নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

একাকীত্বের ভয়েই মানুষে মানুষে যুদ্ধ হয়

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:৩০


মানুষ কখনোই একা থাকতে চায় না। সে সৃষ্টিকর্তাই হোক কি মানব কিংবা মানবী, অথবা নশ্বর সম্পদ, মানুষের একজন সঙ্গী চাইই চাই। আর, যখন নিজের সঙ্গী বা সঙ্গিনীর উপর অন্য কেউ কর্তৃত্ব করতে চায় বা দখল নিতে চায়, মানুষ তখন গোল বাধিয়ে দেয়। একাকী থাকার ভয়ে নিজের সঙ্গীকে অন্যের বগলবন্দি হতে দেখা মানুষের আদতেই নেই যে! আর, যখনই একাকী থাকার ভয়, তখন ঈর্ষা এসে মনে বাসা বাধে।
.
সেই আদ্যিকাল থেকে এই পৃথিবীর মানুষগুলোর মাঝে এমন স্বভাব লক্ষ্য করা গিয়েছে। আদমের দুই ছেলের সুন্দরী সঙ্গীনী নিয়ে পরস্পরের মাঝে ঝামেলা কি সে কারণেই হয়নি? নিজের ছোট ভাইয়ের প্রতি বাবাকে বেশি অনুরক্ত হতে দেখেই তো বাবাকে হারাবার ভয়ে ইয়াসূফকে কুয়াতে ফেলে দিয়েছিলো বড় ভাইয়েরা।
.
একাকীত্বের কারণে মানুষ কত ভুলই না করে বসে! নিজের স্বামীর কাছ থেকে ক্রমাগত প্রবঞ্চনায় একাকীত্বে দিশেহারা জুলেখা ইউসুফের সৌন্দর্যে মজেছিলো কি? কালের গর্ভে একা হারিয়ে না যাওয়ার ভয়ে অমরত্বের খোঁজে আলেকজান্ডার কি পুরো পৃথিবী তোলপাড় করে বসেনি?
.
বর্তমান কালের মানুষে মানুষে যে যুদ্ধ হয়েছে বা হচ্ছে, সেগুলোর পিছনের কারণ খুঁজলেও একই জিনিসই দেখা যাবে। তা হচ্ছে- একাকীত্বের ভয়। কি হতো যদি ফিলিস্তিনের মানুষেরা অভিমান করে ইসরায়েলীদের হাতে সব কিছু দিয়ে মরুভূমির বুকে ফেরার হয়ে গেলে? এমন তো নয় যে, মরুভূমির বুকে যাযাবর জীবন-যাপন করা আরবের মানুষদের জন্যে নতুন কিছু!



তবুও কেন এই সংঘাত, মিসাইল ছুড়াছুড়ি? খোদা আবাবিল পাঠিয়ে মক্কার ক্বাবা শরীফ বাঁচাতে পারলে, নিরীহ শিশুদেরকে কেন নিজেদের রক্তের বিনিময়ে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে? আচ্ছা, এসব না করলে খোদা কি তাদের কাছ থেকে হারিয়ে যাবেন? নাকি খোদাতায়ালা ইসরায়েলীদের পক্ষে চলে যাবেন আর ফিলিস্তিনীরা একা হয়ে পড়বে? ইসরায়েলীরাও নিশ্চয় ঐ একই রকম চিন্তা করছে!
.
সেই একই কারণ দেখা যায় রাশিয়া - ইউক্রেন কিংবা আফগানিস্তান যুদ্ধে। ক্রিমিয়াকে রাশিয়ার অধীনে ছেড়ে দিতে ইউক্রেনীদের এতো অনীহা কেন? আবার, ক্রিমিয়ানদের কাছে পেতে রাশিয়ানরা এতো উতলা কেন! নিজেদের ভূমি রক্ষার দাবীতে অঙ্গ বসর্জন দিয়ে হলেও সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার সাথে আফগানিস্তানীদের মারামারি করতে হবে কেন?
.
কি হবে একটা ভূমি হাতছাড়া হয়ে গেলে? খোদা অখুশি হবেন? খোদাকে অখুশি করলে কি হবে? তিনি কি আমাদের একা ছেড়ে দিবেন? তিনি সর্বক্ষণের সঙ্গী মানবকে একা ছেড়ে দিলে, সেই একাকী মানবের খোদা তখন কে হবেন? খোদার জায়গায় তখন কে থাকবেন? আর, মানুষ নিজেই একা হয়ে গেলে, খোদা তখন কার সঙ্গী হবেন?

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: একাকীত্ব আমি সহ্য করতে পারি না।
এজন্য আমি বিদেশ যাইনি। পরিবার ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না।

আমরা আধুনিক বিশ্বে বাস করছি।
আমরা জানি কিভাবে ভালো থাকা যায়। অথচ আমরা যুদ্ধ করছি। বিশ্বের কোথাও শান্তি নেই। রাশিয়া ইউক্রেন। ইজরাইল ফিলিস্তিন। এক হিসেবে তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হয়ে গেছে।

দুনিয়াতে মানুষের কর্মকান্ড দেখে প্রচু হাসেন। কারন নাটাই মানুষের হাতে নেই। নাটাই আল্লাহর হাতে। আল্লাহ যা চাইবেন তাই হবে। অথচ মানুষ কত অহংকার করছে।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যারা মাইর-পিট করে, তারা অদৃশ্যকে বিশ্বাস করে না।

শুভেচ্ছা নিরন্তর।

২| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫০

বিজন রয় বলেছেন: আমার তো মনে হয় একাকিত্বের জন্যই মনে মনে যুদ্ধ হয়।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বিজন রয় ভাই - ওটা এন্ডীং।

আগে একাকীত্বের ভয় আসে, তারপরে পুরোটুকু।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৪ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



লেখক বলেছেন: যারা মাইর-পিট করে, তারা অদৃশ্যকে বিশ্বাস করে না। মানুষে মানুষে দ্বন্দ্ব ও সংঘাতের মূল কারণ কি? - নিজের মধ্য যাদের ন্যায় অন্যায় বিচারবোধ না থাকে না।

ধন্যবাদ নিরন্তর।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



নিজের মধ্য যাদের ন্যায় অন্যায় বিচারবোধ না থাকার কারণ কি? কোন কিছু পাওয়ার লোভ বা অন্যের প্রতি ঈর্ষা।

অন্যের প্রতি ঈর্ষা কেন আসে? কোন কিছু হারানোর ভয় থেকে। :)

সবশেষে একাকীত্বই কারণ।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




ব্যর্থ মানুষ, অসুখী মানুষ অন্যের প্রতি হিংসা করে থাকে, মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায় - এইগুলো মাানসিক রোগ, এই রোগ থেকে সুস্থ হওয়ার ব্যবস্থা নেই। out of order। আগামীতে ইসরায়েল নিয়ে একটি মজাদার তথ্য লিখবো। পড়ে আনন্দ পাবেন।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ব্যর্থ মানুষ, অসুখী মানুষদের লক্ষ্য করলে দেখবেন, এরা একাকীত্বে ভুগে।

আপনার লেখার অপেক্ষায় থাকলাম।

ধন্যবাদ নিরন্তর।

৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৭

পুলক ঢালী বলেছেন: আমি কনফিউসড ! মানুষ একাকীত্বর ভয়ে যুদ্ধ করে নাকি নিজের কর্তৃত্ব, নিজের ক্ষমতা নিজের মতামত অন্যের উপর প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করে ?
সেই আদিম যুগের ইতিহাসে দেখা যায়, যার শারিরীক সক্ষমতা বা শক্তি বেশী সেই অন্যদের পরাস্ত করে গোটা গোত্রকে শাসন করছে।
পরবর্তীতে শক্তির যায়গা বুদ্ধি বা কূটনীতি দখল করে নিয়েছে যা এখনও চলমান।

ভাল থাকুন সত্যপথিক শাইয়্যান ভাই।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



নিজের মতামত অন্যের উপর প্রতিষ্ঠা না করতে পারলে, মানুষ কি পায়?

কোন কিছু হারায়, তাই না?

যখনই কোন কিছু হারায়, তখন রাগ ও হিংসা জাগে।

আপনিও ভালো থাকুন নিরন্তর, পুলক ঢালী ভাই।

৬| ১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৫

কামাল১৮ বলেছেন: যুদ্ধকে না বলুন।

১৪ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অবশ্যই 'না' বলতে হবে।

ধন্যবাদ নিরন্তর।

৭| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: কে কি মন্তব্য করেছেন সেটা জানতে আবার এলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.