নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
মামনি মারিয়া এবং সোহানা,
সফলতা একদিনে আসে না। এর জন্যে লেগে থাকতে হয়। বাজারে এখন ২ মিনিটে নুডুলস বানানোর মতো সফলতা লাভের ফর্মুলার ছড়াছড়ি। আমার মেয়ে মারিয়া এবং সোহানাকে বলছি - এইসব ভুল ধারণা নিয়ে জীবনকে চালাবে না, প্লিজ।
একটু লক্ষ্য করলে দেখা যায়, জীবনে যারা সাফল্য লাভ করেছেন, তাঁরা অনেক ত্যাগ স্বীকার করেই উচ্চ স্থানে পৌছেছেন। তাঁদের জীবন থেকে তোমাদের শিক্ষা নিতে হবে। এর জন্যে, তোমাদের প্রচুর বই পড়তে হবে, দেশ-বিদেশে গিয়ে থাকতে হবে, ভালো বন্ধুদের সাথে সম্পর্ক করতে হবে।
প্রিয় কন্যাদ্বয়,
তোমাদের দাদা উচ্চ পদস্থ সৎ সরকারী কর্মকর্তা ছিলেন। তিনি শত প্রলোভনেও নিজের সরকারী ক্ষমতার অপব্যবহার করেন নাই। তিনি তাঁর সন্তানদের সব সময় সৎ থাকার নির্দেশ দিয়েছেন।
তোমার দাদাকে অফিস থেকে নিশান পেট্রোল জীপ দেওয়া হয়েছিলো। তিনি সেই গাড়ি নিজের পরিবারের জন্যে ব্যবহার করেননি।
আমার মামার মুখে শোনা একটি ঘটনা দিয়ে শেষ করছি-
আমার এক মামা বিদেশ থেকে এসেছেন। তিনি দেখলেন- আমরা যখন খাবার খাই, আমাদের খাওয়ার প্লেটে মুরগীর টুকরোগুলো খুব ছট ছোট। তাও, এক টুকরোর বেশি দেওয়া হয় না। আমার মামা তাঁর বোনের এই কষ্ট দেখে আমার বাবাকে বললেন- "সাইকুল ভাই, আপনার পরিবার এতো কষ্ট করছে!"
আমার আব্বা উত্তরে বলেছিলেন- "আমার এই ছোট মুরগীর মাংসের টূকরো আমার সন্তানদের যে শক্তি দিবে, একজন দূর্নীতিবাজ মানুষের সন্তান থেকে সেই শক্তি অনেক বেশি হবে।"
মারিয়া ও সোহানা,
তোমরা তোমাদের দাদার কথা সব সময় মনে রাখবে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। নির্লোভ থাকার ট্রেনিং না পেলে এরকম থাকা কঠিন।
শুভেচ্ছা নিরন্তর।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৯
কামাল১৮ বলেছেন: সফলতা একেক জনের কাছে একেক রকম।আগে জানতে হবে আমি কিসে সফলতা চাই।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সহমত। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২১
মোহামমদ কামরুজজামান বলেছেন: কন্যাদের প্রতি আপনার চাওয়ার সাথে সাথে আমারও চাওয়া তাদের সুন্দর ভবিষ্যতের সাথে সাথে ভাল মানুষ হওয়ার।
সাথে সাথে দোয়া রইলো দুনিয়ার সকল প্রলোভন থেকে যাতে করে নিজেদেরকে মুক্ত রেখে সৎ ও নির্লোভ জীবন-যাপন করতে পারে।