নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

\'স্বপ্নপুরী\' - শিশু-কিশোরদের জন্যে সিলেটে ১ম গ্রন্থাগার

১৩ ই জুলাই, ২০২৪ রাত ১০:১০



গত কয়েক মাস ধরে কাজ চলছে আমার মা-এর নামে করা গ্রন্থাগার 'স্বপ্নপুরী'-এর কাজ। আজ পর্যন্ত, ৭০% কাজ শেষ। এখন শুরু হবে বই ক্যাটলগিং এবং সাজানো। আগামী ৯ই অগাস্ট, শুক্রবার বিকাল ৪টায় আমাদের লাইব্রেরীর শুভ উদ্বোধন হবে। খুলে দেওয়া হবে ৮-১৪ বছর বয়সীদের জন্যে।

আমরা মূলতঃ STAM (Science, Technology, Arts, Maths) -সম্পর্কিত বই রাখছি। সাথে এইসব বিষয়ে প্রতি শুক্রবার ও শনিবার ওয়ার্কশপ চলবে। এবারে পুরো লাইব্রেরী'র বিশেষ রুমগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।

অভ্যর্থনা কক্ষঃ



লাইব্রেরীর সদর দরজা দিয়ে ঢুকলেই প্রথমে চোখে পড়বে এই চিত্রশিল্প। মহাকাশে বাংলাদেশের পদার্পনের স্বপ্ন আমরা দেখাতে চাই সিলেটের শিশু-কিশোরদের। সেজন্যেই, এই প্রয়াস!


হলরুমঃ



এটি হলরুমের দেয়ালগুলোর একাংশের ছবি। এই রজুমেই হবে ওয়ার্কশপগুলো। অন্যান্য দেয়ালে যে ছবিগুলো আছে, সেগুলোও শিশুকিশোরদের কথা চিন্তা করেই আঁকা হয়েছে।







এই হলরুমে চলবে ছড়ার আসর, গল্পের ঝুলি, ডিবেট ও বিভিন্ন রকম কলা শেখানোর কর্মশালা।



ব্রেইল কর্নারঃ





দৃষ্টি প্রতিবন্ধীদের বই পরার সুবিধার জন্যে আমাদের লাইব্রারীতে রয়েছে বিশেষ ব্যবস্থা। 'স্পর্শ ফাউন্ডেশন' আমাদের কিচু বই ডোনেট করছে যেগুলো ব্রেইল পদ্ধতিতে লেখা।

এছাড়াও আমাদের গ্রন্থাগারে ২টি রুম রয়েছে যেখানে বসে পড়তে পারবে শিশু-কিশোররা।


গ্রন্থাগারের বাইরের দেয়ালের আর্টঃ



এটি আমাদের স্বপ্নপুরীর বাইরের দেয়ালের কিছু ছবি যা ২ মাস আগে তোলা হয়েছিলো। এখন আরও অনেক পরিবর্তন এসেছে!


সিলেট শহরের গৌর গোবিন্দের টিলায় গড়ে উঠা এই লাইব্রেরীতে আপনারা আমন্ত্রিত।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ১১:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:



অতিব মুল্যবান সু কর্ম । এটি একটি উন্নতমানের জাতি গঠনমুলক
প্রাতিষ্ঠানিক ব্যবস্থা । এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি ।
আপনার স্নেহময়ী মাতার জন্য রইল শ্রদ্ধাঞ্জলী । এই গ্রন্থাগারের
সংঘ্রহশালা বৃদ্ধি করার জন্য আমরা ব্লগারগন সহযোগীতার
হাত বাড়িয়ে দেয়ার প্রস্তুত আছি ।
গ্রন্থাগারের হল রুমের দেয়ালে শিশু আকর্ষনীয় সুন্দর সুন্দর
চিত্র কর্মগুলি বেশ দৃস্টিনন্দন হয়েছে । এতে সংস্কৃতিমনা
আয়োজকদের ইন্টারনেল ডেকরেশনের বিয়য়ে শিশুবান্ধব
রুচীর সুন্দর সমাবেশ ঘটানো হয়েছে দেখে ভাল লাগল ।
পোস্টটি প্রিয়তে গেল ।

শুভেচ্ছা রইল

১৫ ই জুলাই, ২০২৪ রাত ৮:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


গ্রন্থাগারের সংঘ্রহশালা বৃদ্ধি করার প্রস্তাবনার জন্যে ধন্যবাদ।

হয়তো আমি একা চালাতে পারবো না। কারণ, ১০,০০০ বইয়ের সংগ্রহশালা তৈরী করছি আমি। একা সামলানো বেশ কঠিন!

একদিন এসে দেখে গেলে খুব খুশি হবো।

ভালো থাকুন নিরন্তর।

২| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: একটি ভালো কাজ। অভিনন্দন! +

১৫ ই জুলাই, ২০২৪ রাত ৮:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ, ভাইয়া।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৪ ই জুলাই, ২০২৪ সকাল ৮:২২

আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,





মহতী একটি উদ্যোগ। অভিনন্দন!
আপনার "স্বপ্নপুরী"র স্বপ্ন সার্থক হোক................



১৫ ই জুলাই, ২০২৪ রাত ৮:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শুভকামনার জন্যে ধন্যবাদ নিরন্তর।

আমি চেষ্টা করে যাচ্ছি।

৪| ১৪ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুভকামনা রইলো।
- সিলেট যাওয়া হলে, সময় সুযোগ পেলে এক নজর দেখে আসবো।
- গল্প-উপন্যাস-রহস্যগল্প ইত্যাদি বই যোগ করলে বাচ্চারা বই পড়ায় আগ্রহী হয়ে উঠবে।

১৫ ই জুলাই, ২০২৪ রাত ৮:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার আমন্ত্রণ রইলো।

আসলে খুব খুশী হবো।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ১:১৪

ফারহানা শারমিন বলেছেন: অভিনন্দন!! শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.