![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3
ইংরেজি নামঃ Man of steel
বাংলা নামঃ ইস্পাতের মানুষ
হিন্দি নামঃ ষ্টীল কা ইনসান
অবশেষে দেখলাম।
ভবিষ্যতে পিএসসি, জেএসসি , জেডিসি, এসএসসি, এইচএসসি, বুয়েট, মেডিক্যাল, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি প্রশ্ন আসে,
"মাইর কারে বলে? মাইর কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার মাইরের সংজ্ঞাসহ উদাহরণ দাও ও বিস্তারিত আলোচনা করো।"
অথবা যদি প্রশ্ন আসে
" 'পিডা সব শালারে' - উক্তিটির সাথে কোন হলিউড মুভির মিল পাওয়া যায় সবচেয়ে বেশি?"
আর দুটি প্রশ্নের উত্তরেই যদি কোন ছাত্র বা ছাত্রী বিস্তারিত কিচ্ছু না লিখে শুধুমাত্র "ম্যান অফ ষ্টীল" লিখে, তাহলে সেই পাবে কাঙ্খিত এ প্লাস বা চাকরি! নিজের রেজাল্ট নিয়ে বাসায় দৌড়াতে দৌড়াতে এসে বলবে "মা , মা, আমি চাকরি/ এ প্লাস পেয়েছি", তার মা তখন বলবেন " সাবাশ বাবা! সব ম্যান অফ ষ্টীলের অবদান! ইশ, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো, কি খুশিই না হত!"
সিরিয়াসলি বলছি, এত মারামারি? এত? "সীমার একটা "লিমিট" আছে ভাই!"
প্রথম থেকে বেশ ভাল্লাগছিল, একজন সুপারহিরো, যে তার নিজের পরিচয় জানে না, তার একাকী যাত্রা... তার নিঃসঙ্গ পৃথিবীর জীবনকে পর্দায় বেশ ভাল করেই দেখা যাচ্ছিল... "পৃথিবীর" বাবা মায়ের সাথে কাল এর সম্পর্ক, ভালোবাসা কিছু জায়গায় বেশ ভাল্লাগেছে, কিছু জায়গায় মনে হয়েছে "আরেকটু ভাল হতে পারত, হতে গিয়েও পুরোপুরি হল না"... ক্রিপটন এর পরিবেশ, ধ্বংস বেশ ভাল্লাগসে... ছবির দ্বিতীয় ভাগ যখন মারামারি শুরু হইল তখন উত্তেজনার সহিত বেশ "নড়েচড়ে" বসলাম, কিন্তু কে জানত যে আমারে আরও এক ঘণ্টা খালি "নড়তে আর চড়তে হইব"?
ব্যাকগ্রাউনড মিউজিক দুর্দান্ত, শরীরে "জোস" এনে দেয়, ইচ্ছা করে নিজেই মারামারি শুরু কইরা দেই! নায়ক কে বেশ ভাল্লাগসে তার রোলে, বাকিরাও বেশ ভাল, ভিলেন বেশ ভাল নজর কাড়েন
হ্যাঁ, "বনে যখন হাতি হাতিতে লড়াই হয়, তখন সব কলাগাছ ভাইঙ্গা পড়ে- সেই যুক্তিতে দুইটা "এলিয়েন" পৃথিবীতে আইসা লড়াই করতেসে, এরকম ভাঙচুর তো হইবই- এটা মেনে নিতে হয়- এটাই বাস্তবতা মমিন!"- কথা ঠিক আছে, তাই বইলা এত? এত? এত? এলিয়েন নামে আসলে কিছু থাকলে আর তারা এই সিনেমা দেখলে চিক্কুর পাইড়া কান্নাকাটি করত আর কইত, বিশ্বাস করেন! এন্ড্রোমিডা এর কছম লাগে, আমরা ইমুন মারামারি করি না!" আর শেষে যাইয়া এমন দারুণ একটা ভিলেনকে খালি "ঘাড় মটকাইয়া" মাইরা ফেলার মানে কি? অন্য কোন "কুল ওয়ে" তে মারা যাইত না?
ভাগ্য ভাল যে বেশিরভাগ সুপারহিরোরা আমেরিকাতেই পয়দা হয়, তারা বাংলাদেশে আইসা মারামারি করলে আমার এই " সুজলা সুফলা শস্য শ্যামলা" বাংলাদেশ, "ভাঙ্গা চুরা কালা ময়লা" বাংলাদেশে পরিনত হইত... :/
যেই ছবির সাথে "নোলান" নামক শব্দটা থাকবে, সেটার প্রতি আমাদের এক্সপেকটেশন বেশি থাকবে, এটা যদি দোষের কিছু হয় সেটা নোলানের দোষ, এটা যদি গুণের কিছু হয়, সেটাও নোলানের গুণ- আমাদের রুচি তিনি এমন এক লেভেলে নিয়ে গেছেন ঘুমের মাঝে চুরি, শর্ট টাইম মেমরি লস, জোকার টাইপ কনসেপ্ট আর ক্যারেকটার দিয়ে- যে আমরা স্বাভাবিকভাবেই বেশি কিছু আশা করি তার কাছে। হ্যাঁ, তিনি ছবির প্রযোজক, পরিচালক না, তারপরেও "অবুঝ মনরে" বুঝ দিতে পারি না... আর জ্যাক স্নাইডারের মারামারি এত পছন্দ কেন- জগত সংসারের উপর তার কোন লুকানো ক্ষোভ আছে কিনা, তার অবচেতন মন খালি "ধ্বংস হোক সব" বইলা চিৎকার করে কিনা- সেটা আমি জানিনা, সেটা জানা আমার কর্ম না, সাইকিয়াট্রিসট এর কর্ম!
