নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার মনে বিষ আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সবচেয়ে দামী ঔষধ বিষ দিয়েই তৈরী হয়!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

\'মন বলেছে\' - যে গানটি অনেক দিন পরে আমায় কাঁদিয়েছে!....Love You, Hridoy Khan!!! (Lyrics)

০৯ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৫১

মন বলেছে যে কথা,
আড়ালে রাখি সব-ই,
ভালবেসেছি, সেই কবে!
তুমি কি নির্বাক জলছবি।

আমি দেখেছি চোখ-
নিশ্চুপ অপলক,
কত যে ভালোবাসো-
বোঝেনি মন একই স্বপ্নলোক!

ফেলে পুরনো শহর,
চলো পাড়ি দিবো দূর,
পথ ঐ মেঘ-রোদ্দুর অচেনা নীল সমুদ্দুর!

বলো-
জেগে থাকা তারা,
কবে যে হবে দেখা,
হাতে হাত রেখে শুন্য পথে-
শ্রাবণধারা!

জানো তুমি কি যে মায়া,
কেন যায়নি এ বোঝা-
হৃদয়ে যে লুকানো-
যায়নি ছোঁয়া!

আমি দেখেছি চোখ-
নিশ্চুপ অপলক,
কত যে ভালোবাসো
বোঝেনি মন একই স্বপ্নলোক!

ফেলে পুরনো শহর,
চলো পাড়ি দিবো দূর,
পথ ঐ মেঘ-রোদ্দুর অজানা নীল সমুদ্দুর!

আমি দেখেছি চোখ-
নিশ্চুপ অপলক,
কত যে ভালোবাসো
বোঝেনি মন একই স্বপ্নলোক!

ফেলে পুরনো শহর,
চলো পাড়ি দিবো দূর,
পথ ঐ মেঘ-রোদ্দুর, অজানা নীল সমুদ্দুর!




========
গানটির লিরিক্স ইন্টারনেটে খুঁজে না পেয়ে ভাবলাম পোস্টে লিখে দেই।
===========================================






মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ১১:০৮

মোহাম্মদ গোফরান বলেছেন: গানটি আসলেই চমৎকার। কেউ লিরিক্স টি গুগলে খুজলেই সামু চলে আসবে।দারুণ কাজ।

১০ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অসাধারণ একটি গান।

অনেক দিন মানুষ এই গান মনে রাখবে।

ধন্যবাদ নিরন্তর।

২| ১০ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: আপনার নিজের কষ্ঠে দুটা গান শুনেছি। ভালো লেগেছে।
প্রতিসপ্তাহে একটা করে আপনার কন্ঠে গান শুনতে চাই।

১০ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ, রাজীব ভাই।

আমি চেষ্টা করছি।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১০ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:১৭

শূন্য সারমর্ম বলেছেন:

প্রথম শুনেছি, ভালোই; তবে মগজে টিউন সেট হতে বারবার শুনতে হবে।

১০ ই অক্টোবর, ২০২২ রাত ৮:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শোনার জন্যে অনেক ধন্যবাদ।

আমি শুনেই যাচ্ছি।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.