নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সরকার বেকার ভাতা চালু করবে কি?

১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৫



২০১৭ সালে হওয়া বাংলাদেশে সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী, আমাদের দেশে কর্মহীন বা বেকার মানুষের সংখ্যা ২৭ লক্ষ। এই মানুষদের জন্যে আমাদের সরকাররা কি করছেন? এই নিয়ে সামহ্যোয়ার ইন ব্লগের সেরা ব্লগার সোনাগাজীর পোস্টে আমি নিচের মন্তব্য করি-

আমি বেশ কয়েক বছর বেকার ছিলাম। এই সময়ে কেউ আমার কোন খোঁজ নেয়নি। তবে, কেউ জীবনের পুরোটা সময় বেকার থাকে না। একজন শিক্ষিত মানুষ জীবনের কোন না কোন সময় চাকরী পাবেই। যেমন- আমি পেয়েছি। আমি বর্তমানে মাসে ৭ লক্ষ টাকা আয় করি। ২০-জনকে এমপ্লয় করেছি।
.
এখন সরকার যদি বেকার থাকার সময়ে তাকে মাসিক একটা ভাতা দেয় এবং চাকরী পাওয়ার পরে সুদে-আসলে সেই টাকা মাসিক ইনস্টলমেন্টে ফেরত নেয়, দেশও বাঁচলো, সাথে মানুষও।
.
সরকার এতো কিছুতে বিনিয়োগ করে, বেকারদের জন্যে করে না কেন!!! অথচ, সরকারের জন্যে এটা কতই না লাভজনক একটা ব্যবসা হতে পারতো!!!
.
বাংলাদেশের সরকার কি বেকার ভাতা চালু করতে পারবে?

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:১০

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার প্লান শুনেন।

বেকার ভাতা দেওয়া হবে ১৮ বছরের উপরের সবাইকে। তবে একবার কেউ বেকার হিসাবে নাম লেখালে সে আর কোন দিন সরকারী কোন চাকরীতে আবেদন করতে পারবে না। আর বেকারের তালিকায় নাম না লেখালে বছরে বছরে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে।

দেখবেন বহু বেকার আর বেকার থাকবে না। সোজা পথে চলে আসবে।

আমার ধারণা উচ্চ শিক্ষিত বেকারের প্রায় ৯০%ই বিসিএস এর অপেক্ষায় বেকার। বাকিরা আলসেমীতে বেকার। কর্মঠ মানুষ আবার বেকার হয় নাকি?

১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বৈষম্য করা যাবে না।

কে আসল বেকার তা বের করতে হবে আগে।

ধন্যবাদ।

২| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:২০

ঋণাত্মক শূণ্য বলেছেন: জ্বী বৈষম্য করা যাবে না। এজন্যই এই সিষ্টেম চালু করতে হবে। আমি নিজে প্রচুর বেকার দেখেছি, যারা আসলে ইনকাম করতে চায় না। একটা দুইটা সার্টিফিকেট আছে, তারা চায় এসি রুমে বসে পা নাচাবে আর বেতন আসবে। ৩০-৪০ হাজার টাকা বেতনেও তারা কাজে আগ্রহী না।

আর হাজারে হাজারে নয়, লাখে লাখে পন্ডিত আছে যারা শুধুমাত্র বিসিএস এর দিকে তাকিয়ে আর কোন কিছু করে না।

১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সেজন্যেই বললাম, কে আসল বেকার তা বের করে তাদেরকে ভাতা দিতে হবে।

ধন্যবাদ।

৩| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৬

মাহতাব বাঙ্গালী বলেছেন: বিচার বিশ্লেষণের বিষয়

১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সত্যিই তাই।

ধন্যবাদ।

৪| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কথাতো সত্য! এটাই করা উচিত।
- ১ নং মন্তব্যে ঋণাত্মক শূণ্য ভাইয়ের আইডিয়াটাও চমৎকার। মন্তব্যে +

১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

সহমতের জন্যে ধন্যবাদ।

ঋণাত্মক শূণ্য ভালো বলেছেন।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩০

জাহিদ হাসান বলেছেন: এই আশায় বসে থেকে লাভ নাই। যে যা পারেন করতে থাকেন। অনার্স শেষ করে ভালো চাকরি না পেয়ে আমি বাপের ব্যবসা সামলাইতেছি।

১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কিছু একটা করেছেন, এটাই অনেক কিছু।

অনেকে বেকার অবস্থায় থাকে।

শুভেচ্ছা।

৬| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



@ঋণাত্মক শূণ্য,

দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কত? নতুন গ্রেজুয়েটদের শতকরা কত জন ২/১ বছরের মাঝে চাকুরী পায়? স্বদেশ ফেলে মানুষ কেন আরব ও মালয়েশিয়া যায়? আবর ও মালয়েশিয়ায় বাংলাদেশী গ্রেজুয়েটরা অড-জব করে কিনা?

১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পাস করে বসে থাকাটা খুব অসহ্য লাগে।

বিদেশে ওড জব করেও অনেকে পরিবার সামলাতে পারে। দেশে পারে না কেন!!!

