নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যিনি \'আলিফ\'-এ খোদাকে পেয়ে যান, তাঁর কিতাব দিয়ে কি হবে?

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৪


২৩৩০ সাল, সকাল ১১টা

মাইদি ভার্চুয়াল ক্লাসরুমে বসে একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের কথা পড়ছে। ভিডিউটারে সেই ব্যক্তির লেখা একটি কবিতা ভেসে উঠে-

''তুমি বৃন্দাবনে গরু চরিয়েছিলে, লংকাতে বাজিয়েছিলে বিজয়ানাদ ,
তুমি মক্কাতে হাজি রুপে এসেছিলে আবার।
আশ্চর্য, তুমি কত রুপ, কত রং-ই না বদলালে,
এখন তুমি কি লুকিয়ে থাকতে পারবে আর?"


বাহ! খুব সুন্দর কথা! মনে মনে ভাবে ছেলেটি। সে এবারে সেন্ট্রাল কম্পিউটারকে মনে মনে জিজ্ঞাসা করে-
'উনার নাম?'

সামনের ভিডিউটার সাথে সাথে ফ্ল্যাশ করে-
'বুল্লেহ শাহ। আসল নাম সৈয়দ আব্দুল্লাহ শাহ কাদরী(রাঃ)।'

'উনি কে ছিলেন?' আবারো জিজ্ঞাসা করে মাইদি।

'উনি ছিলেন ভারতবর্ষের বিখ্যাত সুফি সাধক, যদিও তোমার দেশের অনেকের কাছে অজানা নামটি।'

'উনার উপরের কথাগুলো বোধহয় উর্দু বা হিন্দিতে লেখা কবিতা। লাইনগুলোকে কি কেউ বাংলায় ছন্দাকারে সাজায়নি?'

এবারে স্ক্রিনে ভেসে উঠা মেয়েটি একটু সময় নেয়। তারপর বলে,
'
'সত্যপথিক শাইয়্যান নামের এক ব্লগার করেছিলো। কিন্তু, শাইয়্যানের লেখা ভাবার্থে কিছু গণ্ডগোল থাকায় সেটা উনি গোপন করে গেছেন। যারা ছন্দের কারুকার্য জানেন, তাঁদের জন্যে নয় এটা।'

'তবুও, আমি জানতে চাই। তুমি তো জানো আমার এগারো মাত্রার পারমিশন আছে। আমি যে কোন কিছু জানতে চাইতে পারি।'

এবারে স্ক্রিনে ভেসে উঠে সত্যপথিকের লেখা লাইনগুলো-

বৃন্দাবনে গরু চরিয়েছো তুমি, লংকাতে এনেছো বিজয়,
তোমার আগমনে মক্কার ভূমি, হয়ে উঠেছিলো অক্ষয়।
আশ্চর্য হই, কত রুপ যে তোমার, কত রং-ই না বদলাও তুমি,
কোথায় এখন লুকাবে তোমায়, কোন বাগানে থাকবে শুনি?


'হুম, ভালোই তো! যাহোক, বুল্লেহ শাহ সম্পর্কে আরো কিছু তোমার তথ্য ভান্ডারে আছে কি?'

''আছে। উনার সম্পর্কে একটা মজার কাহিনী আছে।'

উনি ছোটবেলায় পড়া-লেখায় খুব অমনোযোগী ছিলেন। তা দেখে উনার বাবা একটি মক্তবে পাঠান যদি অন্যান শিক্ষার্থীদের সাথে থেকে কিছু শিখতে পারেন উনি। কিন্তু, বিধি বাম! একদিন শিক্ষক দেখতে পান, শিশু বুল্লেহ শাহ শুধুই আলিফ নিয়ে আছেন, অন্য দিকে অন্যান্য শিক্ষার্থীরা আরবী বর্ণমালা শেখা শেষ করে কায়দা ধরে ফেলেছে! শিক্ষক খুব রাগান্বিত হয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দিলেন।

অগত্যা, বুল্লেহ শাহের পিতা অন্য এক শিক্ষকের কাছে পাঠালেন পড়া শিখতে। সেখানেও ঐ একই অবস্থা! উনি 'আলিফ'-এর বেশি শিখতে পারলেন না। শিক্ষক জানালেন যে ছাত্রের মাথায় কিচছু নেই।

