নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
একজন স্বনামধন্য ব্লগার মজা করে সেলিম ভাইয়ের হাত ভেঙ্গে দিবেন বলেছেন। দুঃখ পেয়ে সেলিম ভাই একটা কবিতা লিখেছিলেন। আমি সেই কবিতাকে গানে রূপান্তর করেছি, লিরিক্সে কিছু অদল-বদল করে। আশা করি, এই পপ গানটি ভালো লাগবে। গানের লিংক- ভাঙ্গা হাত
২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সাউন্ড ক্লাউডে লিখেছি - This song is written by Blogger Selim Anwar.
ধন্যবাদ নিরন্তর।
২| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: মরলাম আমি বাসর রাতের আশায়
ত্যাজ্য হইলাম বসত ভিটা হারায়-
আকাশ কান্দে না- মাটির সাথে নদী
এতো নিঠুরতা কোথায় গিয়ে বলি;
আল্লাহর ভয়ভীতি ধর্ম কর্ম কি চিনি
ক্ষমায় হলো মহৎ ধর্ম, জান্নাত কথায় খুঁজি!
বংশ পরিচয় নষ্ট আমার, আল্লাহ কে না জানি
কুরআনে নাই ত্যাজ্য আমার- কিসের
লোভে ভাসালে আমায়- দেখবে কি আর
ভাসা নায়, এমন কষ্ট রাখার জায়গা নাই
সুর করা যাবে কি
২৫ শে জুন, ২০২৪ বিকাল ৫:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
লিটন ভাই, কঠিন লিরিক্স।
আল্লাহ্ ও কুরআন সম্পর্কিত বিষয়ে মিউজিক আনার কি উচিৎ হবে?
ধন্যবাদ।
৩| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৫১
শায়মা বলেছেন: গুড গুড!!!
আমিও বানাবো ভাইয়ু!!!
ওয়েট এন্ড সি!!!!!!!!!!
আর আমি মজা করে না সত্যিই ভেঙ্গে দেবো ভাবছি!
এক জোড়া না দুই জোড়া সেইটা চিন্তার বিষয়!!!
২৫ শে জুন, ২০২৪ বিকাল ৫:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আরে বাপরে!!!
ফুটবল খেলে আমার দুই হাত আগে থেকেই ভাঙ্গা!!!
একটাতে ফ্রেকচার হওয়ার পরে তবলা ছেড়ে দিতে হয়েছিলো।
তুমি আবার ভাঙতে চাও!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
শুভেচ্ছা নিরন্তর।
৪| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৫৫
শায়মা বলেছেন: এইবার এই গান বানাবার একটা টিউটোরিয়াল দাও ভাইয়া।
যেন সহজে আমিও বানিয়ে ফেলতে পারি। মানে হাত ভেঙ্গে দিতে পারি তোমারও।
সূর খুবই সুন্দর হয়েছে কিন্তু!!
পুরা বদলে গেছে গানের সূরে ......
২৫ শে জুন, ২০২৪ বিকাল ৫:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এই লিংকে যাও - view this link
এইখান থেকে টিউটোরিয়াল পাবা।
গান ভালো লেগেছে জেনে সুখই হলাম। তবে, মেইন ক্রেডিট সেলিম ভাইয়ের। গানের কথায় একটা ব্যাথা ব্যাথা মাদকতা আছে!
একলব্য হওয়া বা কাউকে একলব্যের মতো একই পরিণতি বরন করানোর কোন ইচ্ছা নাই আমার।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আরে আপনি হলেন ব্লগ রত্ন । অসাধারণ প্রতিভা । কত দ্রুত গান গেয়ে ফেললেন । গায়কিও চমৎকার । গুড জব । ওয়েল ডান ।
২৫ শে জুন, ২০২৪ বিকাল ৫:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।
আপনার লিরিক্স দারুণ!!! সত্যি।
এইজন্যেই গান ভালো হয়েছে।
শুভেচ্ছা নিরন্তর।
৬| ২৫ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:১০
প্রামানিক বলেছেন: সুন্দর
২৫ শে জুন, ২০২৪ রাত ১১:০৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, গুরুজী।
ভালো থাকুন নিরন্তর।
৭| ২৫ শে জুন, ২০২৪ রাত ৮:৩৭
শায়মা বলেছেন: থ্যাংকস ফর দ্য টিউটোরিাল।
যদিও নয়নভাইয়া আমাকে আগেও কয়েকটা দিয়েছে।
আমি আবার বিজি মানুষ তাই ইজি টাইম পেলেই শুরু করে দেবো।
২৫ শে জুন, ২০২৪ রাত ১১:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বরাবরের মতো ভালো কিছুর অপেক্ষায় থকলাম, আপুনি।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ২৫ শে জুন, ২০২৪ রাত ১০:১৩
স্প্যানকড বলেছেন: সুন্দর হয়েছে ।
২৫ শে জুন, ২০২৪ রাত ১১:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। শুভেচ্ছা।
৯| ২৫ শে জুন, ২০২৪ রাত ১১:১২
শায়মা বলেছেন: এই ভালোকিছুর জন্য একটু ওয়েট করতে হবে।
কাল তোমাদের চিটাং সফরে যাচ্ছি!
তাই বিরতির পর আবার শুরু হইবেক ভাইয়ু!!!
২৬ শে জুন, ২০২৪ দুপুর ১২:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওকে, আপুনি!!!
ওয়েটিং!!!!
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২৪ বিকাল ৪:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।