![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3
খবর- এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, ৫৮০০০ এর মত এ প্লাস প্রাপ্তি
সরকারি দলঃ গণতন্ত্রের মানসকন্যা, শান্তির পায়রা, কবুতর, ময়না, টিয়া, ঘুঘু, শান্তির সাদা পতাকা, বঙ্গবন্ধুর কন্যা, দ্যা গ্রেটেস্ট শেখ হাসিনা সব জিপিএ ফাইভ পাওয়া ছাত্রছাত্রীকে হাতে কলমে ধরে ধরে পড়াশুনা শিখিয়েছেন বলে আজ এই অভূতপূর্ব ফলাফল, আমরা গন্ধ পাচ্ছি " আওয়ামী লীগ" আবার আইতাছে!
সজিব ওয়াজেদ জয়ঃ তোমাদের রেজাল্ট আরও ভাল হত যদি তোমাদের মায়েরা আমার মায়ের মত সুস্বাদু পোলাও রান্না করতে পারত, তারপরও কনগ্রেটস! আমার কাছে তথ্য আছে "তোমরা পরীক্ষার আগে পোলাও খাও না" , এটা ঠিক না!
অর্থমন্ত্রীঃ আপনারা শুধু শুধু "পদ্মাসেতু" নিয়া লাফালাফি করেন! আমাদের এই মেধাবী ছাত্র ছাত্রীরাই হল আমাদের ভবিষ্যৎ "ডিজিটাল বাংলাদেশ" নামক সেতুর "পিলার", যার উপর দিয়ে আমরা আমাদের "ডিজিটাল বাংলাদেশ" নামক সেতু বানাবো!
মখাঃ মাল সাহেব, ভাই থামেন! "পিলার" ধইরা বেশি ঝাঁকাইলে সব ভাইঙ্গা আপনের চুলবিহীন মাথায় পড়ব!
বিরোধী দলঃ রোজার দিনে ইন্টারের ফল প্রকাশ? ফাইজলামি? আমরা মনে হয় এই ষড়যন্ত্র বুঝি না? রোজার দিনে এইজন্য ফল প্রকাশ হইসে যাতে মিষ্টির দোকানদারদের মিষ্টি কম বিক্রি হয় কারণ বেশিরভাগ মানুষ তো রোজা! ক্ষমতার মোহে আপনারা আর কত মিষ্টির দোকানদারদের পেটে লাথি মারবেন? রোজা রমজানের দিন এমন কাজ না করলে কি চলত না? জনগণ আপনাদের এই অত্যাচার আর কিছুতেই মেনে নিবে না, বাকশালি নাস্তিক সরকার! ঈদের পর থেকে আমরা এমন কঠোর আন্দোলনে যাবো যে বাংলাদেশে আমরা মিসরের মত "বাংলা বসন্ত" এনেই ছাড়বো! আমাদের বসন্তের চোটে আপনারা "শীতনিদ্রায়" যেতে বাধ্য হবেন!
জামাতঃ আমাদের নিবন্ধন বাতিলের পরেই "এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ" এর নামে মিষ্টি বিতরণ? ঈদের পর দেশ অচল করে দেয়া হবে! নারায়ে তাকবীর!
হেফাজত প্রধান আল্লামা শফিঃ এইচএসসি এর ফল নিয়া এত লাফনোর কি আছে? আমি তো আনন্দের বদলে "বেগানা নারী পুরুষের" মেলামেশা দেখতেসি! আর মেয়েদের এইচএসসি পর্যন্ত পড়াতে কে বলসে? এজন্যই তো আজ এই দেশের এহেন "নাজুক" পরিস্থিতি! মেয়ে সবগুলাকে ঘরের ভিত্রে পাঠানো হোক, আর ভাল ফল করা ছেলেদের "নাস্তিক মিষ্টি" এর বদলে "তেঁতুল" খাওয়ানো হোক!
ফেল করা ছাত্রের বাবাঃ ওরে জুলহাস রে! তুই শেষ পর্যন্ত ফেল করলি? পাসের বাড়ির "জুলেখা" পাঁচ পাইল আর তুই পাশই করতে পারলি না? দেখসিস কি অসাধারণ রেজাল্ট করসে এই মেয়ে? বলি, দেখসিস? জুলহাসঃ ওরেই তো খালি দেখতাম আব্বা, এজন্যই তো রেজাল্টের এই হাল!
আমার কথাঃ( আমি কে? পরিচয় দেয়ার মত কেও না, পরিচয় বানানোর চেষ্টায় আছি) জীবনের জন্য পড়াশুনা, পড়াশুনার জন্য জীবন না। ইন্টারে আমি এ প্লাস না পেয়েও সরকারি ভার্সিটি তে মেরিট লিস্টে চান্স পাইসি, তারউপর এই অ্যাডমিশন টেস্ট এর মাঝখানে বাবা মারা গেসিলেন,আমার জীবনে সবচেয়ে বেশি যেই কথা শুনা লাগসে "তোমাকে দিয়ে কিছু হবে না", সেই হবেনা নামক ছেলেটার চান্স হইসে! এ প্লাস পাইয়া বেশি ফাল পারলে পায়ের হাড্ডি ভাইঙ্গা যাইব, আবার এ প্লাস না পাইয়া ভাইঙ্গা পড়া মানে জীবনকে ভয় পাওয়া, আর যে জীবনকে ভয় পায়, সে এরইমাঝে মারা গেছে শেষ হাসি কে হাসবে তা ৩-৪ মাস পরে বুঝা যাবে। তোমার ভিতরে "কিছু" থাকলে তুমি জীবনে উন্নতি করবাই, গ্যারান্টি! তবে একটা জায়গায় চান্স পাওয়া জীবনটা অনেক স্মুথ করে দিবে, যারা তোমাকে দেখতে পারত না, তারাও তোমার কথার একটা দাম দিবে, কারণ তোমার পিছনে একটা প্রতিষ্ঠানের "সিল" মারা হয়ে গেছে, যেখান থেকে একদিন না একদিন তুমি পাস করে বের হবাই এই তিন মাসের কষ্টই তোমাকে পোঁছে দিবে বিজয়ে "হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে!"
পুনশ্চঃ কেও কোন অনুভূতিতে আঘাত পাইলে নিজ দায়িত্তে পাবেন, উপরের সংলাপ গুলো ফান করে লেখা, জীবনের সবকিছুতে এত সিরিয়াস হওয়ার কিছু নাই, এটা "জীবন", সরকারী "বাজেট" না!
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬
শাহরুখ সাকিব বলেছেন: একদম নিজের হাতের আঙ্গুলের লিখা ভাই! কপি করার আগে যেন আমার মরণ হয়!
অনেক ধন্যবাদ
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লিখেছেন, বেশ মজা পেলুম।
০৪ ঠা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
শাহরুখ সাকিব বলেছেন:
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫
টুম্পা মনি বলেছেন:
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭
শাহরুখ সাকিব বলেছেন:
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮
শাহরুখ সাকিব বলেছেন:
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯
অর্থনীতিবিদ বলেছেন: দারুন লিখেছেন। পড়ে ভালো লেগেছে। জুলহাস আর শফিকে যেভাবে কলমের আচড়ে ফুটিয়ে তুলেছেন তা প্রশংসার দাবীদার।
০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮
শাহরুখ সাকিব বলেছেন:
আই জাস্ট লাভ শফি
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮
ধীবর বলেছেন: হাহাহা। অনেক মজা পেলাম। লেখাটা আপনার নিজের হলে বলবো, লেগে থাকুন। অনেক দূর যেতে পারবেন। শুভ কামনা রইলো। প্লাস।