ধন্যবাদ নিরন্তর।

৭| ১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: সোনাগাজী বলেছেন: @ঋণাত্মক শূণ্য,
দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কত? নতুন গ্রেজুয়েটদের শতকরা কত জন ২/১ বছরের মাঝে চাকুরী পায়? স্বদেশ ফেলে মানুষ কেন আরব ও মালয়েশিয়া যায়? আবর ও মালয়েশিয়ায় বাংলাদেশী গ্রেজুয়েটরা অড-জব করে কিনা?

একটা পরিসংখ্যান দেখেছিলাম উচ্চ শিক্ষিতের ৪৭%ই নাকি বেকার থাকে। প্রতি বছর কতলাখ নতুন বেকার যোগ হচ্ছে সেটাও সেখানে উল্যেখ ছিলো, সঠিক সংখ্যাটি মনে নেই।

৯৯.৯%ই বিদেশে যায় আরও একটু ভালো ইনকামের আশায়। উচ্চ শিক্ষিতরা প্রয়োজনে বিদেশে অড-জব করে; এটা সবারই জানা কথা।

------------

বেকারত্ব কি আসলে শুধু চাকরী দিয়ে মেটানো সম্ভব? নাকি অন্য কোন উপায়ও আছে? কি মনে হয়?

১৬ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বেকার আছে, সেটাই মিথ্যা না।

ধন্যবাদ।

৮| ১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:



@ঋণাত্মক শূণ্য ,

আপনি বলেছেন, "একটা পরিসংখ্যান দেখেছিলাম উচ্চ শিক্ষিতের ৪৭%ই নাকি বেকার থাকে। প্রতি বছর কতলাখ নতুন বেকার যোগ হচ্ছে সেটাও সেখানে উল্যেখ ছিলো, সঠিক সংখ্যাটি মনে নেই। "

-আপনি কথায় কথায় বলেন, সবাই "বিসিএস"এর জন্য বসে থাকে; ৪৭% কি বিসিএস'এর জন্য বসে থাকে? কথা বলতে একটু ভেবেচিন্তে কথা বলবেন।

শিক্ষিত বাংগালীরা বিদেশে 'অড-জব' আনন্দে করেনা।

১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



দেশে সর্বস্তরে পে-স্কেল ঠিক করে দিলে, মিনিমাম ওয়েজ দিয়েই পেট চালানো যাবে।

এটা খুব তাড়াতাড়ি হওয়া উচিৎ।


ধন্যবাদ নিরন্তর।

৯| ১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১

নাহল তরকারি বলেছেন: সুন্দর লেখা।

১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ।

শুভেচ্ছা।

১০| ১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এমনটা হলে ভালো, কিন্তু ভালো কাজ করবে কে?

১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


দেশের সরকার করবে।

কোন প্রতিষ্ঠানও করতে পারে, ইচ্ছে করলে।

শুভেচ্ছা।

১১| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ফাঁকিবাজ জাতির জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হলে অফিসগুলিতে কাজ করার লোক পাওয়া যাবে না। এটার চরম অপব্যবহার হবে।

১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সব দেশেই ফাকিবাজ আছে।

আমি তাদের কথা বলছি না। আসল বেকারদের কথা বলছি।

শুভেচ্ছা নিরন্তর।

১২| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১১

রেজাউল৮৮ বলেছেন: পোস্টে লাইক এবং পোস্ট প্রিয়তে। ব্লগের গর্ভ চাঁদ গাজী স্যারের মন্তব্যে লাইক।
পোষ্টের মত মন্তব্যও প্রিয়তে নেওয়ার দাবি জানিয়ে গেলাম।

১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনার মন্তব্য ভালো লাগলো না।

১৩| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১৩

রেজাউল৮৮ বলেছেন: গর্ব লিখতে যেয়েভুল করে গর্ভ লিখে ফেলেছি। এর মাধ্যমে শ্রদ্ধেয় চাঁদগাজি স্যারকে বোদায় আঘাত করে ফেলেছি। ব- ভ নিজ গুণে ঠিক করে নেবেন এই প্রার্থনা করি।

১৬ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

এখন বুঝতে পারছি, সামুতে পর্ণ এটাক কারা করে।

১৪| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১৪

রেজাউল৮৮ বলেছেন: ওহ হো , বল্তে ভুলে গেছি-
আমার এখন দুই বছর মেয়াদে আনুমানিক ১২ হাজার ডলারের মত ধার দরকার।

১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনাকে দিতে পারবো না, স্যরি।

১৫| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:২০

নেওয়াজ আলি বলেছেন: বয়স্ক ভাতা প্রদানে নানা অনিয়ম ও দুর্নীতি হয়। মৃত লোকের ভাতাও খেয়ে ফেলে।

১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



তারপরো উন্নত দেশে এই ভাতা দেওয়া হয়।
শুভেচ্ছা নিরন্তর।

১৬| ১৬ ই নভেম্বর, ২০২২ রাত ২:১৩

সোনাগাজী বলেছেন:


সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ফাঁকিবাজ জাতির জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হলে অফিসগুলিতে কাজ করার লোক পাওয়া যাবে না। এটার চরম অপব্যবহার হবে।


-আপনি বিসিএস দিলে জাতি উপকৃত হতে পারতো। অবশ্য আপনার মতো লোকজনই ওখানে আছে, একটু বেশী বিজ্ঞ

১৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



যুক্তরাজ্যে বেনিফিট খাওয়া মানুষ অনেক।

তারপরও তাদের সরকার তারা এটা দিয়ে যায়।

সেজন্যেই তারা উন্নত দেশ।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.