মুভি শেষ কইরা ভয়ে ভয়ে দরজা জানালা খুইলা বাইরে তাকাইলাম, নাহ, আমার সাধের দুনিয়া ঠিক আছে, তারে কেও ভাঙচুর কইরা শেষ কইরা ফালায় নাই! মুভির শেষের দিকে মারামারির এক জায়গায় দেখলাম ভিলেন সুপারম্যানের কাধের লাল কাপড় ধইরা টানাটানি করতাসে! আতঙ্কে আমি নীল হয়ে গেলাম! ছোটবেলা থেকে নায়িকার কাপড় টানাটানি করে তার "ইজ্জত লুণ্ঠনের" প্রক্রিয়া দেখেছি, এই জামানায় এসে কি নায়কের ইজ্জত কেও ভূলুণ্ঠিত হতে দেখব? এই ছিল কপালে? পড়ে দেখলাম না, ভিলেন ভালা আছে, টানাটানি করছে, মাগার তার উদ্দেশ্য খারাপ আছিল না! আধুনিক ছেলে তো!
আরেকটা সিনে দেখলাম ভিলেন "খামচাইয়া খামচাইয়া" নায়করে মারার জন্য বিল্ডিং বাইয়া বাইয়া উঠতাসে! এমনে বিল্ডিং এ তো হাল্ক উঠে! :O তয় দেখলাম জড বেশি ভাল পারে হাল্কের চেয়ে! বুঝলাম, হাল্কের একটা "বিল্ডিং এ খামচাইয়া উঠার" তিন মাসের শর্ট কোর্স করতে হবে জড এর কাছ থেকে, হাল্কের এখনও অনেক কিছু শিখার আছে, শিখার কোন শেষ নাই, বয়স নাই, লজ্জা নাই!
তয় আন্ডারওয়্যার কে আন্ডারওয়্যার এর জায়গায় রাখার জন্য ছবির সাথে সংশ্লিষ্ট সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই!
পুনশ্চ- এটি একটি ফান রিভিউ পোস্ট, কারো যেকোনো রকম অনুভূতিতে আঘাত লাগলে নিজ দায়িত্তে নিকটস্থ হাসপাতালে গিয়ে অনুভূতির চিকিৎসা করাবেন তবে খরচ আমি দিব না!
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৯
শাহরুখ সাকিব বলেছেন: ভালো আর খারাপ তো আপেক্ষিক ব্যাপার ভাই আপনের কাছে যেটা ভালো সেটা আরেকজনের কাছে খারাপ লাগতেই পারে
যেটা ভালো সেটা টিকে থাকবেই, যেটাতে সমস্যা আছে সেটা একসময় হারিয়ে যাবে
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০০
লিন্কিন পার্ক বলেছেন:
ম্যান অফ ষ্টীল দেখার সময় সাইন্ডের চোটে কানে তালা লেগে গেছিল
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০
শাহরুখ সাকিব বলেছেন: আমারও!
৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
ভিজ্যুয়ালাইজার বলেছেন: ' আন্ডারওয়্যার কে আন্ডারওয়্যার এর জায়গায়
রাখার জন্য ছবির সাথে সংশ্লিষ্ট
সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই!' এইটা র চেয়ে সলিড রিভিউ আর হইতে পারে নাহ!
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
শাহরুখ সাকিব বলেছেন: হা হা হা! ধন্যবাদ আশিক ভাই!
৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩০
মশিকুর বলেছেন:
রিভিউ ভালা পাইলাম।
"তয় আন্ডারওয়্যার কে আন্ডারওয়্যার এর জায়গায় রাখার জন্য ছবির সাথে সংশ্লিষ্ট সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই!
"
+
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯
শাহরুখ সাকিব বলেছেন:
৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
ডরোথী সুমী বলেছেন: ছবিটা স্টার সিনেপ্লেক্সে দেখতে গিয়েছিলাম থ্রিডি সুবিধার কারনে। স্টোরি তেমন কিছুনা। মজা শুধুই থ্রিডির কারনে। প্রথম ১০ মিনিট বিরক্ত ছিলাম কারন আমার টেস্টে হলিউড মুভি নেই। কিন্তু যখন ফিল করলাম ক্যারেক্টার গুলো একদম আমার পাশে, পাখি উড়ে যাচ্ছে আমার মাথার উপর দিয়ে ভীষণ মজা পেলাম।
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫০
শাহরুখ সাকিব বলেছেন:
৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
কাফের বলেছেন: রিভিউ মজার হইছে
এত মারামারি করলো এত কিছু ধ্বংশ হয়ে গেলো তারপরেও সুপারম্যানের পিছনে ঝোলা উড়নার সামান্য ক্ষতিও হইলো না!
মানব জাতী জানতে চায় উড়না খানা কি কাপড়ের?
২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
শাহরুখ সাকিব বলেছেন: নাহ! ইস্পাতের ওড়না!
৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বিনুদিত হইলাম!
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
তামিম ইবনে আমান বলেছেন: ফানি রিভ্যু দিবেন ফালতু মুভি নিয়া। ভালো মুভি- ফালতু মুভি সব নিয়াই যদি দেন তাইলে কেম্নে কি! ভালো-খারাপের তো কোন পার্থক্য রইল না।