![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
সফলতা একদিনে আসে না। এর জন্যে লেগে থাকতে হয়। বাজারে এখন ২ মিনিটে ম্যাগি নুডুলস বানানোর মতো সফলতা লাভের ফর্মুলার ছড়াছড়ি। আমার মেয়ে মারিয়া এবং সোহানাকে বলছি - এইসব ভুল ধারণা নিয়ে জীবনকে চালাবে না, প্লিজ।
.
একটু লক্ষ্য করলে দেখা যায়, জীবনে যারা সাফল্য লাভ করেছেন, তাঁরা অনেক ত্যাগ স্বীকার করেই উচ্চ স্থানে পৌছেছেন। তাঁদের জীবন থেকে তোমাদের শিক্ষা নিতে হবে। এর জন্যে, তোমাদের প্রচুর বই পড়তে হবে, দেশ-বিদেশে গিয়ে থাকতে হবে, ভালো বন্ধুদের সাথে সম্পর্ক করতে হবে।
.
প্রিয় কন্যাদ্বয়,
তোমাদের দাদা উচ্চ পদস্থ সৎ সরকারী কর্মকর্তা ছিলেন। তিনি শত প্রলোভনেও নিজের সরকারী ক্ষমতার অপব্যবহার করেন নাই। তিনি তাঁর সন্তানদের সব সময় সৎ থাকার নির্দেশ দিয়েছেন।
তোমার দাদাকে অফিস থেকে নিশান পেট্রোল জীপ দেওয়া হয়েছিলো। তিনি সেই গাড়ি নিজের পরিবারের জন্যে ব্যবহার করেননি।
আমার মামার মুখে শোনা একটি ঘটনা দিয়ে শেষ করছি-
আমার এক মামা বিদেশ থেকে এসেছেন। তিনি দেখলেন- আমরা যখন খাবার খাই, আমাদের খাওয়ার প্লেটে মুরগীর এক টুকরোর বেশি দেওয়া হয় না। আমার মামা তাঁর বোনের এই কষ্ট দেখে আমার বাবাকে বললেন- "সাইকুল ভাই, আপনার পরিবার এতো কষ্ট করছে!"
আমার আব্বা উত্তরে বলেছিলেন- "আমার এই ছোট মুরগীর মাংসের টূকরো আমার সন্তানদের যে শক্তি দিবে, একজন দূর্নীতিবাজ মানুষের সন্তান থেকে সেই শক্তি অনেক বেশি হবে।"
.
মারিয়া ও সোহানা,
তোমরা তোমাদের দাদার কথা সব সময় মনে রাখবে।
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দেশে। ধন্যবাদ নিরন্তর।
২| ১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নীতির চর্চা শুরু হওয়া উচিত ঘর থেকেই। সরকারী অফিসে গিয়ে দেখতে পাই তরুণ কর্মকর্তারা কত সহজে ঘুষ খাচ্ছে, কীভাবে তারা সন্তানদের সাথে চোখে চোখ রেখে নীতির শিক্ষা দিবে?
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঘুষখোররা চির দিন ভালো অবস্থায় থাকে না।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
মারিয়া ও সোহানার জন্য এরকম অনেক লেখা লিখে রাখুন। লিখে রাখা দরকার। এই লেখা গুলো একদিন তাদের সাহস দেবে, শক্তি দেবে। প্রেরনা দেবে।
১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
আমার মেয়েদের জন্যে দোয়া করবেন।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৪
বিটপি বলেছেন: মারিয়া ও সোহানার দাদা একটা ভালো সময় পার করে গেছেন। তারাও যদি ঐ পথে হাঁটতে যায়, লাঞ্ছনার শিকার হবার সম্ভাবনা আছে। উল্টো স্রোতে সাঁতরালে লক্ষ্যে পৌছানো খুব কষ্টকর হবে।
৫| ১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: শিশুরা হলো এঞ্জেল।
ওদের যেন কোনো বেগ পেতে না হয় সেটা খেয়াল রাখতে হবে আমাদের।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৪
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি দেশে নাকি বাহিরে?