নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

৩১ জুলাইঃ আজ স্ব-প্রতিষ্ঠিত বিলিয়নিয়ার মার্ক কিউবানের জন্মদিন

৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৮



গেজ স্কিডমোরের তোলা এই হাস্যোজ্জল মানুষের ছবিটি আমেরিকান বিলিয়নিয়ার মার্ক কিউবানের। ফোর্বস ম্যাগাজিন মার্ক কিউবানের বাজার মূল্য ধরেছে আনুমানিক ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালের ফোর্বস ৪০০-তে মার্ক কিউবান ছিলেন ১৭৭ নম্বরে। এই পরিসংখ্যান থেকে এই উদ্যোক্তা, টেলিভিশন ব্যক্তিত্ব এবং মিডিয়া স্বত্বাধিকারী'র যোগ্যতা বুঝা যায়। মার্ক এখন পর্যন্ত বিভিন্ন প্রযুক্তি, স্পোর্টস ইত্যাদি ব্যবসায় নাম লিখিয়েছেন।

আমি তাঁর সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে জেনেছি- ছাত্র জীবন থেকেই মার্ক কিউবান নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে গড়ে তুলেন। ১৯৮২ সালে বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরে তিনি একটি কম্পিউটার সফটওয়্যার কোম্পানীতে সেলসম্যান হিসেবে জয়েন করেন। জানা যায়, মার্ক কিউবানকে এক বছরের মাথায় সে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এরপরে, তিনি নিজেই একটি সফটওয়্যার রিসেলিং ব্যবসা শুরু করেন।

২০০৩ সালে মার্ক ইরাক যুদ্ধে হতাহত মার্কিন সৈনিকদের জন্যে Fallen Patriot নামক একটি ফান্ড গড়ে তুলেন। ২০০৭ সালে, মার্ক কিউবান ছোটদের জন্যে 'Let’s Go Mavs!' নামের একটি বই লিখেন। এছাড়াও, তাঁর আরেকটি বই ‘How to Win at the Sport of Business: If I Can Do It, You Can Do It’ প্রকাশিত হোয়।

মার্ক বলেছেন-

"প্রত্যেক না আমাকে হ্যাঁ-এর কাছাকাছি নিয়ে যায়।"
"আপনি যদি জানেন কীভাবে বিক্রি করতে হোয়, তবে আপনি কখনই বেকার থাকবেন না।"
"এমন ভাবে কাজ করতে হবে যাতে আপনার ব্যবসা কেউ চুরি করে নিয়ে যেতে চেষ্টা করে।''
"সর্বদা একটি হাসি দিয়ে জেগে উঠুন, জেনে রাখুন যে, আজ আপনি যা এমন একটি কাজ করতে সমর্থ হবেন যা অন্যরা করতে ভয় পায়।''


আজ মার্ক কিউবানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাই।



মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

কাজী হাসান সোনারং বলেছেন: পড়ে অনেক কিছু জানলাম। ধন্যবাদ।

৩১ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পড়ার জন্যে আপনাকেও ধন্যবাদ।

আমাদের কঠিন পরিশ্রমী মানুষদের থেকে শিক্ষা নিতে হবে।

শুভেচ্ছা।

২| ৩১ শে জুলাই, ২০২২ রাত ৮:১৫

সোনাগাজী বলেছেন:



বিলিওনিয়ার ক্লাবে যোগদানের ইচ্ছা আছে?
বাংলাদেশের ১০ জন বিলিওনিয়ারের (ডলারে) লিষ্ট দেন।

৩১ শে জুলাই, ২০২২ রাত ৮:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সুইস ব্যাংকের সাথে আমার যোগাযোগ নেই।

তবে, বিলিয়নার ক্লাবে যেতে হলে আমাকে আমেরিকায় পাড়ি জমাতে হবে।

আমেরিকায় আসার ইচ্ছা আপাতত নেই যে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ৩১ শে জুলাই, ২০২২ রাত ৯:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: একে আমি চিনি না।

৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আজ চিনলেন। ধন্যবাদ।

৪| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তার জন্মদিনে অনেক
অনেক শুভেচ্ছা!
আপনাকেও।

৩১ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার শুভেচ্ছা পৌঁছে যাক সঠিক গন্তব্যে।

আর, আমাকে শুভেচ্ছা জানানোর জন্যে ধন্যবাদ নিরন্তর। :)

৫| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: জন্মদিনে ওনাকে জানাই শুভেচ্ছা ও সম্মান।

৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার শুভেচ্ছা ও সম্মান যথাস্থানে পৌঁছে যাক।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: উনাকে চিনি বহু বছর ধরে। সে একজন গুণী উদ্যোক্তা তার জন্মদিনে শুভেচ্ছা থাকছে।

ভারতীয় উপমহাদেশে উনার চাইতেও ধনী মানুষ রয়েছে যাদের কাছ থেকেও শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। সফল ব্যবসায়ী হওয়ার জন্য কিছু গুণাবলী প্রয়োজন, আমেরিকা আসার প্রয়োজন পড়বে না। শুভ কামনা থাকছে, ধন্যবাদ।

৩১ শে জুলাই, ২০২২ রাত ১১:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভারতীয় উপমহাদেশে বিলিয়নিয়ার হবার পথে অনেক বাধা রয়েছে।

একজন ব্যবসায়ী হলে বুঝতে পারতেন।

ধন্যবাদ।

৭| ০১ লা আগস্ট, ২০২২ রাত ১২:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: ভারতীয় উপমহাদেশে বিলিয়নিয়ার হবার পথে অনেক বাধা রয়েছে। একজন ব্যবসায়ী হলে বুঝতে পারতেন।

জীবনে সফল হতে গেলে সব বাধার সমাধান ঐ ব্যক্তিকেই খুঁজে বের করতে হবে। ব্যর্থরা জীবনে নিজেকে ছাড়া বাকি সবকিছু বা সবার দিকে অভিযোগের আঙুল তুলবে। এটাই সফল বা ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয়। ধন্যবাদ।

০১ লা আগস্ট, ২০২২ রাত ১২:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


হলো না। বাধা সবখানেই আছে। কোথাও কম, কোথাও বেশি।

সেজন্যে দেখবেন, সফল মানুষদের সংখ্যা ভারতের চেয়ে আমেরিকায় বেশি।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.