নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

গানঃ \'যা হবে হোক\' [ঊৎসর্গঃ ব্লগার রাজীব নূর খান]

২৮ শে জুন, ২০২৪ রাত ১:৫১



ছেলেটাকে টুকরো টুকরো করে ভেঙ্গেছো
তাঁকে আর জুড়বে কে
যেভাবে ইচ্ছা লুটেছো
তাকে এখন ঊড়াবে কে

তার উড়ার কথা ছিলো আকাশে
জমিতে সে শুয়েছে দেখো
ঝড়-বাদল মাথায় নিয়ে
বলছে সে মনে রেখো

হে খোদার বান্দা
হেসে দাও হেসে দাও
যা হবার তা-ই হবে
আজ যা গেছে
তা কাল ফিরে আসবে

দুঃখ প্রতিদিনের সঙ্গী
কতটা করবে সহ্য
হৃদয় ভাঙবে যখন তখন
আলো দিবে তোমার ধৈর্য

আকাশে উড়ার স্বপ্ন তার
ভঙ্গুর পাখির পাখা
মাটি তাকে টানছে নিচে
আশাতে সে নতুন রেখা

হে খোদার বান্দা
হেসে দাও হেসে দাও
যা হবার তা-ই হবে
আজ যা গেছে
তা কাল ফিরে আসবে.
====================

রাজীব ভাই আমার এবং আমার স্ত্রী'র সবচেয়ে প্রিয় ব্লগারদের একজন। ব্লগ থেকে চলে যাওয়ার পরে, অভিমানী মানুষটাকে আমি ফোন করি নাই। খুব দুঃখ লাগে। মানুষটা আমার মতো তাঁর গুণগ্রাহী ব্লগারদের কথা একবারো চিন্তা করলো না!!!! :|

তাঁর প্রতি ভালোবাসা থেকেই এই গানটা তাঁকে উৎসর্গ করলাম।

যেখানেই থাকুন, রাজীব ভাই, ভালো থাকুন, সুস্থ্য থাকুন।

ইতি,

শাইয়্যান ভাই



মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২৪ রাত ১:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



গানটার কথা আইডিয়ালিস্ট শাইয়্যানের। :)

লিখতে ভুলে গেছি!!!!

২| ২৮ শে জুন, ২০২৪ রাত ২:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজ যা গেছে তা কাল ফিরে আসবে.
............................................................
মানুষ এই আশা ভরসার উপর বেঁচে থাকে ।
তবে কালের গর্ভে চলে গেলে আর ফিরে আসেনা ।

২৮ শে জুন, ২০২৪ রাত ২:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কালের গর্ভে চলে গেলে আর ফিরে আসেনা, কে বললো!!!!!!

আমি ফিরে এসেছি না, ভাইয়া!!!!!

শুভেচ্ছা।

৩| ২৮ শে জুন, ২০২৪ রাত ৮:১১

প্রামানিক বলেছেন: রাজীব নূরের জন্য খারাপ লাগছে। সব সময় রাজীবকে ব্লগে পাওয়া যেত।

২৯ শে জুন, ২০২৪ রাত ১২:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সত্যিই খারাপ লাগছে।

ধন্যবাদ নিরন্তর।

৪| ২৮ শে জুন, ২০২৪ রাত ১০:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রামানিক বলেছেন: রাজীব নূরের জন্য খারাপ লাগছে। সব সময় রাজীবকে ব্লগে পাওয়া যেত।
রাজিব নূরের কি হয়েছে দাদা

২৯ শে জুন, ২০২৪ রাত ১২:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


রাজীব ভাই রাগ করে ব্লগ ছেড়েছেন।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.