নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আজ প্রধান উপদেষ্টার প্রধান সহকারী উপদেষ্টা হিসেবে শপথ নিবেন। তাঁকে নিয়ে বর্তমান উপদেষ্টা পরিষদে দেশের তরুণদের প্রতিনিধির সংখ্যা হবে তিন। আমি মনে করি, দেশের রাজনৈতিক দলগুলোর এই থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে!
এক সময়ে দেশের সরকারগুলোর মন্ত্রী বা উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিত্ব মানে শুধুই হুপিং কাশি, হাই-লো ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্ট সার্জারিওয়ালা মানুষদের দেখা যেতো। আমি এই পর্যন্ত দেশের উন্নয়নে সিনিয়রদের অবদানকে অস্বীকার করছি না।
কিন্তু, আমি এই জন্যে দুঃখিত যে, গত ৪০ বছরে দেশের তরুণদের শক্তিকে উপেক্ষা করা হয়েছে প্রত্যেক সময়ে। এটা দেশের মানুষদের জন্যে কোন ভালো সংবাদ বয়ে আনেনি। এই কারণে, দেশের উপেক্ষিত মেধাবী তরুণ সমাজ এক সময়ে রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিলো।
আজ ধীরে হলেও সেই অবস্থার পরিবর্তন আসছে। তরুণদের উপর আস্থা রাখার জন্যে আমাদের প্রধান উপদেষ্টাকে তাই ধন্যবাদ জানাই।
ফোটো সূত্রঃ আল জাজিরা
২| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৬
আদিত্য ০১ বলেছেন: তারপর বলেন কি নেতৃত্ব দিলো এই তিন মাসে, বাজারের দামের উর্ধ্বমূখী আদৌ কমাতে পেরেছে, শেয়ার বাজারের পতন কি ঠিক হইছে, আইন শৃঙ্খলা এমন বাজে কোন দিন দেখিনাই, দিনে দুপুরে ডাকাতি ছিনতাই, আরও বললে লম্বা লিস্ট হবে, এই নেতৃত্বের জন্য ধন্যবাদ দিলেন, যাইহোক, আরও বাকি দিন আছে, কি হবে তা বুঝাই যাচ্ছে
৩| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৮
আদিত্য ০১ বলেছেন: প্রহররাজা বলেছেন: বংগমাতা তিশার জামাই তেল মেরে উপদেষ্টা হয়ে গেলো, আপনিও তেল মারতে থাকেন
তিশার জামাইইয়ের এখন ফিল্ম বা নাটক অনেক বানাইছে সবগুলাই ফ্লপ, ২টা মুভি বানাইছিলো, বানানোর টাকা তো উঠেই নাই, হলের খরচ উঠছে কিনা সন্দেহ, এখন বেচারা কি করবে, কিছু একটা করে তো খেয়ে পড়ে বাচতে হবে তাই এই তেলে ক্ষনি নিয়ে উপদেষ্টা, তো এই গিরগিটি গুলা পুরাই আজব এরা সব সরকারে সুবিধা নেয়, দেইখেন বিএনপি ক্ষমতায় আসলেও সুবিধা নিবে।
৪| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৫২
কামাল১৮ বলেছেন: ৩০ থেকে ৪০ এর মধ্যে হলে ভালো হয়।
৫| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৩
নান্দাইলের ইউনুছ বলেছেন:
তিনায় নিজেই তো অবৈধ।
৬| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ১:৩৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহা মানুষ যে কতো নিষ্ঠুর হতে পারে তাতো শেখের বেটি দেখিয়ে গেল তার ১৬ বছর শাষণে তাই কিছুটা ব্যাতিক্রম দেখছি।
৭| ১১ ই নভেম্বর, ২০২৪ ভোর ৪:১৬
আহরণ বলেছেন: হুমমমমমমমম!!!? টোকাই, চোর, বাটপার, জঙ্গি, আইসিস, হামাসের এর হাতে দেশ!!??? ধন্যবাদ ভাইয়া।
৮| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪২
ইফতেখার ভূইয়া বলেছেন: পুরোনোদের বিদেয় নেয়ার সময় হয়েছে। দেশ স্বাধীন হয়েছে অর্ধ-শতাব্দী, ঘুরে ফিরে বার বার একই মুখ, একই কু-কাজ দেখতে দেখতে ক্লান্ত। দেখা যাক নতুনরা কি করতে পারে। ধন্যবাদ।
৯| ১১ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫২
আরাফআহনাফ বলেছেন: তরুনরাই পারবে -
@মাহমুদুর রহমান সুজন - লেখালেখি করছেন না যে অনেকদিন!
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৯
সৈয়দ কুতুব বলেছেন: সারাবিশ্বে বুড়ো রা ক্ষমতায় আসছে যা অবাক করার মতো।বাংলাদেশে কিছুদিনের জন্য হলেও তার ব্যতিক্রম ঘটলো।