![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হরতাল যে গুজরাটি শব্দ এটা আমি জানতে পারি ৪-৩-১৩ তারিখে, ভাবতে অবাক লাগে এই খারাপ শব্দটা কেন আমরা ব্যবহার করি এর উপকারিতা আছে কি ? এর কি শুদ্ধ বাংলা সমার্থক আছে ? নাকি এর অপর নাম হত্যা যা মানুষে এক মুঠো ভাত খাবার অধিকার কে হত্যা করে, যারা হরতাল দেয় তাদের তো আর ভাতের অভাব নাই, তাদের তো মাস শেষ হলে বাড়ি ভাড়া দিতে হয় না । যদি দিতে হত তাহলে হয় ত বা, আমরা এই জ্বালা থেকে মুক্তি পেতাম , এটা যে ক্ষতিকর তা সরকারি দল ভাল ভাবে বুঝে কিন্তু যখন বিরোধী দলে যায় তখন তা ভুলে যায়। একটা বিষয় আমি বুঝি না দেশপ্রেম এটা আবার কি ? খেলার মাঠে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার নাকি বাংলা সিনেমাকে গালি দেওয়া, সে যাই হোক আমি মনে করি আমার এক টাকা করিমের ১০০০ টাকা থেকে বড় কিন্তু কেন কারন ওই টাকাটা যে আমার । রাজনীতিবিদের আমার বলে কি কিছু আছে যদি থাকে তবে আমার সাথে তার পার্থক্য কি ? এত কিছু বললাম কারন হরতালের কারনে এক মাস ধরে ক্লাস করতে পারছিনা , সেই ৩২০ কিমি অতিক্রম করে ঢাকা থেকে সিলেটে এসেছি ক্লাস করার জন্য আর এই সর্বনাশী হরতালের কারনে ক্লাস করতে পারছিনা , সবসময় মনের মধ্যে একটা ভয় কখন জানি পুলিশে ধরে নেয় ।
২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২
বোকামন বলেছেন: এটা যে ক্ষতিকর তা সরকারি দল ভাল ভাবে বুঝে কিন্তু যখন বিরোধী দলে যায় তখন তা ভুলে যায়
আর আমরা ......
৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: হরতাল এর খাঁটি বাংলা
প্রতিবাদ / বা অন্যায় যুলুমের বিরুদ্ধে ন্যায় দাবির আওয়াজ
আর বর্তমান হাল হত্তা ও কুকাজ
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১
এনিগমা বলেছেন: Want freedom.