নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমাদের বাসায় ৩-জন কাজের লোক আছেন। তিনজনই মহিলা। তাঁরা ছুটা কাজ করেন। অর্থাৎ, দিনের কাজ দিনেই করে দিয়ে যান। তাঁদের মাঝে ঐদিন একজন আমাদের বলে দিলেন, আজ থেকে তাঁকে 'বুয়া ম্যাডাম' ডাকতে হবে।
কাজের মানুষটার বয়স আন্দাজ ৬০+ হবে। আমার আম্মা তাঁকে 'বুড়ি বুয়া' ডেকেছিলেন। সেটা শুনে তাঁর কি রাগ! আমার বিবিজানের কাছে ঝাল ঝাড়লেন ঐ মহিলা - "আমারে বুড়ি বুয়া ডাকবো ক্যা! আমার দাঁত পইড়া গেছে বইল্যা! আমার নাতি এখনো মাদ্রাসায় মাত্র ক্লাস সিক্সে পড়ে। মাইনসের বাড়িতে কাজ করি বইল্যা আমি কি বুড়ি হইয়া গেসিগা?"
আমার স্ত্রী আমার কাছে জানতে চেয়েছিলেন তাঁকে কি ডাকা যায়। আমি জিজ্ঞাসা করলাম - বুয়া মানে কি? আমার বিবিজান উত্তর দিলেন যে, তাঁদের এলাকায় 'বু' শব্দ থেকে 'বুয়া' এসেছে। আর 'বু' শব্দের অর্থ 'আপা'।
আমি কাজের লোককে 'বু' ডাকতে বলে দিলাম।
আজ শুনলাম, বুড়ি মহিলাকে 'বু' ডাকলে চলবে না! তিনি তাতে খুশি নন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিলো - "কি ডাকলে আপনি খুশি হবে?"
বুয়ার নির্বিবাদ উত্তর - "আমারে বুয়া ম্যাডাম ডাকবেন!"
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:১৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বুয়ার চেয়ে বু শব্দটা ভালো শোনায়।
ধন্যবাদ নিরন্তর।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৮
শায়মা বলেছেন: আমি আমার বাসার স্কুলের সবখানেই আয়াবুয়াদেরকে কখনও বুয়া বলিনা। একদম নাম ধরে ডাকি। এছাড়াও আমার ছোট বড় সবাইকেই আপু বা ভাইয়ু বলার অভ্যাস আছে জানোই তো!!!
ম্যাডাম বলতে পারবো না।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি দেরীতে উত্তর দেওয়ার জন্যে।
আমি আসলে সবাইকে আপুনি/ভাইয়ুমনি ডাকতে পারি না।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার বাসায় কোন কাজের লোক নেই আর তাই কোন নাম ডাকা নিয়েও আমার কোন টেনশান নেই। আমি নিজেই ঘর ঝাড়ু দিয়ে মোছামুছির কাজটাও করে ফেলি। অনেকের বাসায় দেখি গৃহকর্মীরাই রান্নাবান্না করছেন, ওসব বাসায় আমি কখনোই খাওয়া-দাওয়া করি না। ঢাকায় বোতলজাতকৃত পানি ছাড়া অন্যকোন পানি এখনো পান করা হয় নি, খুব সম্ভবত এ কারনেই এখনো পর্যন্তা কোন পেটের পীঁড়ার ঝামেলায় পড়তে হয় নি। পুরো বিষয়টিই আমার ব্যক্তিগত প্রেফারেন্স। ধন্যবাদ।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওয়াও!!! আপনি বেশ পরিশ্রমী মানুষ!
এটা খুব ভালো।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বুঝা যাচ্ছে ওনার যথেষ্ট আত্মসম্মান বোধ রয়েছে । উনি বুয়া ডাকাতে রাগ হননি , বুয়ার সাথে বুড়ি ডাকাতেই ইগোতে লেগেছে ।তাছাড়া ৬০ বছর বয়সে মানুষ বুড়ো হয় না । সো, বুড়ি ডাকা যাবে না । কাজের লোক হলেও যথাযথ সম্মান পাওয়া তার অধিকার ।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সহমত। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫
আহা রুবন বলেছেন: আমরা কাজের মহিলাদের বুবুর সংক্ষিপ্ত বু ডাকতাম।