![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3
( ১৩ আগস্ট এইচএসসির রেজাল্ট এর দিন লেখা )
আশির দশক-
১ম জন- কই যাও?
২য় জন- পাশের রসুলপুর গ্রামের কুদ্দুস মাঝির পোলা ইদ্রিস ম্যাট্রিক পাশ দিসে। একটু দেইখা আসি পোলাটারে!
১ম জন- কও কি? তাই নাকি?! খাড়াও একটু, পাঞ্জাবিটা পইড়া আসি, আমিও একটু দেইখা আসি! এমন পোলা দেখলেও ভাল্লাগে।
নব্বই এর দশক-
১ম জন- কই যান?
২য় জন- রহিম সাহেবের ছোট মাইয়া বোর্ড স্ট্যান্ড করছে! একটু দেইখা আসি।
১ম জন- তাই নাকি? আলহামদুলিল্লাহ! রহিম সাহেবরে আমার সালাম দিও, বিরাট কপাল নিয়া জন্মাইসে! আল্লাহ্ সবাইরে বিরাট কপাল দেয় না! যাওয়ার সময় দোকান থেইকা মিষ্টি নিয়া যাইয়ো মিয়া।
সাল ২০২৫-
১ম জন- নরমাল না গোল্ডেন?
২য় জন- নরমাল
১ম জন- বাঁচার কি আর ইচ্ছা আছে আপনের?
২য় জন- নাহ! আর কি লাভ বেঁচে? আপনের ঘরে ইন্দুর মারার বিষ আছে নি?
১ম- নাই, ছিল- শেষ হয়ে গেছে! নতুন এক প্যাকেট কিনে কাম সাইরা ফেলান!
সাল ২০৫০-
১ম জন- পাইছে আপনের পোলায়?
২য় জন- হম, নোবেলটা পেয়ে গেল শেষ পর্যন্ত।
১ম জন- মানুষে কয় এখন নাকি টেকা দিলে নোবেল পাওয়া যায়?
২য়- এইসব *লছাল কথা বইলেন না তো! আমার পোলা কি ওবামা নাকি যে প্রেসিডেন্ট হইয়া "শান্তিতে" নোবেল পাইব? রসায়নে পড়েছে, রসায়নেই নোবেল পাইছে।
১ম জন- তাইলে তো ভালই। পোলার "রস" আছে বোঝা যায়!
২য় জন- আপনেরটার কি অবস্থা?
১ম জন- আর বইলেন না, "পদার্থে" পড়ে একটা "অপদার্থ" হইছে! :/
পুনশ্চ ১- এ প্লাস পাইয়া বেশি চিক্কুর দিয়া "আজ ম্যা উপার, আসমা নিচে, আজ ম্যা আগে, জামান হ্যায় পিছে" গান গেয়ো না, বেশি আনন্দের ফলে কয়েকদিন পড়ে চান্স না পাইলে শেষে তোমাকেই "ম্যা পারেশান পারেশান পারেশান" গান গাইতে হবে এ প্লাস পাইলে জাস্ট রাস্তাটা একটু সহজ হয়ে যায়, এর বেশি কিছু না। এ প্লাস না পাইলে রাস্তা হারায় যাবে না, জাস্ট চলতে হলে একটু পরিশ্রম বেশি করতে হবে। তোমার এ প্লাস পাওয়া বন্ধু লিফট দিয়া উপরে উঠবে, তুমি সিঁড়ি ভেঙ্গে উঠবা- পার্থক্য এটাই, তবে উঠবে দুইজনেই
সিঁড়ি ভেঙ্গে ওঠার ধৈর্য যেন থাকে, তাহলে অনেক কিছু দেখবা আর শিখবা
বাই দ্যা ওয়ে, পত্রিকার হাস্যজ্বল ছবিগুলো দেখে মনে হচ্ছে এবারও শুধু মেয়েরা পরীক্ষায় অংশ নিয়েছে :/
পুনশ্চ ২- আমার মেঝ ভাই এ প্লাস পাইছে, আলহামদুলিল্লাহ্! এখন কোথাও চান্স পেয়ে গেলে সোনায় সোহাগা ( মিষ্টি, treat- এগুলা সব মিডিয়ার কাল্পনিক সৃষ্টি- কাল্পনিক জিনিস চেয়ে আমাকে লজ্জা দিবেন না
)
পুনশ্চ ৩- বাংলাদেশে মানুষ স্বপ্ন দেখতে ভয় পায়, এই ভয়ের দেশে দুইজন স্বপ্নদ্রষ্টা ছিলেন, যারা আজকের দিন( ১৩ আগস্ট) আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন- তারেক মাসুদ ও মিশুক মুনির- বেঁচে থাকলে আজকে হয়তো অনেক কিছুর চেহারা পাল্টে দিতেন- সেই ক্ষমতা তাঁদের ছিল বলে বিশ্বাস করি। প্রয়াণ দিবসে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই বাই দ্যা ওয়ে, কেও কিন্তু জিগায় না যে তারেক মাসুদ আর মিশুক মুনির এ প্লাস পাইসিল কিনা
সুতরাং লিজেন্ড হইতে হলে এ প্লাস না পাইলেও চলে
২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
শাহরুখ সাকিব বলেছেন: উহ্য আছে
২| ২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
অবাধ্য সৈনিক বলেছেন: সুন্দর পোষ্ট....বুঝিনা এসব পোষ্টে কমেন্ট এত কম আর ক্যাচাল পোষ্টের জয়জয়কার ++++
ভার্চূয়াল হলেও ট্রিট চাই
২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
শাহরুখ সাকিব বলেছেন:
৩| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১১
টোশার বলেছেন: ভালো লাগছে!
২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
শাহরুখ সাকিব বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০
ঢাকাবাসী বলেছেন: ২০১৩-১৪ কই?