নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

এক কাপ চায়ের সাথে \'ইকিগাই\'

১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৭



আজ সন্ধ্যায়, লিভিংরুমে বসে 'ইকিগাই' বইটি পড়ছিলাম। বইটি পড়তে পড়তে মাঝে মাঝে ভাবনার রাজ্যে ডুব দিচ্ছি। ভাবছি, জীবনের চল্লিশটি বসন্ত পার হয়ে গেলো। তবু কি নিজের জীবনের উদ্দেশ্য জানতে পেরেছি?

জাপানের মানুষেরা বিশ্বাস করে - প্রত্যেকটি মানুষের একটি 'ইকিগাই' আছে যা তাকে প্রতিটি দিন সকালে বিছানা থেকে লাফ দিয়ে জেগে উঠতে সাহায্য করে।....এই বইটির কল্যাণে আপনারা হয়তো সবাই জানেন যে, 'ইকিগাই' অর্থ 'জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য'।.....নিজের জীবনের বেঁচে থাকার উদ্দেশ্য জেনে ফেলা খুব একটা সহজ কাজ নয়।
.
পৃথিবীর ৫টি Blue Zone হচ্ছে জাপানের ওকিনাওয়া, ইতালীর সারডিনিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা, কোস্টারিকার দ্যা নিকোয়া পেনিনসুলা এবং গ্রীসের ইকারিয়া অঞ্চল।....'ইকিগাই' আছে বলেই, এই পাঁচটি ব্লু জোনের অধিবাসীরা পৃথিবীর অন্যান্য দেশের মানুষের চেয়ে অনেক দিন বেশি বেঁচে থাকেন , সেই সাথে তাঁদের কম অসুখ হয়ে থাকে!

ভাবনায় ব্যাঘাত ঘটলো, বিবিজান এসে হাতে এক কাপ চা ধরিয়ে দিলেন। চায়ের কাঁপের দিকে তাকালাম। সুন্দর করে লেবু দিয়ে সাজানো এক কাপ চা! চট জলদি একটি ছবি তুলে ফেলে চায়ে চুমুক দিতে দিতে বইটির অতলে আবারো ডুবে গেলাম।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: 'ইকিগাই' আছে বলেই, এই পাঁচটি ব্লু জোনের অধিবাসীরা পৃথিবীর
অন্যান্য দেশের মানুষের চেয়ে অনেক দিন বেশি বেঁচে থাকেন ,

....................................................................................
বাস্তবতা হলো তাদের জীবন যাপন সহজ,সরল ও সুন্দর ।
জাপানে থাকার সময় দেখেছি ১৯৬০ সালের পর ,তাদের উন্নয়ন
বিষ্য়কর ।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঠিক তা-ই। তাদের খাওয়া-দাওয়ার মধ্যেও ভেজাল নাই।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৩ ই নভেম্বর, ২০২৩ ভোর ৬:০৭

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বইটার দাম কত পরলো? খুবই ভালো বই, যদি ও ভাষা আরেকটু পোয়েটিক হতে পারতো। কিছু টার্ম আমি ফলো করেছি, সত্যি খুব কাজ দেয়।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


১২.৯৯ পাউন্ড। ৫% ডিসকাউন্ট।

এরকম বইয়ের ভাষা এমনই হয়।

শুভেচ্ছা/

৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০১

শাওন আহমাদ বলেছেন: নিজের জীবনের বেঁচে থাকার উদ্দেশ্য জেনে ফেলা খুব একটা সহজ কাজ নয়।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি চেষ্টা করছি জানতে।

ধন্যবাদ।

৪| ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: আপনি সুখী মানুষ। ভালো মানুষ। মানবিক মানুষ।
প্রভু আপনাকে সব সময় ভালো রাখুক। সুস্থ রাখুক।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ নিরন্তর।

আপনি যতটুকু মনে করছেন, আমি ততটুকু সুখী, ভালো ও মানিবিক নই যে!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.