ওদিকে বুল্লেহ শাহ'রও এসব ভালো লাগছিলো না। তাই, তিনি জঙ্গলে পালিয়ে গেলেন একদিন। সেখানে গিয়ে হলো এক মহাবিপত্তি! যেদিকেই তাকান শুধুই 'আলিফ'! গাছ-পালা, লতা-পাতা, পাহাড়-পর্বত, পশু-পাখি, যেদিকেই তাকান, সবই আলিফ-এর রুপ নিয়ে তাঁর কাছে উপস্থিত হয়। তাই দেখে একদিন তিনি গেয়ে উঠেন-

'আমি পেয়েছি, আমি পেয়েছি, সদ্গুরুতে অরূপ আল্লাহকে সরূপে আমি পেয়েছি'

এবারে তিনি নিজের পুরোনো শিক্ষকের কাছে ফিরে গেলেন। বললেন-
'আপনি মেহেরবানী করে আমাকে পাঠ শিখতে দিয়েছেন। আপনি যা শিখিয়েছিলেন, আমি তা আয়ত্বে এনেছি।'

শিক্ষক তাচ্ছিল্য ভরে বললেন- 'লেখো দেখি দেয়ালে যা শিখে এসেছো তুমি!'

বুল্লেহ শাহ দেয়ালে লিখলেন- 'আলিফ'

সাথে সাথে ঐ দেয়াল ভেঙ্গে পড়লো!

শিক্ষক হতবাক হয়ে বললেন-
'আজ থেকে তুমিই আমার শিক্ষক। এক আলিফ অক্ষর দিয়ে তুমি যা শিখেছো, আমি সারা জীবনের শিক্ষা দিয়েও তা শিখতে পারিনি।'

ভিডিউটারের মেয়েটি বলে উঠে- 'উনার লেখা একটি গান শুনবে, মাই্দি?'

'শুনাও।'

স্ক্রিনে ভেসে উঠা গানটি শুনতে শুনতে ভাবনার অতলে হারিয়ে যায় মাইদি-


মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৭

রানার ব্লগ বলেছেন: আপনি সাবধান থাকবেন মৌলবাদীরা আপনাকে নাস্তিক বা উদ্ভট কিছু মতবাদ পন্থি ঘোষনা ক্ক্রতে পারে।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আল্লাহ থাকতে ভয় কি, ভাই!!!! :)

ধন্যবাদ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:২১

আমি সাজিদ বলেছেন: রানার ব্লগের সাথে একমত।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমাকে নিয়ে চিন্তা করার জন্যে অনেক ধন্যবাদ।

আমি সাধারণ মানুষ। আমার চেয়েও অনেক অনেক বড় মানুষ আছেন যাদের নিয়ে উনারা চিন্তা করতে পারেন।

ধন্যবাদ।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। পোষ্ট।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ, প্রিয় রাজীব ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৮

হাসান ইমরান বলেছেন:
ভালো লিখেছেন। ভালো লাগিলো পড়ে।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ। :)

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: আল্লাহকে পেতে হলে আগে নবীকে পেতে হবে।

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

নবী (সাঃ )-কে পেতে তাঁর পরিবারের সুপারিশ প্রয়োজন। আমি সেই চেষ্টাই করছি।

শুভেচ্ছা নিরন্তর, শ্রদ্ধেয় রাজীব ভাই।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৬

মেহেদি_হাসান. বলেছেন: খুব সুন্দর পোস্ট দিয়েছেন পড়ে ভালো লেগেছে তবে একটু সাবধানে থাকবেন কবে নাস্তিক ট্যাগ পেয়ে যান বলা যায়না।

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আস্তিক হওয়ার মতো মুরদ আমার এখনো হয়নি। আমার ইমান বড় দূর্বল যে।

নাস্তিক হওয়ার মতো জ্ঞান আমার নেই।

অনেক ধন্যবাদ।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৭

অধীতি বলেছেন: সুফিবাদ-ই হচ্ছে আত্মশুদ্ধির সর্বোত্তম পন্থা।

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আগের কালে, সুফিরা কি নিজেদের সুফি বলে পরিচয় দিতেন?

শুভেচ্ছা।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মত ও পথের কোন শেষ নাই।প্রচলিত ধর্মের সংখ্যাই প্রায় ৪৩০০। মুসলমানরা আবার বহু ধারা উপ ধারায় বিভক্ত।আমার মনে হয় সকল মানুষ দুই ভাগে বিভক্ত।অন্ধ বিশ্বাসী আর প্রমানের অভাবে অবিশ্বাসী।

৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৪১

নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছেন। পড়ে বুঝলাম অনেক কিছু

৩১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.