নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

কাঁটা

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৮



বসে আছি সরে আছি
ক্যাচাল থেকে দূরে।
জীবন সেথা হচ্ছে ঝড়ো
বাজছে বেসুরে।

শেষতক হাতে-পায়ে
বাজাচ্ছি বসে ঢোল,
আর খাচ্ছি, রুটি দিয়ে
ঝাল মাংসের ঝোল।

রুটি গেলা বড় কষ্ট
গলায় লেগেছে কাঁটা,
তাইতো বসে জিহবা দিয়ে
ঝো্লে দিচ্ছি চাটা।

চাটার চোটে নাক দিয়ে
বেরুলো গরম পানি,
সবার কাছে বিষয়টা খুব
লাগলো ভীষণ ফানি।

বললো সবাই হাসি দিয়ে
করছো এসব কি!
মা বকলেন- তুমি হচ্ছো
বুদ্ধির বড় ঢেঁকি।

কাছে এসে মা বললেন
ভাতের ঢেলা গিল,
গলার কাঁটা যাবে চলে
লাগবে বেজায় চিল।

ভাতের ঢেলা খেয়ে যখন
কাঁটা গেলো চলে,
জীবন লাগলো বড় সুখের
চোখ ভরলো জলে।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬

বাকপ্রবাস বলেছেন: মাংস থেকে হাড্ডি আসে
কাটা পেলে কই?
সারা রাত মুড়ি খেয়ে
বলছ এখন খই

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মাংসের আগে মাছ খেয়েছি,
তখন লেগেছে কাঁটা-
গলায় বড্ড কষ্ট ছিলো,
তাই ঝোলে দিয়েছি চাটা। :)

২| ১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।

১৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ নিরন্তর, রাজীব ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
হাহাহা ফানি ছড়া

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ, আপু।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: ছাড়াটি ভাল হয়েছে।

ব্যথার পরে সুখে পেলে অনেক সময় চোখে জল আসে।

প্রামানিক ভাইও ভাল ছড়া লেখেন।

১৫ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


প্রামানিক ভাই তো গুরু! উনি মারাত্মক ছড়া লেখেন।

আমি শুধু কথার পিঠে কথা সাজাই!

ধন্যবাদ নিরন্তর।

৫| ১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মজার মধ্যে দিয়ে বাস্তবতা তুলে ধরেছেন। অসাধারণ।

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি চেষ্টা করেছি। :)

ধন্যবাদ নিরন্তর, আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.