নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

খোদা কোথায়?

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০০

আমি খোদার খোঁজে খ্রিষ্টানদের ক্রসের কাছে গেলাম
......কিন্তু, সেখানে তাঁকে পেলাম না।
.
আমি মক্কায় মুসলমানদের ক্বাবাতে গিয়েছিলাম
...কিন্তু, তিনি সেখানেও ছিলেন না যে!
.
আমি ইহুদীদের বহু পূরনো সিনাগোগে গিয়েছি,
সেই সাথে হিন্দুদের প্রতিমায় ভরা মন্দিরেও,
......কিন্তু, আমি প্রভুর খোঁজ কোথাও পেলাম না!
.
আমি আলেম আর দার্শনিকদের শুধালাম......
কিন্তু, খোদা ছিলেন তাদের বোধের সীমানারও অনেক বাইরে!
.
আমি এরপর নিজের অন্তরের অন্তঃস্থলে উঁকি দিলাম,
আর আমি দেখতে পেলাম......
তিনি সেখানেই বাস করছেন!
.
খোদাকে এছাড়া আর কোথাও পাওয়া যায় না যে!
.
.
মূলঃ শেখ রুমী

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিশ্বাসে মিলায় বস্ত
তর্কে বহু দুর !!!

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এটা তর্কের বিষয় নয়, বুঝার বিষয়।

ধন্যবাদ।

২| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২২

ঊণকৌটী বলেছেন: খোদা যীশু ইশ্বর যাহা বলুন আপনার আশে পাশে আছে,শুধুমাত্র অন্তরের অনুভূতি দিয়ে দেখুন পেয়ে যাবেন

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খোদার অবস্থান অন্তরে।

ধন্যবাদ।

৩| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২২

বিজন রয় বলেছেন: খোদা হাসপাতালে আছে। নাসায় আছে। বিজ্ঞান গবেষণাগারে আছে। প্রতিটি জীবের ভিতরে আছে, যিনি মানব কল্যানে কাজ করে।
মন্দির, মসজিদ, প্যাগোডা, গীর্জায় নেই।

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, খোদার অবস্থান সেবক মানুষের অন্তরে।

ধন্যবাদ নিরন্তর।

৪| ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:

খোদার অবস্থান যার যার অন্তরে থাকাই ভালো।
কিছু মানুষের বিশ্বাস, আস্থা থাকা খারাপ না, সমাজের জন্যও ভালো।

সমস্যা হয় কিছু সংখ্যক খোদা ব্যবসায়ী নিজস্ব ধর্মীয় এজেন্ডা নিজস্ব ধর্ম ব্যবসা বাস্তবায়নের জন্য নিজস্ব খোদাগিরি বল প্রয়োগ করে চাপিয়ে দেয়।

১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খোদা ব্যবসায়ীর খোদা তার ব্যবসায়।

যাদের খোদা অন্তরে থকেন, তাঁরা মানুষকে খোঁচাখুঁচি করেন না। পছন্দও করেন না।

ধন্যবাদ।

৫| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৭

কামাল১৮ বলেছেন: পিকে ছায়াছবিটি দেখুন পেয়ে যাবেন।

১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ওটা পিকেদের জন্যে!!! :)

ধন্যবাদ।

৬| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৩:১০

ডঃ এম এ আলী বলেছেন:




পরম করুনাময় আল্লাহ তাআলা পবিত্র কোরানে বলেন
وَلَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِہٖ نَفۡسُہٗ ۚۖ وَنَحۡنُ اَقۡرَبُ اِلَیۡہِ مِنۡ حَبۡلِ الۡوَرِیۡدِ
প্রকৃতপক্ষে আমিই মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরে যেসব ভাবনা-কল্পনা দেখা দেয়,
সে সম্পর্কে আমি পরিপূর্ণরূপে অবগত এবং আমি তার গলদেশের শিরা অপেক্ষাও তার বেশি নিকটবর্তী।
--[সূরা ক্বাফ ৫০, আয়াত ১৬]
সত্যিইতো খোদা কত কাছে থাকেন

কত সুপ্রকাশিত আলোর নূর সেই খোদা বিশ্ব প্রভুর
দেখবার তরে যাঁরে ম্রিয়মান সারা বিশ্ব দর্পন হেন ।।
ধোদা সৃস্টি নীজ অন্তর পানে চেয়ে হয়ছিনু অতি ব্যকুল হিয়া
রূপের ঝিলিক দিয়েছিল দেখা উহার মাঝেই মম খোদার।।
সোন্দর্যের সেই বসন্তের তরে হৃদয় মোর উচ্ছাসে আকুল
বলিউ না আমায় তাঁর রূপের কথা অন্য কারো তুল ।।
হে খোদা বিকসিত তব মহিমা অপার আকাশে ভুধরে
যে দিকে তাকাই দেখি সেদিকেই দরশনের পথ তাঁহারে।।

শুভেচ্ছা রইল

১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অপূর্ব কথামালায় খোদা বর্ণিত।

হয়তোবা খোদাকে পাওয়ার উপায়ও এতে আছে।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ১৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৩:১৩

ডঃ এম এ আলী বলেছেন:
ধোদা শব্দটি হবে খোদা
এই মারাত্বক বানান প্রমাদের জন্য দুঃখিত

১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কোণ অসুবিধা নেই।

পাঠক বুঝতে পেরেছেন।

ধন্যবাদ নিরন্তর।

৮| ১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:০৮

রানার ব্লগ বলেছেন: সৃষ্টির মাঝেই সৃষ্টিকর্তা বিরাজ করেন।

১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


তা তো বটেই।

ধন্যবাদ।

৯| ১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৮

ধুলো মেঘ বলেছেন: খোদাকে এত দরকার পরেছে কার? কেন?

১৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, আমার। কারণ, টপ সিক্রেট।

ধন্যবাদ।

১০| ১৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৩

নতুন বলেছেন: মানুষ অনেক কিছু জানেনা, এই অনিশ্চয়তার জন্য একটা ভরশা খোজে।

সৃস্টিকর্তার সৃস্টিও হয়েছে ঐ ভরসা থেকে।

দুনিয়াতে অলৌকিক কিছু ঘটেনা, কারন অলৌৈকিক কোন ক্ষমতা বিরাজ করেনা।

ফিলিস্তিনে ১ দিনের শিশু মারা যাচ্ছে, সৃস্টিকর্তা মৃত্যুর ফেরেস্তাকে বলছেন তার জান কবজ করে নিয়ে আসতে,... কোন অলৌকিক সাহাজ্য তাদের জন্য আসেনা....

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



খোদা অসহায় নন।

ধন্যবাদ নিরন্তর।

১১| ১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি চেষ্টা করেছি।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.