![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3
জন্মের পর থেকে আমার মায়ের মুখে শোনা সবচেয়ে "ভয়াবহ" ও "আজব" প্রশ্ন আমি গতকাল দুপুরে ভাত খাওয়ার সময় শুনলাম...!
সুন্দর করে ভাত খাচ্ছিলাম, প্রশ্ন শুনে আমার হাত থেকে ভাতের "নলা" পড়ে গেল!
সেই ঐতিহাসিক প্রশ্নটি হল- "সাকিব, তুই আশিকি ২ ছবিটা দেখসিস?!?!?"
Darr ছবিতে শাহরুখ খান জুহি চাওলাকে পাগলের মত ভালোবাসার কারণে তার নাম ঠিকমতো বলতে পারত না, তোতলাতো, জুহি চাওলার নাম কিরণ থাকে, শাহরুখ বলত "ক ক্ক ক্ক ক্ক কিরণ!"
আর আমার মায়ের প্রশ্ন শুনে আমারও এই দশা হল! আমি বললাম "ক ক্ক ক্ক ক্ক কি ছবি?"
আম্মু " আশিকি ২! দেখসিস? কেমন?"
আমি "আছে আরকি! মাগার তুমি এই ছবির খবর জানলা ক্যামনে?!?!"
আম্মু " না মানে সামনের বিল্ডিঙের ভাবি বলতেসিল ছবিটা নাকি খুব ভাল, চোখে পানি আসবেই, তাই ভাবসিলাম ছবিটা দেখতাম!"
জীবনে দুইটা হিন্দি ছবি আমার মায়ের প্রিয় তালিকায় গেছে, একটা অমিতাভের "সিলসিলা" আরেকটা শাহরুখ এর "দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে"! তাই তো আমি বলি, এত কম হিন্দি দেখা মহিলার কানে আশিকি ২ এর খবর প্রতিবেশী ছাড়া আর কেইবা ঢুকাতে পারে! হে আমার প্রতিবেশিনী, তুমি বড়ই খারাপ!
"তোর চোখে পানি আসছিলো নাকি ছবি দেখে?" মায়ের পরবর্তী প্রশ্ন!
"আসছিলো, তয় চোখে না, নাকে!"
"মানে কি? আবার আমার সাথে ফাজলামি?"
"আজিব! সত্য কথা, ছবি দেখার আগের দিন বৃষ্টিতে ভিজসিলাম তো, তাই ছবি দেখার দিন হাঁচির চোটে কান্না করার সুযোগই পাই নাই! "নেত্র"কোনার সব জল দিক পরিবর্তন করিয়া নাসিকারন্ধ্র দিয়া বাহির হইয়া গিয়াছে!"
শেষ কথা হল, আমার জননী আশিকি ২ না দেখার জন্য আমি ফিলিং সেফ!দেখলে মনে হয় কাইন্দা ঘর ভাসায় দিতো, ঘরে "বন্যা" নামক প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হওয়া থেকে বেঁচে গেলাম! আলহামদুলিল্লাহ্!!
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩০
শাহরুখ সাকিব বলেছেন:
২| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪
হাসি .. বলেছেন: হা হা হা
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩০
শাহরুখ সাকিব বলেছেন:
৩| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪
রুচি বলেছেন: মজার তো, আমার মা ও ছবি দেখে নাকের পানি চোখের পানি এক করে কিন্তু খুব গোপনে কারন আমরা দেখলে এটা নিয়ে হাসাহাসি করি
কি যন্ত্রনা.........পোলাপানের জ্বালায় শান্তিমত একটু কাদতেও পারে না
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩১
শাহরুখ সাকিব বলেছেন:
৪| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০৮
খাটাস বলেছেন: ভাই সাব মনে লয় শারুক সাহেবের সিরাম ফ্যান? :#> :#> গল্প ভাল। মজা পেলুম।
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩২
শাহরুখ সাকিব বলেছেন: আবার জিগায়! সালমান শাহ্, হুমায়ূন ফরিদি, শাহরুখ খান আর টম হেঙ্কস রে দেখলে মাথা ঠিক থাকে না! ধন্যবাদ
৫| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:২২
অনির্বাণ রায়। বলেছেন: হে আমার প্রতিবেশিনী, তুমি বড়ই খারাপ!
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩
শাহরুখ সাকিব বলেছেন:
৬| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:২২
সোহাগ সকাল বলেছেন: খাইছেরেহ!
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪
শাহরুখ সাকিব বলেছেন: সব খাইয়া ফেলাইসে ভাই!
৭| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৩২
নীল_সুপ্ত বলেছেন:
মজা পাইলুম
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫
শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ!
৮| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৫২
লিঙ্কনহুসাইন বলেছেন:
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩৫
শাহরুখ সাকিব বলেছেন:
৯| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৭
আরমিন বলেছেন: হা হা!
তবে একথা কিন্তু শিকার করতেই হবে যে আন্টির রুচি অনেক ভালো, কারন যে দুটি হিন্দি মুভি উনার পছন্দের তালিকায় আছে, দুটিই চমৎকার মুভি !
১৪ ই জুন, ২০১৩ রাত ১:২৭
শাহরুখ সাকিব বলেছেন: আবার জিগায়! দেখতে হবে না মা টা কার!
১০| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আরে আন্টিকে একটু আশিকি ২ দেখিয়েই দেন না...
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩৭
শাহরুখ সাকিব বলেছেন: মাফ ও চাই, দোয়াও চাই ভাই!
১১| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চরম মজা পাইলাম।
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩৮
শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ!
১২| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৯
অলসমস্তিষ্ক৭৭৭ বলেছেন: প্রতিবেশীনিকে কইষা মাইনাস
:-<
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৩৯
শাহরুখ সাকিব বলেছেন:
১৩| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৮:৪০
অচিন্ত্য বলেছেন: হুম। যদিও ফিল্ম একেবারেই দেখা হয়ে ওঠে না, ফিল্মের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল। ঘটনার চেয়ে ঘটনার বর্ণনা বেশি মজাদার হয়েছে। নেত্রের কৌণিক জল বিচ্ছুরণ বেশ কৌতুক তৈরি করেছে। মজা পেলাম।
ভাল থেকো
১৪ ই জুন, ২০১৩ রাত ১:২৬
শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ বড় ভাই, আপনিও ভাল থাকেন
১৪| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৮:৫১
কালোপরী বলেছেন: এইটা কি সিনেমা, কার সিনেমা
১৪ ই জুন, ২০১৩ রাত ১:২৫
শাহরুখ সাকিব বলেছেন:
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০৩
মদন বলেছেন: