নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ফিচারঃ কলম্বাসের আগে মালি\'র যে রাজা আমেরিকা জয় করেছিলেন

১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১:১৫



নতুন জ্ঞান অর্জন করা ছিলো তাঁর নেশা। সেই জ্ঞান অর্জন করতে গিয়েই তিনি পাড়ি জমালেন মহাসাগরের অসীমে। পৌঁছে গেলেন আমেরিকায়। যে সময়ে তিনি আমেরিকা জয় করেছিলেন, তারও ২০০ বছর পরে কলম্বাস আমেরিকা পৌঁছান। তাঁর নাম হচ্ছে- মালির রাজা মানসা আবু বকর ২।
.
মানসা আবু বকরঃ
.
'মানসা' অর্থ রাজা, সম্রাট বা সুলতান। ১৪০০ সালের দিকে আফ্রিকার মালি সাম্রাজ্যের শাসক ছিলেন মানসা আবু বকর ২। আমি যে সময়ের কথা বলছি, সেই সময়ে আফ্রিকার এই রাজ্যটি উন্নতির চরম শিখরে পৌঁছেছিলো। মালি রাজ্য কতটা ধনী ছিলো তা বুঝা গিয়েছিলো মানসা মুসার বিখ্যাত হজ্জ যাত্রার সময়ে। মানসা মুসা ছিলেন মানসা আবি বকরের ২-এর ঠিক পরের শাসক। আরব ইতিহাসবীদদের বর্ণনা অনুযায়ী, হজ্জের সময়ে মুসা এতো সোনা খরচ করেছিলেন যে 'সোনার দাম ৬ রুপার দিরহাম কমে গিয়েছিলো'।
.
আবি বকরের শাসনামলে সাম্রাজ্যে শান্তি আর শৃঙ্খলা এতোটাই উচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছিলো যে তা এক উদ্ভট উপাখ্যানে পরিণত হয়। সিরিয়ান ঐতিহাসিক, আল-উমারি যখন মানসা মুসা'র সাথে কায়রোতে দেখা করেন, তিনি জানতে পারেন কিভাবে মানসা আবু বকর আটলান্টিক মহাসাগর জয়ের নেশায় নিজের সিংহাসন ছেড়ে চলে গিয়েছিলেন।
.

আবু বকরের কাহিনী যতটুকু জানা যায়ঃ
.
প্রথমে মানসা আবু বকর অনেক জাহাজ ভরে মানুষ পাঠালেন মহাসাগরে। অনেক বছর পরে একদিন, সেই জাহাজগুলোর একটি ফিরে এলো। সেই জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করা হলো যে, সে কি খবর নিয়ে এসেছে।
.
সে সুলতান আবুবকরকে বললো- '' ও সুলতান! আমরা অনেক দূর পর্যন্ত সাগরে ভ্রমন করেছিলাম যতক্ষণ না খোলা সাগরে একটি নদী'র মাঝে আমরা গিয়ে পড়লাম। সেই নদীর প্রচন্ড স্রোতে নিজেদের ভাসিয়ে অন্যান্য সব জাহাজগুলো এগিয়ে গেলো। আমি তাঁদেরকে আর কখনো দেখতে পাইনি। সেই নদীতে না ঢুকে কাল বিলম্ব না করে আমি ফিরে এসেছি।''
.
ক্যাপ্টেনের কথা শুনে আবুবকর যখন সিদ্ধান্ত নিলেন আটলান্টিক পাড়ি জমাবেন, তখন তিনি মালি ও মিশরের জাহাজ প্রস্তুতকারীদের ২০০০ জাহাজ বানানোর নির্দেশ দিলেন। এই দুই হাজার জাহাজের মাঝে তাঁর সবচেয়ে দক্ষ জনবল, ডাক্তার, জাদুকর, নাবিক দিয়ে ১০০০ জাহাজ আর একই পরিমাণ জাহাজে সোনা, পানি আর অন্যান্য দ্রব্য বোঝাই করলেন, এটা তাদের জন্যে কয়েক বছর বেঁচে টিকে থাকার জন্যে যথেষ্ট ছিলো।
.
এরপরে, ১৩১১ সালে মানসা মুসার কাছে রাজ দায়িত্ব অর্পন করার পরে, মানসা আবু বকর আর তাঁর লোকেরা আটলান্টিক পাড়ি দিলেন। আটলান্টিক মহাসাগরে জাহাজগুলো ভাসিয়ে চীর দিনের জন্যে অদৃশ্য হয়ে গেলেন।
.
.

আমার বক্তব্যঃ আসলেই কি মানসা আবু বকর ২ আমেরিকায় পৌঁছেছিলেন?
.
ইতিহাস থেকে জানা যায়, কলম্বাস যখন আমেরিকা জয় করেছিলেন তখন তিনি কিছু কালো ব্যবসায়ীকে আমেরিকার স্থানীয় বাসিন্দাদের সাথে বাণিজ্য করতে দেখেছিলেন। কলম্বাসের এই জবানী থেকেই ইতিহাসবীদরা খুঁজতে থাকেন এই কালো বনিক কারা হতে পারে! সেটা খুঁজতে গিয়েই, মানসা আবু বকরের কাহিনী তাঁদের দৃষ্টি গোচরে আসে। যদিও, ইতিহাসবিদরা জানতে পেরেছেন, আবু বকরের পৌছার আগে থেকে ভাইকিং আর চীনারা আমেরিকায় পাড়ি জমাতে পেরেছিলো।
.
.
.

রেফারেন্সঃ
.
১) Joan Baxter, Africa's 'greatest explorer', BBC News.
২) The First African Voyage To The Americas, a story, African American Registry
৩) Mansa Abu Bakr II: 9th Ruler of Mali, https://www.youtube.com/watch?v=2b0uN_RS5uw
৪) Ḏḥwty, The Legend of How Mansa Abu Bakr II of Mali Gave up the Throne to Explore the Atlantic Ocean, Ancient-origins
৫) Indonesia Window, African Muslim explorers reach America nearly 200 years before Columbus
৬) Bipin Dimri, Abu Bakr II: Did the King of Ancient Mali go to America?, Historic Mysteries
৭) The African History dot com

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: কালো চামড়ার হোক আর সাদা চামড়ার হোক, যারাই আমেরিকা আবিস্কার করেছিলেন, আজকে তাদের ধরে প্যাদাতে ইচ্ছা করে! ওখানকার অধীবাসিদের সরিয়ে অবৈধ্যরা এখন সারা দুনিয়ায় যন্ত্রণা ছড়িয়ে বেড়াচ্ছে।

রেডিও উদ্ভাবন সহ বিভিন্ন বিষয়ে এমনটাই শোনা যায় যে আসলে যিনি প্রথম, তাকে প্রথমের খেতাবটা দেওয়া হয়নি :(

১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

হতে পারে। আমি বিষয়টা শুনুনি।

অনেক দেশেই এমনটা হয়।

আমাদের দেশে দীর্ঘ দিন জাতির জনককে উপেক্ষা করে ইতিহাস রচনা করা হয়েছে।

ধন্যবাদ।

২| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১:৪৭

সোনাগাজী বলেছেন:


জাহাজের সংখ্যাটা বেশী হয়ে যাচ্ছে; সমুদ্রগামী (মহা সমুদ্র ) জাহাজের আকার বিবেচনা করলে, ২০০০ জাহাজ তৈরি করা অনেকটা সম্ভবের বাহিরে চলে যাচ্ছে।

১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভালো পয়েন্ট। ব্যাপারটা ইতিহাসবিদরা নিশ্চয় চিন্তা করবেন।

তবে, সেই সময়ে মালির রাজ্যে অঢেল টাকা-পয়সা ছিলো। নিশ্চয় সময় লেগেছে এতোগুলো ভেসেল বানাতে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:০৫

বাংলার এয়ানা বলেছেন:

সুন্দর লিখা আরো বিস্তারিত জানার ইচ্ছা আছে। ধন্যবাদ।

১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ।

আগ্রহ জাগাতে পেরে ভালো লাগছে।

লাইক না দিয়ে যাবেন না কিন্তু!!! :)

শুভেচ্ছা।

৪| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:২২

বাংলার এয়ানা বলেছেন:


-লাইক না দিয়ে যাবেন না কিন্তু!!! :)
-তদ্বিপরীত

১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আয়, হায়!!! লাইক না দিলে হবে কি করে!!! এতো কষ্ট করে লেখা!!!

শুভেচ্ছা।

৫| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই
ভাল থাকবেন-----------

১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩০

জাহিদ হাসান বলেছেন: নেটিভ আমেরিকানদের বাইরে
উত্তর আমেরিকার ক্যানাডায় সবার আগে গিয়েছিল নরম্যান ভাইকিংসরা
আর দক্ষিণ আমেরিকায় গিয়েছিল ব্রিটেনের কেল্টিক প্যাগানদের একটি উপজাতি চাচাপোইয়ানরা।

তথ্যগুলো বিশ্বাস না হলে গভীর অনুসন্ধান, রিসার্চ করে দেখতে পারেন।

১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


উত্তর আমেরিকায় ভাইকিংরা গিয়েছিলেন বলে অনেক ইতিহাসবিদ মনে করেন।

ঠিক আছে, আমি এই নিয়ে সময় করে পড়বো।

আশা কয়রই, এ নিয়ে বিস্তারিত লিখবেন, ফিচার আকারে।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৪

জাহিদ হাসান বলেছেন: চাচাপোয়া জাতি সম্পর্কে, পেরুতে এদের বাস ছিল

চাচাপোয়া বা ক্লাউড ম্যানরা যে কেল্টিক জাতির ইউরোপীয় মানুষ ছিল তাতে আমার কোন সন্দেহ নেই।

১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পড়েছি, অনেক কিছু জানতে পারলাম।

ধন্যবাদ।

৮| ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৯

জাহিদ হাসান বলেছেন: ভাইকিংসরা যখন উত্তর আমেরিকা পৌঁছায় তখন ১০০০ খ্রিস্টাব্দ।
চাপাপোয়ারা পেরুতে বসতি গড়ে ২০০ খ্রিস্টাব্দে বা তারও অনেক আগে।

৯| ১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:০৭

রবিন.হুড বলেছেন: এই মানসা মুসাই কি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী?

১০| ১৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই ইতিহাস জানা ছিলো না। ধন্যবাদ আপনাকে জানানরো জন্য।

১১| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: ভালো একটা বিষয় নিয়ে লিখেছেন। বুঝা যাচ্ছে অনেক পরিশ্রম করেছেন।

একটু বুঝেসুজে পোস্ট দিন, মন্তব্য করুণ। দুষ্টলোকদের সুযোগ দিবেন না। আপনি সহজ সরল মানুষ। আপনার চিন্তা ভাবনা ঠিক আছে। আপনার সরলতার সুযোগ নিয়ে জিকোব্লগ, আরইউ সহ কয়েকজন বদমাশি করছে। তাদের আর উজাইতে দিবেন না। প্লীজ।

১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



রাজীব ভাই,

আমাকে সতর্ক করে দেওয়ার জন্যে ধন্যবাদ।

আমি ভবিতব্যে বিশ্বাসী।

আমার মা প্রায়ই একটা কথা বলেন- যে যা করো রে বান্দা আপনার লাগি।

চিন্তা করবেন, প্লিজ। তারা বাজে লোক হয়ে থাকলে, এর ফল হাতেনাতে পাবে। শুধু একটু সময় দিন। :)

শুভেচ্ছা নিরন্তর।

১২| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মানুষ আমেরিকায় যাবার জন্য এতো পাগল ক্যান , বুঝে আসে না :)

১৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাংলাদেশের চেয়ে আমেরিকায় সুযোগ সুবিধা অনেক বেশি।

আমার এক মামা দেশে থাকতে খুব একটা বেশি কিছু করতে পারেননি। সেই তিনি আমেরিকায় বাড়ি কিনেছেন।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.