![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3
সিনেমার নাম- The White Balloon ( দ্যা হোয়াইট বেলুন)
ইরানের ছোট্ট এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাহিনি। অন্যান্য নিম্ন মধ্যবিত্ত পরিবারে যা হয়- এখানেও তাই- "নুন আনতে পান্তা ফুরনো", "প্রতিটা পয়সা হিসাবের পয়সা, পরিশ্রমের পয়সা"- অনেক কিছুর স্বপ্ন থাকলেও, স্বপ্ন পূরণ হয়না সাধ আর সাধ্যের অদ্ভুত এক সমীকরণের জন্য। এই পরিবারের ছোট্ট মেয়ে রাজিয়া একদিন ভয়াবহ এক অপরাধ(!) করে ফেলে- নতুন বছর আসা উপলক্ষে মায়ের সাথে বাজার করতে গিয়ে তার নজর পড়ে ১০০ টাকা দামের এক ছোট্ট একটা গোল্ডফিসের উপর- এতই সুন্দর গোল্ডফিসটা, যে এটাকে পাওয়ার জন্য সে যেন সবকিছু করে ফেলতে রাজি! মায়ের কাছে ইনিয়ে বিনিয়ে আবদার করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু মা কিছুতেই রাজি হন না। কেন রাজি হবেন? "বাচ্চাগুলো কেন বুঝতে চায় না যে শুধু একটা চকচকে মাছের পিছনে ১০০ টাকা খরচ করা আমদের মানায় না! তাও এমন মাছ যেটা ঘরে সাজিয়ে রাখার জন্য, খাওয়ার জন্য না!" অবশেষে অনেক অনুনয়ের পরে মায়ের মনের বরফ গলে, ৫০০ টাকা দিয়ে মেয়েকে পাঠান তার সাধের মাছ কিনে আনতে আর সাথে এও বলে দেন ভাংতি করে বাকি ৪০০ টাকা ফিরিয়ে আনতে।
"বিশ্বজয়" এর আনন্দ নিয়ে রাজিয়া ছুটতে থাকে মাছের দোকানের দিকে, কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল অন্যকিছু- দোকানদার ইতিমধ্যে মাছের দাম আরেকটু বাড়িয়ে দিয়েছে। বেশিদাম দিয়ে মাছটা কিনবে কি কিনবে না- এই নিয়ে যখন রাজিয়া চিন্তিত- তখনই হঠাৎ করে খেয়াল করল সে- ৫০০ টাকার নোটটা তার কাছে নেই! কোথায় গেল নোটটা? এখন কি হবে? মাছ কিনবে কি করে? বাড়ি যেয়ে মাকে কি জবাব দিবে?
কিছু সিনেমা আছে- যেখানে দারুণ ক্যামেরা ওয়ার্ক, লাইট, ভিজুয়াল ইফেক্ট- কিচ্ছু থাকে না। কিন্তু যা থাকে- সেটা মনের ক্ষুধা মিটিয়ে দেয়। The White Balloon এরকম একটি সিনেমা। জাস্ট কয়েকটা মাস্টার শট, লং শট, মিড শট, ক্লোজ শটেই ৮০ মিনিটের সিনেমা শেষ। আর অভিনয় নিয়ে কিছু বলে শেষ করতে পারব না, এত ছোট্ট একটা মেয়ে এতটা ন্যাচারাল আর অসাধারণ অভিনয় কীভাবে করে তা কিছুতেই মাথায় আসে না। মাছ না পেয়ে রাজিয়ার কান্নার দৃশ্যগুলো যেকোনো মানুষের হৃদয় এফোঁড় ওফোঁড় করে দেয়ার জন্য যথেষ্ট- একসময় ইচ্ছে করছিল নিজে ইরানে গিয়ে রাজিয়াকে মাছটা কিনে দিয়ে আসি- ছোট্ট একটা মানুষের এত কষ্ট সহ্য হচ্ছিল না! এই না হলে সিনেমার সার্থকতা!
ইরানি সিনেমা ইচ্ছে করে কম দেখি, হ্যাঁ- ইচ্ছে করে। কারণ দেখার পরে যেই অনুভূতি আর হাহাকার সৃষ্টি হয়- সেটা অন্য কোন দেশের সিনেমাতে মনোযোগ দিতে দেয় না বেশ কিছু সময়ের জন্য। হলিউড এর সিজিআই নাই, বলিউড এর চাকচিক্য নাই- কিন্তু যা আছে সেটা হল জীবনবোধ এবং তা ব্যাখ্যা করা হয় অত্যন্ত সহজসরলভাবে। সিনেমাটা দেখার অনুরোধ থাকল। জাফর পানাহি পরিচালিত এই সিনেমাটি কান ফিল্ম ফেস্টিভ্যাল সহ বেশ কিছু জায়গায় পুরস্কার পেয়েছে।
ডাউনলোড লিঙ্ক- https://www.youtube.com/watch?v=T02oZVtsjnA
(ইউটিউব এর এই লিঙ্কে সাব দেয়া আছে, নামানোর পরে সাব না পেলে keepsubs.com এ গিয়ে ইউটিউব এর লিঙ্ক কপি করে পেস্ট করলে সিনেমার ইংরেজি সাবটাইটেল চলে আসবে হ্যাপি ওয়াচিং
)
৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৩
শাহরুখ সাকিব বলেছেন: ৪৩০ মেগা ভাই
২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪
আরজু পনি বলেছেন:
ম্যুভিটা দেখার ইচ্ছে রইল ।
অনেক ধন্যবাদ সাকিব শেয়ারকরার জন্যে ।।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫
শাহরুখ সাকিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মুভিটা দেখার ইচ্ছা রইল।
চমৎকার রিভিউ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫
শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ!
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪
ভূতের কেচ্ছা বলেছেন: দেখেছি অনেক ভাল ..লেগেছে....
জাফর পানহির ...
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬
শাহরুখ সাকিব বলেছেন: হম, আসলেই জোস!
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫
হাসান মাহবুব বলেছেন: দেখেছি। আসলেই অসাধারণ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬
শাহরুখ সাকিব বলেছেন: আসলেই!
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩
শাশ্বত স্বপন বলেছেন: ভাই ,কত মেগাবাইট?