নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

১ আগস্টঃ বিশ্বের এক সময়ের তৃতীয় ধনী রাষ্ট্রপ্রধান আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ আজ জন্মগ্রহণ করেন

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:২১



আমেরিকার ডিফেন্সে চাকরী করা চেরি এ. থার্লবি'র তোলা এই ছবিটি সৌদি আরবে ১০ বছর শাসন করা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের। সেই সময়ে রাজা আব্দুল্লাহ ছিলেন ১৮ বিলিয়ন মার্কিন ডলার সম-পরিমাণ অর্থের মালিক যা তাঁকে বিশ্বের তৃতীয় ধনী রাষ্ট্রপ্রধানের সম্মান এনে দেয়।

ধনী হলেও এই সৌদি রাজা তাঁর দাতব্য কাজ এবং নারী অধিকারের প্রতি সম্মানের কারণে বেশ সুনাম অর্জন করেন। ২০০৫ থেকে ২০১৫ সালের রাজত্ব কালে তিনি ৭০,০০০ সৌদি শিক্ষার্থীকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পৃথিবীর নামকরা সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বৃত্তি দিয়ে বিদেশে পাঠান। আব্দুল্লাহ ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে মহিলাদের ভোট দেওয়ার অধিকার ঘোষণা করেছিলেন। এটা ছিলো সৌদি আরবে নারী অধিকারের প্রতি তাঁর সমর্থন জানিয়ে সুস্পষ্ট এক পদক্ষেপ। শুধু তা-ই নয়, ২০১২ সালে তিনি অলিম্পিকে সৌদি মেয়েদের অংশগ্রহণের অনুমতি প্রদান করেন। ২০১৩ সালে, রাজা আব্দুল্লাহ ডোমেস্টিক ভায়োলেন্স বা নারীদের উপর অত্যাচারকে রাষ্ট্রীয় পর্যায়ের অপরাধ বলে ঘোষনা করেন।

এই রাজা তাঁর রাজত্বকালে প্রথম সৌদি রাষ্ট্রপ্রধান হিসেবে ভ্যাটিকান সিটি ভ্রমণ করেন। তাঁর সময়কালে তিনি সব ধর্মের বিশ্বাসীদের মধ্যে সংলাপের ডাক দেন। এছাড়াও, রাজা আব্দুল্লাহ আরব দেশগুলোর মাঝে একটি 'কমন মার্কেট' প্রতিষ্ঠার আহবান জানান।

আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া এবং শান্তি উদ্যোগে অবদানের জন্য বাদশাহ আবদুল্লাহকে জাতিসংঘ থেকে স্বর্ণপদক দেওয়া হোয়। এছাড়াও, তিনি রোমান ক্যাথলিক অর্ডারের সম্মানিত নাইট উপাধিতে ভূষিত হন। ২০১২ সালে ফোর্বসের 'বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ মানুষ' লিস্টে ৭ম স্থান অধিকার করেন।

আজ বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের জন্মদিন। তাঁর প্রতি শুভেচ্ছা।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


বয়স কত হলো?

০১ লা আগস্ট, ২০২২ দুপুর ১:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আজ তিনি বেঁচে থাকলে তাঁর বয়স ৯৮ বছর হতো।

ধন্যবাদ।

২| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:১০

শাহ আজিজ বলেছেন: বেদুইন মাতার সন্তান আবদুল্লাহ ।

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

বেশ ভালো কাজ করেছেন তিনি।

মায়ের সম্মান রেখেছেন।

ধন্যবাদ নিরন্তর।

৩| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
খোস আমদেদ
-عيدُ ميلادٍ سعيد .

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কোরাআনের আরবি বুঝতেই কষ্ট হোয়, সেখানে আধুনিক আরবি! বাপস!

ধন্যবাদ।

৪| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৭

সোনাগাজী বলেছেন:



দেশের তেল বিক্রয় করে ১৮ বিলিয়ন ডলার কেন নিজের পকেটে নিলো? সে ছিলো বেদুইন ডাকাত

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


তিনি একজন সমাজ সংস্কারক। জাতিসংঘ পর্যন্ত স্বীকৃতি দিয়েছে!

শুভেচ্ছা।

৫| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শুভেচ্ছা।




তবে এতো অর্থ তারা কি করবেন!

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


তিনি অনেক অর্থ চ্যারিটি কাজে বিলিয়ে দিয়েছেন।

ধন্যবাদ নিরন্তর।

৬| ০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন:
কোরাআনের আরবি বুঝতেই কষ্ট হোয়, সেখানে আধুনিক আরবি! বাপস!

আরে ধুর, এইটা নেট থেকে কপি করে দিয়েছি। আমি আরবি পরড়তেই পারি না। ভুলে গেছি।
ঐখানে আরবিতে শুভ জন্মদিন লেখা আছে।

০১ লা আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সেজন্যেই বললাম যে আধুনিক আরবি!!!

শুভেচ্ছা।

৭| ০১ লা আগস্ট, ২০২২ রাত ৮:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: শুভ জন্মদিন।

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার শুভেচ্ছা পৌঁছে যাক যথাস্থানে।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ০১ লা আগস্ট, ২০২২ রাত ১০:১১

কামাল৮০ বলেছেন: আরবে গনতন্ত্র দরকার।

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


একেক দেশে গনতন্ত্রের রূপ একেক রকম।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.