নাস্তিক বানায় দিল! কি আর বলব!? তারপরও বন্ধুর কথা সত্যি হয় কিনা এজন্য বৃষ্টি হলেই আমি জানালার ধারে বা বাইরে ছুটে যাই ... "ঠাডা" এর আওয়াজ শুনার জন্য, কিন্তু প্রতিবার নিরাশ হই! তারপরও "ঠাডা" এর আওয়াজ শুনার জন্য এখনও " আমি কান পেতে রই.....!"
ভারী বয়ান( আসল সঙ্গীত!)- হে নারী! তুমি জেগে উঠো, নিজের মূল্য বুঝতে শিখো, সমাজের প্রত্যেকটি স্তরের মানুষকে তোমার মূল্য বুঝিয়ে দাও। সবার আগে তোমার মন ও মননে যে মানসিক দাসত্ব সিন্দাবাদের ভূতের মত চেপে বসে আছে, তাকে তাড়াও! সমাজের যে অমসৃণ (নারীদের জন্যই কেন জানি পথগুলো অমসৃণ হয়ে যায়!) পথে চলতে গিয়ে তোমাকে প্রতিনিয়ত ক্ষত-বিক্ষত হতে হয়, সেই পথে দ্বিগুণ উদ্যমে আরও বেশি চলতে চলতে সেই অমসৃণ পথকে মসৃণ করে ফেল! সারদিন রান্নাঘরে পুড়তে থাকা মধ্যবিত্ত ঘরের নারীরা যদি একদিন দেরি করে ঘুম থেকে উঠে ,তাহলে যে কত স্বামী আর বাচ্চারা তাদের অফিস আর স্কুল ও কলেজে লেট হয়ে যাবে, জাতির কত কর্মঘণ্টা যে নষ্ট হবে... তা যারা বুঝে না, তাদেরকে একদিন পারলে বুঝিয়ে দিও! "আমি যে নারী!"- এই বলে আর কতকাল মুখ বুঝে অত্যাচার সহ্য করবে? বিপদে পড়লে আর কতকাল "বাঁচাও! বাঁচাও!" বলে চিৎকার করবে? আর কতকাল শাকিব খান, দেব, জিৎ, সালমান খান, আর্নল্ড শোওয়ারজনেগার , রবার্ট প্যাটিনসন এসে তোমাদের বাঁচাবে? সৃষ্টিকর্তা হাত আর মুখের দাঁত কি শুধুমাত্র খাবার চাবানোর জন্য দিয়েছেন? দাঁত আর নখ দিয়ে তাদের ক্ষত-বিক্ষত করে দিতে পারো না যারা তোমাকে ক্ষত বিক্ষত করে দিতে চায়? প্রযুক্তির কল্যাণে যারা জন্মের আগেই জেনে যায় " মেয়ে বাচ্চা আসছে পৃথিবীতে" এবং এই খবর শুনে যারা ভ্রূণঅবস্থাতেই তোমাকে মেরে ফেলতে চায় এবং মেরে ফেলে, তিন থেকে শুরু করে ৫ বছরের মেয়ে বাচ্চাকে ধর্ষণ করতে যাদের একটুও বিবেকে বাধে না বরং এই কাজ করার পর উল্টো মেয়েটিকেই দোষারোপ করে, ধর্মের কথা বলতে বলতে যারা ফেনা তুলে ফেলে অথচ ফেসবুকে সানি লিওনের সমস্ত পেজ এ যাদের লাইক দেয়া শেষ এবং অধিরাগ্রহে অপেক্ষা করে কবে সানির একটা নতুন ছবি আসবে, "ইভটিজিং" এড়ানোর একমাত্র উপায়(!?!) হিসেবে যারা নারীকে চার দেয়ালের মাঝে বেঁধে রাখাকে সর্বোৎকৃষ্ট পন্থা মনে করে, সুঁই থেকে শুরু করে এরোপ্লেনের বিজ্ঞাপনে যারা কোন কারণ ছাড়াই নগ্ন-নারীদেহকে ব্যাবহার করে, নারীর দুর্বলতার সুযোগ নিয়ে যারা "নারীদেহ" নিয়ে রমরমা ব্যবসা করে আবার সেই নারীদেরই তারা "বেশ্যা" বলে গালি দেয়, চলন্ত যাত্রীবোঝাই পরিবহণে যাদের হাত শুধুমাত্র নারীদেহ ছোঁওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে, নারীকে সবসময় "আন্ডারএসটিমেট" করে "জাতে" উঠতে চায়, "নারীঅধিকার" নিয়ে আন্দোলন করতে করতে যারা মুখে ফেনা তুলে ফেলে অথচ নিজের মেয়ের বয়সী নিজের বাসার কাজের মেয়েটাকে গরম খুন্তি দিয়ে ছেঁকা দিতে যার একবারও হাত কাঁপে না, আন্ডারওয়্যার এর নিচে প্যান্ট পড়ে রাস্তা পরিষ্কার করে সিটি কর্পোরেশনের ঝাড়ুদারের দায়িত্ব যারা নিজেরা পালন করে দেয় অথচ তাদের নিরন্তর গবেষণার বস্তু একটা মেয়ের ওড়না গলায় না বুকে, নারীকে যারা শুধু "যৌন সম্ভোগের বস্তু" আর "বাচ্চা" উৎপাদনের যন্ত্র" মনে করে --- এরকম আরও হাজারও নারী অবমাননাকারী "পিশাচ" রা নিপাত যাক, নিপাত যাক এবং নিপাত যাক!
"নারী" যে সবার আগে একজন "মানুষ" আমরা যেন এই সত্যটা অনুধাবন করতে চেষ্টা করি... তাকে যেন মানসিকভাবে পঙ্গু না করে ফেলি, বাসা থেকে কোথাও ঘুরতে যাওয়ার সময় তাকে যেন জিজ্ঞেস না করি " কার সাথে যাচ্ছ? মেয়ে মানুষ আবার একা চলাফেরা করতে পারে নাকি?"
আমি স্বপ্ন দেখি এমন এক পৃথিবী আর বাংলাদেশের যেখানে ঝুম বৃষ্টিতে ভিজতে কিংবা জোছনারাতে রাস্তায় একা একা হাঁটতে কোন মেয়ে তার নিরাপত্তা নিয়ে আতঙ্ক বোধ করবে না... সেই অসাধারণ দৃশ্য দেখে কেও যেন গলার রগ ফুলিয়ে না বলে " ছিঃ! দুনিয়া থেইক্কা লজ্জাশরম উইঠা গেল!" দুনিয়াতে লজ্জা শরম টিকিয়ে রাখার দায়িত্ব যেন মেয়েদের একার না হয়, তা যেন নারী পুরুষ নির্বিশেষে সবার হয়।
নারী দিবসে পৃথিবীর প্রত্যেকটি নারীকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধা, সম্মান আর অফুরন্ত ভালোবাসা।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪
শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২
অণুষ বলেছেন: ++++