| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
একটি সত্য ঘটনা বলি। ছোট্ট এন্থনি স্মিথ মারভেল কমিক্সের 'এভেঞ্জার' সিরিজ খুব পছন্দ করে। এন্থনি'র কানে সমস্যা বলে তাঁকে একদিন ডাক্তার হিয়ারিং এইড যন্ত্র পড়াতে বললেন। আরও বললেন- যদি তাকে সেটা না পড়ানো হয়, সে একদিন পুরোপুরি বধির হয়ে যাবে। এন্থনি'র বাবা তাই এক জোড়া হিয়ারিং এইড কিনে আনলেন। কিন্তু, বাবা'র কিনে দেওয়া যন্ত্রটি কোন মতেই এন্থনি পড়লো না। সে মা-কে বললো- দেখো, এভেঞ্জার সুপারহিরোদের কেউই হিয়ারিং এইড পড়ে না। তাহলে আমি কেন পড়বো!!!
.
এন্থনি'র মা দেখলেন, এ যে মহা মুশকিল! অগত্যা তিনি মারভেল কমিক্সের কাছে চিঠি লিখলেন এর একটা বিহিত করে দেওয়ার জন্যে। মারভেল কমিক্সের এভেঞ্জার সিরিজের আইডিয়া টিম এই চিঠি হাতে পেয়ে সেদিনই টেবিলে বসে গেলো। কয়েক দিন চেষ্টার পরে, তাঁদের অঙ্কনে বেরিয়ে এলো 'ব্লু ইয়ার' নামের নতুন এভেঞ্জার হিরো যে হিয়ারিং এইড কানে লাগিয়ে বিপদে পড়া হাজারো মানুষকে সাহায্য করে।
.
পৃথিবীতে কানে কম শোনা শিশুদের সংখ্যা কম নয়। মারভেল কমিক্সের কারণে আজ তারা নতুন হিরো পেলো। আয়রন ম্যান, এভেঞ্জারদের একজন যখন 'ব্লু ইয়ার'-কে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, তখন চারদিকে সাড়া পড়ে যায়। মারভেলের কমিক্সের বিক্রির সংখ্যাও অনেক বেড়ে যায়!
.
গল্প থেকে শিক্ষণীয়ঃ
'অভাব' আর 'চাহিদা' দুটি ভিন্ন জিনিস। সৎ ব্যবসায়ীরা মানুষের 'চাহিদা' পূরণ করেন। আর, লুটেরারা 'অভাব সৃষ্টি' করে ফায়দা লোটে।
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কি ওয়াটার গেট ক্যালেংকারী'র কথা শুনেছেন?
সব জায়গাতেই অসাধু ব্যবসায়ী আছে।
ধন্যবাদ নিরন্তর।
২|
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩০
সোনাগাজী বলেছেন:
ইউরোপ আমেরিকার ব্যবস্হাগুলো বাজার ও ক্রেতাদের ধরে রাখার জন্য মানবিক হয়।
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পশ্চিমা সমাজ ব্যবস্থা তাই এতো এগিয়ে। তাঁদের মন-মানসিকতা অনেক উন্নত। সাধারণ মানুষেরা সেখানে বেঁচে থাকার সুযোগ পান।
ধন্যবাদ নিরন্তর।
৩|
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি কি ওয়াটার গেট ক্যালেংকারী'র কথা শুনেছেন?
হ্যা মার্কিন নির্বাচনের এক কলঙ্কজনক ক্যালেংকারী। ১৯৬৯-১৯৭২ যখন রিচার্ড নিক্সন। ২য় বার নির্বাচনে দারালে ওয়াটার গেট কমপ্লেক্সে গোপনে কিছু ডিবাইস রেখে দিয়েছিলো রিচার্ড নিক্সন কোউশলে চুরি করার জন্য। ২য় মেয়াদে প্রেসিডেন্টও হয়েছিলেন। পরে দুই সাংবাদিক বব ওডোয়ার্ড ও কার্ল বার্ন্সটাইন রিচার্ডের অপকর্ম ফাঁস করে দিছিল। পরে নিক্সন পদত্যাগ করেছিলেন।
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এরকম প্রত্যেক দেশেই অসৎ মানুষ আছেন।
ঠিক তেমনি ওয়ারেন বাফেট, স্যার রিচার্ড ব্র্যানসনের মতো ভালো ব্যবসায়ীরাও আছেন।
সৎ আর অসতকে একসাথে গুলিয়ে ফেলা চলবে কি?
ধন্যবাদ নিরন্তর।
৪|
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেদিন shorts-এ দেখলাম, (সম্ভবত জাপানে) মেট্রো রেলের কার্ড দিয়ে এক মা চেকপোস্ট পার হওয়ার পেছন পেছনই ব্যারিয়ার উঠানো অবস্থায় তার বাচ্চা চলে আসে কার্ড ট্যাপ না করে। মানে, বিনা পয়সায়। তখন তার মা, তাকে বকা দেয় এবং পুনরায় গিয়ে কার্ড ট্যাপ করতে এবং বাচ্চা তাই করে। এজন্যই তারা উন্নত, আর আমরা সুযোগের অভাবে সৎ...
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
শিক্ষার শুরু পরিবার থেকে এই কথা মনে রাখতে হবে।
ধন্যবাদ।
৫|
১২ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১২
জুল ভার্ন বলেছেন: আসলে সৎ মানুষের সংখ্যা এতোটাই কম যার জন্য দু একজন ভালোকে আলাদা করা যায়না।
১২ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের দেশে ব্যবসায়ীদের সংখ্যা কম। চাকুরীজীবীদের সংখ্যা বেশি।
শুভেচ্ছা।
৬|
১২ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
সোনাগাজী বলেছেন:
ব্লগে আমি অনেক 'অসৎ ব্লগার' দেখেছি; অসৎ ব্লগারদের মাঝে একজন ছিলো 'জটিল ভাই'; আপনি এই মন্তব্যের উত্তর না'দিলেও চলবে। আমি এই উদাহরণ দিচ্ছি এই জন্য যে, আমাদের দেশের শিক্ষিতদের মাঝে অনেকই অসৎ।
১২ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জটিল ভাই দুই দিনের পথিক। উনি কোন ব্লগার ছিলেন না।
ব্লগে ভেজাল করতে এসেছিলেন। চলে যেতেও হয়েছে।
ধন্যবাদ নিরন্তর।
৭|
১২ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
সোনাগাজী বলেছেন:
শিক্ষিতদের মাঝে অসতের সংখ্যা বেড়ে গেলে, জাতির সবকিছু এলোমেলো হয়ে যায়; ব্যবসায়ী ও রাজনীতিবিদদের মাঝে অসত লোক বেড়ে গেলে, দেশের উন্নয়ন থেমে যায়।
১২ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের কেউ কেউ সৎ আর অসতের মাঝে পার্থক্য বুঝতে পারেন না।
ধন্যবাদ নিরন্তর।
৮|
১২ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪১
কিশোর মাইনু বলেছেন: জানতাম না এই হিরোটির কোথা। ধন্যবাদ জানানোর জন্য। বাই দ্যা ওয়ে, এটা কত সালের কাহিনী বলতে পারবেন?
১২ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
২০১২ সালের দিকে!
ধন্যবাদ।
৯|
১২ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
সোনাগাজী বলেছেন:
আপনি বলেছেন, "জটিল ভাই দুই দিনের পথিক। উনি কোন ব্লগার ছিলেন না। "
-সঠিক কথা; কিন্তু উনার আবর্জনা লেখায় অনেক ব্লগার সায় দিতেন।
১২ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যত দূর মনে পড়ে, উনার কোন পোস্টে আমি মন্তব্য করি নাই। উনার পোস্ট পড়েছি ২/১ বার।
মন্তব্য করলেও ১টার বেশি হবে না।
শুভেচ্ছা নিরন্তর।
১০|
১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫২
শূন্য সারমর্ম বলেছেন:
বাংলাদেশে সৎ ব্যবসায়ী কারা, ও কতভাগ?
১২ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার মতো মানুষগুলোই বাংলাদেশের সৎ ব্যবসায়ী।
তাঁদের সংখ্যা ৬০%-৭০%।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের দেশে চালে পাথর, সবাখানে ফরমালিন না মেশালে ব্যবসায় হয়না। দুধে পানি না মেশালে রাত ঘুম হয়না। অসাধু ব্যবসায়ীরা চারদিকে লোটপাট করসে।